১৯ বছর বয়েসী তারকার প্রতি আকৃষ্ট হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ম্যাচ শেষ ঘন্টারপর ঘন্টা কথা বলতে দেখা যায় 1

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল মরশুমে প্লে অফে পৌঁছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছিল। তার আগে কেকেআর ভাল প্রদর্শন করে আটটি লীগ ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নিয়েছিল। শাহরুখ নিজের দল কেকেআরকে সাপোর্ট করার জন্য বেশিরভাগ সময়ই মাঠে উপস্থিত থাকেন। সেই সঙ্গে তার মেয়ে সুহানা এবং ছেলে আব্রাহামকেও মাঝে মাঝে দেখা যায়। এই সময়ই বেশ কিছু ছবি সামনে আসে এবং মিডিয়ার শিরোনাম হয়ে যায়।১৯ বছর বয়েসী তারকার প্রতি আকৃষ্ট হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ম্যাচ শেষ ঘন্টারপর ঘন্টা কথা বলতে দেখা যায় 2এই মুহুর্তে বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন সুহানা। সম্প্রতিই তার ১৮ বছর পূর্ণ হয়েছে। তার জন্মদিনে ধুমধাম করে পার্টিও দেওয়া হয়েছে। বহু ক্ষেত্রেই তাকে বন্ধুদের সঙ্গে মজা করতে দেখা যায়। যখন তার নতুন কোনও ছবি আসে তখন মিডিয়া সেটাকে লাইম লাইটে টেনে নিয়ে আসে। আর তা করবেই বা না কেন, তিনি যে কিং খান অর্থাৎ শাহরুখ খানের মেয়ে! এই মুহুর্তে ফের একবার চর্চার বিষয় হলেন সুহানা। আর এর কারণ হল এক তরুণ ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা বলা। এই ক্রিকেটার আর কেউ নন তিনি হলেন এই মরশুমে আইপিএলে নিজের ব্যাটিংয়ে সকলকে প্রভাবিত করা অনুর্ধ্ব ১৯ দলের তারকা প্লেয়ার শুভমান গিল।
১৯ বছর বয়েসী তারকার প্রতি আকৃষ্ট হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ম্যাচ শেষ ঘন্টারপর ঘন্টা কথা বলতে দেখা যায় 3শুভমান অনুর্ধ্ব ১৯ ২০১৮ বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করেছেন। এই কারণেই কলকাতা নাইট রাইডার্স নিলামে গিলকে নিজেদের দলে শামিল করে। তিনি দলের ভরসার যোগ্য সম্মান দেন এবং দুরন্ত ব্যাটিং করে নিজের ফ্যান তৈরি করে নেন যার মধ্যে সুহানাও রয়েছেন। এমন গুজবও সামনে এসেছে যে শুভমান সুহানার বর্তমান ক্রাশে পরিণত হয়েছেন।
১৯ বছর বয়েসী তারকার প্রতি আকৃষ্ট হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ম্যাচ শেষ ঘন্টারপর ঘন্টা কথা বলতে দেখা যায় 4বহুবারই কেকেআরের ম্যাচের পর এই দুজনকে এক সঙ্গে অনেক কথাবার্তা বলতে দেখা গিয়েছে। যদিও এটা নিয়ে সঠিকভাবে এখনও কিছু বলার সময় আসে নি।

#এখানে দেখে নিন সুহানা খানের কিছু সুন্দর ছবি 

 

View this post on Instagram

 

Yey Happy 18th Birthday suu ILY somuch ❤❤💋💋

A post shared by suhana khan (@suhanakha2) on

 

View this post on Instagram

 

Comment ” I love you ” in ur country language.❤❤

A post shared by suhana khan (@suhanakha2) on

 

View this post on Instagram

 

You’re Moodbooster to me suee ❤❤💋

A post shared by suhana khan (@suhanakha2) on

 

View this post on Instagram

 

Hello there Moodbooster 😆❤❤💋💋

A post shared by suhana khan (@suhanakha2) on

 

View this post on Instagram

 

Hello there My Moodbooster 💚💚💋❤ ~ Suee ❤❤ 😘~

A post shared by suhana khan (@suhanakha2) on

 

View this post on Instagram

 

Suee At club cirque Le soir ❤❤😍

A post shared by suhana khan (@suhanakha2) on

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *