IPL 2024

IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) যখন সূচনা হয়েছিলো, অর্থাৎ ২০০৮ সালে হায়দ্রাবাদ থেকে টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ডেকান চার্জার্স দল। আইপিএলের দ্বিতীয় মরসুমে দক্ষিণ আফ্রিকার মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারিয়ে তারা ট্রফিও জেতে। কিন্তু ২০১২ সালে বন্ধ হয়ে যায় ডেকান চার্জার্সের পথচলা। হায়দ্রাবাদ থেকে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে সানরাইজার্স (SRH)। এরপর সময় যত এগিয়েছে তাদের কমলা-কালো জার্সি ‘আইকনিক’ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে। ড্যারেন স্যামি, ডেল স্টেইন হোক বা ডেভিড ওয়ার্নার (David Warner)-একাধিক বিদেশী ক্রিকেটারকেও আপন করে নিয়েছে সানরাইজার্স জনতা। গত দশকের অন্যতম সফল আইপিএল দলের তালিকা তৈরি করতে বসলে নিঃসন্দেহে জায়গা দিতে হবে সানরাইজার্সকে (SRH)।

২০১৬ সালে দুর্বার গতিতে ছুটতে থাকা বেঙ্গালুরুর (RCB) জয় রথ থামিয়ে নিজেদের প্রথম এবং এখনও অবধি একমাত্র আইপিএল খেতাব জিতেছিলো সানরাইজার্স (SRH)। এরপর আর খেতাব না জিতলেও ২০২০ অবধি টানা পাঁচ বার প্লে-অফের গণ্ডী টপকেছিলো তারা। কিন্তু ২০২০’র পরেই যেন খানিক গতিরুদ্ধ হয়েছে ‘অরেঞ্জ আর্মি’র। ২০২১ সালের তারা শেষ করেছে অষ্টম স্থানে। ২০২২ মরসুমেও সাফল্য আসে নি। দশ দলীয় লীগে সানরাইজার্সকে থামতে হয়েছে আটে। ২০২৩ এ তারা শেষ করেছে ‘লাস্ট বয়’ হয়ে। আগামী মরসুমে ব্যর্থতার চিত্রে বদল আনতে মরিয়া সানরাইজার্স। ইতিমধ্যেই ব্রায়ান লারাকে সরিয়ে ড্যানিয়েল ভেত্তরিকে কোচ করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বরের ‘মিনি’ নিলামে স্কোয়াডেও ব্যাপক বদল আনতে পারে তারা। পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই দুবাইয়ের বিমান ধরবেন কাব্য মারান’রা।

Read More: IPL 2024: হর্দিকের প্রস্থানের পর এই খেলোয়াড়ের হাতে উঠতে চলেছে গুজরাটের অধিনায়কত্ব, ট্রফি জেতা সময়ের অপেক্ষা !!

আগামী IPL-এ নতুন উদ্যমে মাঠে নামতে চায় হায়দ্রাবাদ-

Sunrisers Hyderabad | IPL 2024 | Image: Getty Images
Sunrisers Hyderabad | Image: Getty Images

২০২২ আইপিএলের (IPL) প্লে-অফে জায়গা করে নিতে পারে নি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তাই ষোড়শ মরসুমে শূন্য থেকে শুরু করতে চেয়েছিলো তারা। সম্পূর্ণ দলের ভোলবদলের ভাবনা মাথায় নিয়ে ময়দানে নেমেছিলো টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ছেঁটে ফেলা হয়, নিকোলাস পুরানকেও (Nicholas Pooran) বাতিলের খাতায় রেখেছিলো হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। নিলামে সর্বোচ্চ পরিমাণ অর্থ ছিলো সানরাইজার্সের হাতেই। ১৩.২৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক’কে (Harry Brook) দলে নেয় তারা। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) দলে নিতেও বিপুল অর্থ খরচ করে তারা। ২০২৩ মরসুমে নেতা হিসেবে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে (Aiden Markram) বেছে নেয় তারা। মার্করামের অধিনায়কত্বে সানরাইজার্স ইস্টার্ন কেপ SA20 জিতলেও আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হলো ‘অরেঞ্জ আর্মি।

ষোড়শ মরসুমে, দশ দলের লীগে হায়দ্রাবাদ শেষ করে নবম স্থানে। শুরুর দুই ম্যাচ খেলেন নি অধিনায়ক মার্করাম। নেতৃত্বভার সামলান ভুবনেশ্বর কুমার। মুম্বই (MI) এবং রাজস্থানের (RR) বিরুদ্ধে দুই ম্যাচেই হারে সানরাইজার্স। এরপর মার্করাম ফিরতে জয়েও ফেরে হায়দ্রাবাদ। পরপর পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারায় তারা। কিন্তু এরপর জোটে শুধুই হতাশা। পরপর মুম্বই, চেন্নাই এবং দিল্লীর বিপক্ষে হারতে হয় তাদের। ধুঁকতে থাকা সানরাইজার্স ফিরতি পর্বে দিল্লীকে (DC) হারিয়ে ছন্দে ফেরার চেষ্টা করেছিলো ঠিকই, কিন্তু হারতে হয় কলকাতার কাছে। এরপরেও ওঠানামা চলতেই থাকে তাদের। শেষমেশ ১৪ ম্যাচে চার জয় এবং দশ হার সহ ৮ পয়েন্ট নিয়ে মরসুমে ইতি টানে তারা।

হ্যারি ব্রুক (Harry Brook), মায়াঙ্ক আগরওয়ালদের মত বিপুল অর্থে সই করানো বেশ কয়েকজন’কে ছেড়ে দিয়ে সেই অর্থে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) বা ট্র্যাভিস হেড-এর (Travis Head) দিকে হাত বাড়াতে পারে সানরাইজার্স। ২০২৩ মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বিশেষ সুবিধা করতে পারেন নি মার্কো ইয়ানসেন। শোনা গিয়েছিলো ছেড়ে দেওয়া হবে তাঁকে। কিন্তু বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করায় থেকে যেতে পারেন তিনি। ফ্র্যাঞ্চাজির সাথে মতপার্থক্যের কারণে দল ছাড়তে পারেন উমরান মালিক’ও। আইপিএলের দ্বিতীয় পর্বে হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) পারফর্ম্যান্স ‘অরেঞ্জ আর্মি’র একমাত্র ইতিবাচক দিক। পাশাপাশি অভিষেক ত্রিপাঠী, আব্দুল সামাদ’রাও প্রতিভার খানিক বিচ্ছুরণ দেখিয়েছেন। ২০২৪ মরসুমে জয়ের সরণিতে ফিরতে ফের একবার গোটা দলের খোলনলচে বদলের পথে হাঁটতে পারে হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য রিটেনশন তালিকা-

এইডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর, আব্দুল সামাদ, অভিষেক ত্রিপাঠী, হেনরিখ ক্লাসেন, বিভ্রান্ত শর্মা, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকণ্ডে, মার্কো ইয়ানসেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য রিলিজ তালিকা-

উমরান মালিক, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, নীতিশ কুমার রেড্ডি, উপেন্দ্র সিং যাদব, মায়াঙ্ক ডাগর, সমর্থ ব্যাস, সানবীর সিং, আদিল রশিদ, ফজলহক ফারুখি,  আনমোলপ্রীত সিং, আকেল হোসেন।

Also Read: IPL 2024: MI দল থেকে বিতাড়িত হওয়ার পর রোহিত শর্মাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলি, খেলবেন RCB’র জার্সিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *