ভারতীয় ক্রিকেটের তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছেন। বছরের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সাথে রয়েছে তার আর্থিক সমস্যাও। বেশ কয়েকদিন আগে বিনোদ কাম্বলিকে আর্থিক ভাবে সাহায্য করার আশ্বাস প্রকাশ করেছিলেন প্রাক্তন কিংবদন্তি তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। এবার ভারত ও মুম্বইয়ের তারকা খেলোয়াড় বিনোদ কাম্বলির জন্য বিশেষ ব্যবস্থা করলেন লিটল মাস্টার।
বিনোদ কাম্বলির পাশে দাঁড়ালেন লিটল মাস্টার

সূত্রের খবর সুনীল গাভাস্কারের ‘চ্যাম্পস ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিনোদ কাম্বলিকে প্রতি মাসে সাহায্য করা হবে। এবছর এপ্রিল থেকে বিনোদ কাম্বলির জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন এবং বার্ষিক ৩০ হাজার টাকা পাবেন চিকিৎসার জন্য।
Read More:Vinod Kambli: “ডিভোর্স দিতে পারি নি…” স্বীকারোক্তি বিনোদ কাম্বলির স্ত্রী’র, সামনে আনলেন দাম্পত্য জীবনের অজানা অধ্যায় !!
কাম্বলিকে (Vinod Kambli) নিজের ছেলের সঙ্গে তুলনা করে গাভাস্কার বলেন, “১৯৮৩ সালে আমরা যারা ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছিলাম, তারা সকলেই পরের প্রজন্মের ক্রিকেটারদের খুব স্নেহ করে। আমার থেকে ওরা অনেক ছোট, ওরা কেউ কেউ আমার ছেলের বয়সী, আমরা ওদের সকলকে খেয়াল করি। ভাগ্য সবসময় সবার সাথে থাকে না। আর সাহায্য শব্দটা আমি পছন্দ করিনা। আমাদের বিশ্বকাপ জয়ী দল সবসময় ওদের খেয়াল রাখতো, তাই এবার আমরা কাম্বলির পাশে দাঁড়াতে চাই। তবে কিভাবে সেটা করা যায় তা দেখতে হবে। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই যাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না।”
স্মৃতিশক্তি হারিয়েছেন কাম্বলি

ভারতীয় দলের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিনোদ কাম্বলি। তবে, নিমেষের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিলন তিনি। তাঁর জীবনযাপনের কারণেই তাকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। বেসামাল জীবনযাপন এবং মদ্যপান তাঁর জীবনে একেরপর এক সমস্যা ডেকে এনেছিল। তাঁর মস্তিস্কে কিছু সমস্যাও তৈরি হয়েছিল, যার ফলে স্মৃতিশক্তিও ক্ষয় হয়েছে।
গত বছর শেষের দিকে বিনোদের চিকিৎসক বিবেক দ্বিবেদী জানান, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে প্রচুর পরিমানে পুষ্টির অভাব ছিল। তাঁর দেহে পুষ্টির প্রয়োজনের সাথে সাথে তাঁর দরকার রয়েছে ফিজিয়োথেরাপির। আপাতত এই দুটি দিকে নজর রাখা হচ্ছে, পাশাপশি তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিকে বেশ সমস্যা তৈরি হয়েছে তবে তা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ ঠিক না হলেও, ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।”