CSK: গতকাল বিকালেই প্রকাশ্যে এসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমের (IPL 2025) জন্য তালিকা। দশটি ফ্রাঞ্চাইজি তাদের রিটেন লিস্টের তালিকা জমা দিয়েছে। বেশ কিছু বড় নাম এবার নিলামের আগে রিটেন হতে চাননি, যে কারণে নিলামের মঞ্চে বেশ কিছু তারকাদের একসাথে দেখা যাবে। গতকাল রিটেনশন তালিকা প্রকাশ্যে আসতেই জানা গিয়েছিল এবারের আইপিএলে ঋষভ পন্থ (Rishabh Pant), কেএল রাহুলদের (KL Rahul) মতন তারকারা তাদের পুরানো দল ছেড়ে দিয়েছেন।
পন্থ দিল্লি ছাড়তেই একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে ভক্তদের। ঋষভ পন্থ কি চেন্নাই সুপার কিংসেই (CSK) যাচ্ছেন? চেন্নাইয়ের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার (Suresh Raina) কথায় তেমনই ইঙ্গিত মিলল। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস ছেড়ে চেন্নাই দলে যোগ দেবেন পন্থ। আসলে বেশ কিছুদিন ধরে দিল্লি টিম ম্যানেজমেন্টের সঙ্গে পন্থের বেশ মন কষাকষি হয়েছে যে কারণে ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছেন তিনি। আবার একটি সূত্র দাবি জানিয়েছে যে পন্থ হয়তো নিজে নিলামে আসতে চেয়েছিলেন। নাহলে পন্থের মতো খেলোয়াড়কে কেন ছেড়ে দেবে দিল্লি?
পন্থকে চেন্নাই দলের জার্সিতে দেখা যাবে
এবার পন্থের প্রসঙ্গে মন্তব্য করে রায়না বলেন, “আমি দিল্লিতে কিছুদিন আগেই (গত মঙ্গলবার) মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করেছিলাম। সেখানে পন্থ উপস্থিত ছিলেন। কেউ একজন খুব শীঘ্রই হলুদ জার্সি পরবে।” রায়নার কথা অনুযায়ী এটা স্পষ্ট যে আসন্ন আইপিএলে চেন্নাই দলে অবশ্যই ঠাঁই হতে চলেছে পন্থের। তবে, পন্থকে পেতে সমস্যা পোয়াতে হবে চেন্নাই দলকে। মূলত, চেন্নাইয়ের কাছে বাঁকি রয়েছে আর মাত্র ৫৫ কোটি টাকা যে টাকা দিয়ে তাদেরকে এখনও স্কোয়াড তৈরি করতে হবে।
আর ক্রিকেট ভক্তদের মতে নিলামে ২৬ কোটি টাকারও দর হাঁকা হতে পারে পন্থকে নিয়ে। সেই পরিস্থিতিতে পন্থের জন্য যদি সিএসকে ২৬ কোটি টাকা খরচ করে ফেলে, তাহলে বাকি খেলোয়াড়দের নিতে গিয়ে নাকানিচোবানি খেতে হবে CSK ম্যানেজমেন্টকে। পন্থ তার ক্যারিয়ারে কেবলমাত্র দিল্লি দলের হয়ে খেলেছেন। ফ্রাঞ্চাইজির হয়ে তিনি বিগত চার মৌসুমে অধিনায়কত্ব করেছেন। আইপিএলে তিনি দিল্লির জার্সিতে ১১১টি ম্যাচে ৩৫.৩১ গড়ে এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান বানিয়েছেন।