“ভিক্ষা নিতে পাকিস্তানের ভালোই লাগে।” টেস্ট ম্যাচের ফি দান বেন স্টোকসের, দেশের সরকার’কে একহাত নিলেন পাকিস্তানীরাই !! 1

আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজ। কয়েকদিন আগেই টি-২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিলো দুই দল। বেন স্টোকসের(Ben Stokes) অপরাজিত অর্ধশতকে ভর দিয়ে পাক দল’কে হারিয়ে দেয় ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ হারের বদলা নিতে মরিয়া থাকবেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান’রা। তিন টেস্টের সিরিজে রাওয়ালপিন্ডি, মুলতান এবং করাচীতে হবে খেলা। হাড্ডাহড্ডি টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই হৃদয় জিতে নিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ভয়াবহ বন্যায় জলমগ্ন পাকিস্তানের অনেকখানি এলাকা। চূড়ান্ত কষ্টে রয়েছেন বহু মানুষ। তাঁদের কথা ভেবে নিজের টেস্ট সিরিজ খেলে আয়ের পুরোটাই বন্যাত্রানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস(Ben Stokes) । অনেকে স্টোকসের সিদ্ধান্ত’কে স্বাগত জানালেও জনমানসে ক্ষোভের সঞ্চার হয়েছে এই সিদ্ধান্তে। স্টোকসের বন্যাত্রানে অর্থসাহায্যের বিষয়টি নিয়ে সরগরম ওয়াঘার পশ্চিম প্রান্তের সমাজমাধ্যম।

অর্থসাহায্য বেন স্টোকসের, উদাসীন সরকার’কে নিশানা করলেন নেটিজেন’রা-

Ben Stokes | image: Twitter
Ben Stokes

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের অনেকাংশের জনজীবন। এছাড়াও নানান সমস্যায় নিত্যদিন জ্বলছেন সেই দেশের জনসাধারণ। একের পর এক ভ্রান্ত নীতি নিয়ে দেশের অর্থনীতিকে ডুবিয়েছে সরকার। জিনিস পত্রের দাম যে হারে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না নাগরিকেরা। সেই নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। ক্রিকেট কিংবদন্তী ইমরান খান দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু টেকেনি তাঁর সরকার। ইমরান’কে হঠিয়ে দেশের প্রধানমন্ত্রীত্ব নিজের হাতে তুলে নিয়েছেন শাহবাজ শরীফ। তবুও বদলায় নি দেশের অবস্থা। বন্যা নিয়ন্ত্রণেও উদাসীনতার অভিযোগ সরকারের বিরুদ্ধে। এরমধ্যে একজন বিদেশী এসে বিপর্যস্ত নাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে দেশের সরকারের সদ্দিচ্ছার অভাব মানতে পারছেন না পাকিস্তানের নেটনাগরিকেরা। স্টোকসের(Ben Stokes) অর্থসাহায্যের খবর সামনে আসতেই তাই তাঁকে ট্যাগ করে কেউ লিখেছেন, “ কোনো দায়িত্ববান মানুষের হাতে টাকা দিন, নয়ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব টাকা খেয়ে নেবেন।” সরাসরি পাক দলকেও নিশানা করেছেন অনেকে, “পাকিস্তান দলের এসব দেখেও তো একটু লজ্জা হতে পারে!” বিভিন্ন বিদেশী রাষ্ট্রের কাছে ঋণ চাইছে এখন পাকিস্তান। সেইদিকে আঙুল তুলে একজন লেখেন, “ আমাদের ভিক্ষা নিতে ভালো লাগে, এমন যোগ্য হওয়ার কোনো চেষ্টা নেই যাতে আর ভিক্ষা নিতে না হয়!”

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *