"কোনো তারকাই অপরিহার্য নন..", এশিয়া কাপের আগে বুমরাহকে নিয়ে চাঁচাছোলা আক্রমণ সুনীল গাভাস্কারের !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারতীয় দলের হয়ে কোন ক্রিকেটার তারকা হয়ে উঠবেন তা নিয়ে এখন থেকে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিসিসিআই (BCCI) এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দল প্রকাশ করতে চলেছে। ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে কাজের চাপ নিয়ন্ত্রণের জন্য জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে ভারতীয় দলের একাদশে ছিলেন না। ফলে তিনি এশিয়া কাপে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। এর মধ্যেই এবার এই তারকা পেসারকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

গাভাস্কারের স্পষ্ট বার্তা-

"কোনো তারকাই অপরিহার্য নন..", এশিয়া কাপের আগে বুমরাহকে নিয়ে চাঁচাছোলা আক্রমণ সুনীল গাভাস্কারের !! 2
Jasprit Bumrah | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২ টি ম্যাচে অংশগ্রহণ করেননি জসপ্রীত (Jasprit Bumrah)। এই তারকা পেসারের চোট সমস্যা যাতে বৃদ্ধি না পায় সেই দিকে নির্বাচকরা বিশেষ নজর দিচ্ছেন। এশিয়া কাপের (Asia Cup 2025) পর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলের টেস্ট সিরিজ রয়েছে‌।‌ ফলে আসন্ন এশিয়া কাপে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এর মধ্যেই সূত্র অনুযায়ী তিনি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে নির্বাচকদের জানিয়েছেন।

এরপর‌ই এই পেসারের বিষয়ে নির্বাচকদের বার্তা দিলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “কোনো ক্রিকেটার দলের জন্য অপরিহার্য নন। জসপ্রীত বুমরাহকে কিভাবে খেলানো হবে তা নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে। এই নিয়ে ইতিমধ্যেই ইংল্যান্ডে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে তাকে ইংল্যান্ডের সবুজ উইকেটে খেলানো যেতো কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের ভাবনাচিন্তা করতে হবে। কোনটা দেশের জন্য ভালো আর কোনটা ক্রিকেটারদের জন্য সেটা গুলিয়ে না যায়।”

“ফিট থাকলে খেলা উচিত..”-

Jasprit bumrah, ct 2025
Jasprit Bumrah | Image: Getty Images

জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) বিষয়ে সুনীল গাভাস্কার আর‌ও বলেন, “যদি ফিট থাকেন তাহলে ওনার অবশ্যই খেলা উচিত। এশিয়া কাপে যে খেলতে চেয়েছেন এটা ওনার নিজের সিদ্ধান্ত না ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তা আমি জানি না। কোনো তারকাই দলের জন্য অপরিহার্য নন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো আগে না সাদা বলের টুর্নামেন্ট আগে। সেটাই নির্বাচকদের কাছে কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন।

অক্টোবর-নভেম্বর মাসে টানা টেস্ট সিরিজ রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের মাঝে অনেকটা সময় রয়েছে। তখন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বিশ্রাম পাবেন।” উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ৩ ম্যাচে এই তারকা পেসার ১৪ টি উইকেট সংগ্রহ করেন। এখনও পর্যন্ত তার ভারতের হয়ে ৭০ ম্যাচে ৮৯ টি উইকেট সংগ্রহে আছে। এছাড়াও আইপিএলে ১৪৫ টি ম্যাচে জসপ্রীতের দখলে আছে ১৮৩ টি উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *