ভারতীয় দলের হয়ে বছরের পর বছর ধরে অসংখ্য ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে এসে নিজেদের আলাদা পরিচয় তৈরি করছেন। রোহিত শর্মার (Rohit Sharma) পর বর্তমানে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শুভমান গিল (Shubman Gill)। সাম্প্রতিক সময়ে এই তরুণ ব্যাটসম্যান নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে তার নেতৃত্বেই ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। এর মধ্যেই এবার সুরেশ রায়না (Suresh Raina) বিশ্বের সেরা একাদশ বেছে নিলেন। কিন্তু এই তালিকায় তিনি নিজের সবচেয়ে কাছের বন্ধু এবং সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকেই (MS Dhoni) রাখলেন না।
Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!
রায়নার বাছাই করা সেরা একাদশ-

সুরেশ রায়না (Suresh Raina) ভারতের অন্যতম প্রাক্তন তারকা ব্যাটসম্যান বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে খেলছেন। রায়না শেষবার ২২ জুলাই, মঙ্গলবার নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্ৰাউন্ডে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে মাঠে নেমেছিলেন। এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১১ বলে ১৬ রান করে আউট হয়ে যান। এর মধ্যেই এবার সুরেশ রায়না (Suresh Raina) বিশ্বের সেরা একাদশ বেছে নিলেন।
কিন্তু এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সহ বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা ক্রিকেটাররা জায়গা পাননি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বের সেরা একাদশে ওপেনার হিসেবে প্রথমেই ব্রায়ান লারা (Brian Lara) এবং শচীন তেন্ডুলকারকে (Sachin Tendulkar) বেছে নিতে চাই। ৩ নম্বরে ভিভ রিচার্ডস (Viv Richards) স্যার, ৪ নম্বরে গ্যারি সোবার্স (Garry Sobers), ৫ নম্বরে যুবরাজ সিং (Yuvraj Singh), ৬ নম্বরে ইয়ান বোথাম (Ian Botham) এবং ৭ নম্বরে অ্যান্ড্রু ফ্লিনটফকে (Andrew Finntoff Flintoff) রাখতে চাই। বোলিং বিভাগে আমি চারজন স্পিনারকে বেছে নেবো। তারা হলেন শেন ওয়ার্ন (Shane Warne), হরভজন সিং (Harbhajan Singh), অনিল কুম্বলে (Anil Kumble) এবং সাকলাইন মুশতাক (Saqlain Mushtaq)। আর ইম্প্যাক্ট প্লেয়ারের সুবিধা থাকলে দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামসকেও জায়গা দিতে চাই।”
রায়নার বাছাই করা সেরা একাদশ-
শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, যুবরাজ সিং, ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, হরভজন সিং, অনিল কুম্বলে, সাকলাইন মুশতাক, পল অ্যাডামস (ইম্প্যাক্ট প্লেয়ার)
চতুর্থ টেস্টে কোণঠাসা ভারত-

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভারতীয় দল শেষ পর্যন্ত লড়াই চালায়। ব্যাট হাতে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মরিয়া চেষ্টা ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এরপর চতুর্থ টেস্টে গত বুধবার থেকে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং সাই সুদর্শন (Sai Sudarshan) দুরন্ত ব্যাটিং করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই দুজনের ব্যাট থেকে অর্ধশতরান আসে। অন্যদিকে ঋষভ পান্থও (Rishabh Pant) ভাঙা পা নিয়ে লড়াই চালিয়ে অর্ধশতরান করেন। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান সংগ্রহ করে নেয়।
কিন্তু এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছেন ইংলিশ বাহিনীরা। জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) দুজনে মিলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর জো রুট (Joe Root) ১৫০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে চালকের আসনে পোঁছে দেন। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান সংগ্রহ করেছে। অপরাজিত ৭৭ রানে ব্যাটিং করছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)।