surya-calls-rohit-real-leader-of-india

কানপুরে অসামান্য সাফল্য অর্জন করলো টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টিতে আড়াই দিনেরও বেশী সময় খেলা হয় নি, তা সত্ত্বেও পঞ্চম দিনের চা পানের বিরতির আগেই জয় ছিনিয়ে নিলো তারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই অবিশ্বাস্য পারফর্ম করেছে তারা। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর টেস্ট ইতিহাসে দ্রুততম দল হিসেবে ৫০ ও ১০০ রান তোলার রেকর্ড গড়ে ভারত। মাত্র ৩৪.৪ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ২৮৫ রান। এরপর দুই সেশনের মধ্যেই বাংলাদেশকে অল-আউট’ও করেন অশ্বিন (Ravichandran Ashwin), বুমরাহ, জাদেজারা (Ravindra Jadeja)। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতের প্রয়োজন ছিলো ৯৫ রান। ১৯ ওভারের মধ্যেই লক্ষ্য পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ ৭ উইকেটের ব্যবধানে এই দুর্দান্ত জয়ের কৃতিত্বের সিংহভাগটাই ক্রিকেটমহল দিচ্ছে রোহিত শর্মা’র (Rohit Sharma) ‘ডাকাবুকো’ অধিনায়কত্ব’কে।

Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, তারকা পেসারের প্রত্যাবর্তনে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়া’র !!

ম্যাচ শেষে গেমপ্ল্যান ফাঁস রোহিত শর্মা’র-

Rohit Sharma | Team India | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

খেলা হয়েছে ১৭৩ ওভার। হিসেবে দুই দিন’ও নয়। এর মধ্যেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অবিশ্বাস্য কৃতিত্বের পিছনে যে নিখুঁত পরিকল্পনা ছিলো তা ম্যাচ শেষে ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা। বলেন, “চতুর্থ দিন মাঠে নেমে প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব আউট করার পরিকল্পনা ছিলো। যখন ওরা ২৩০ রানে গুটিয়ে যায়, তখন আমরা কত রান করবো তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ ছিলো, কত ওভার ওদের বোলিং করতে পারবো। যার ফলে আমাদের যতটা সম্ভব বেশী রান-রেট রাখতে হত।” জয় ছাড়া কিছুই যে ভাবনায় ছিলো না তাও জানিয়েছিলেন তিনি। “এই ঝুঁকিটা নিতেই হত। জানতাম ওভাবে ব্যাট করলে অল্প রানে গুটিয়ে যেতে পারি। কিন্তু ১০০ বা ১৫০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার জন্যও তৈরি ছিলাম। যাতে ফলাফল মেলে তার জন্য নিজেদের সেরা সুযোগটা দিতে চেয়েছিলাম।”

রোহিতের প্রশংসায় মাতলেন সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav and Rohit Sharma | Image: Getty Images
Suryakumar Yadav and Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্ব দেওয়ার দক্ষতা মন ভরিয়েছে ক্রিকেটদুনিয়ার। হিটম্যান বন্দনায় সামিল হলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। কানপুরে টেস্ট ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রোহিতের ছবি শেয়ার করেন তিনি। সাথে ক্যাপশনে লেখেন, “ওয়াক দ্য টক।” এই শব্দবন্ধের বাংলা করলে দাঁড়ায় “যা বলেন তা করে দেখান।” নীচে লিখেছেন ‘লিডার।’ অধিনায়ক হওয়ার পর থেকেই বারবার সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনকে অধিক জরুরী হিসেবে দেখাতে চেয়েছেন রোহিত। যেভাবে মাঠেও নিজের সেই বিশ্বাসকেই বাস্তবের মাটিতে প্রতিষ্ঠা করে দেখালেন তিনি, তাকে কুর্নিশ জানাতে ভোলেন নি সূর্য। রোহিতের প্রশংসায় মেতেছেন কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin)। জয়ের লক্ষ্যে একটা গোটা ইনিংস ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন রোহিত, সে কথা ফাঁস করেছেন সাংবাদিক সম্মেলনে।

দেখুন সূর্যকুমারের ইন্সটাগ্রাম স্টোরি’টি-

টি-২০’র লড়াইতে নামছে ভারত-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

টেস্ট সিরিজে বাংলাদেশকে খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অপেক্ষা এবার টি-২০ সিরিজের। আগামী ৬ অক্টোবর থেকে কুড়ি-বিশের বিশ্বকাপে টাইগারদের মুখোমুখি হচ্ছে ‘মেন ইন ব্লু।’ প্রথম ম্যাচটি রয়েছে গ্বালিয়রে। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম এবং ১২ তারিখ তৃতীয় ম্যাচটি আয়োজিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-২০তে ভারত মাত্র একবার হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে। ঘরের মাঠে এখনও পর্যন্ত অপরাজিত তারা। সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চায় দল। দিনকয়েক আগেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত-বিরাটদের মত সিনিয়ররা অবসর নিয়েছেন টি-২০ থেকে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন স্কোয়াডে হার্দিক, সঞ্জুদের মত তারকাদের সাথে রয়েছেন একঝাঁক তরুণ তুর্কি।

Also Read: IPL 2025: ‘শাঁখের করাত’ হয়ে দাঁড়িয়েছেন রিঙ্কু সিং, ফিনিশার’কে নিয়ে চিন্তায় নাইট রাইডার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *