গম্ভীর বা লক্ষণ নন দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার নতুন ‘হেড স্যার’ হতে চলেছেন এই আইপিএল জয়ী কোচ !! 1

Team India: আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, আইপিএল সমাপ্ত হতে না হতেই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় একটি টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবারের বিশ্বকাপটি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। মোট ২০টি দল অংশগ্রহণ করবে এই মেগা টুর্নামেন্টে। দীর্ঘ ১০ বছর ধরে ভারতীয় দল আইসিসির কোন ট্রফি জিততে সক্ষম হয়ে ওঠেনি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে তাই পাখির চোখ করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Team India)।

বিশ্বকাপের পর চুক্তি শেষ হবে দ্রাবিড়ের

Rohit Sharma and Rahul Dravid, world cup 2023,bcci, team india
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

তবে বিশ্বকাপের আগে উঠে আসলো বড় খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই শেষ হয়ে যাবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের সময়কাল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দীর্ঘ তিন বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন দ্রাবিড়। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ সমাপ্তির পরেই দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় দলের চুক্তি শেষ হয়েছিল, তবে বিসিসিআই (BCCI) কোচ হিসেবে দ্রাবিড়ের পারফরমেন্সের উপর বেশ মুগ্ধ হয়েই তাকেই আবার কোচ হিসাবে নিযুক্ত করেছিল।

তবে গত বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব মিস্টার জয় শাহ (Jay Shah) ঘোষণা করে দিয়েছেন। আসন্ন বিশ্বকাপের পরেই ভারতীয় দলে নতুন হেড কোচ দেখা যাবে। এবিষয়ে জয় শাহ মন্তব্য করে জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। খুব তাড়াতাড়ি প্রধান কোচের পদের জন্য আবেদন পদ ছাড়া হবে, প্রধান কোচের মেয়াদ সীমা থাকবে ৩ বছর।

Read More: “ও বড় টুর্নামেন্টে…” বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে নিয়ে বয়ান দিয়ে শিরোনামে সৌরভ গাঙ্গুলি !!

গম্ভীর বা লক্ষণ হবেন না টিম ইন্ডিয়ার নতুন হেড স্যার

VVS Laxman and Gautam Gambhir , team india
VVS Laxman and Gautam Gambhir | Image: Twitter

বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, গৌতম গম্ভীর (Gautam Gambhir) বা ভিভিএস লক্ষণ (VVS Laxman) নন বরং রাহুল দ্রাবিড়ের জাতীয় দলের কোচিংয়ের মেয়াদ শেষ হলেই নতুন হেড কোচের পদে বিসিসিআই বসাতে চলেছে প্রাক্তন কিউই অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের (CSK) কোচ স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming)। ভারতীয় বোর্ড তিন ফরম্যাটের জন্য তিন ভিন্ন কোচে বিশ্বাসী নয় তাই একটি কোচ নিয়েই এগোতে চাইবে বোর্ড।

তবে, ফ্লেমিংকে কোচ হতে গেলে প্রথমেই এই পদের জন্য আবেদন জানাতে হবে। কোচ হিসেবে ফ্লেমিং বেশ পরিপক্ক, ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতেন তিনি। তবে, ২০০৯ সাল থেকেই চলতি আইপিএল মরশুমেও কোচ হিসেবে বহাল রয়েছেন ফ্লেমিং। চেন্নাই দলের হয়ে দীর্ঘদিন ধরেই সফল থেকেছেন তিনি, যে কারণে একাধিক কোচের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ফ্লেমিংয়ের।

ফ্লেমিংয়ের উপর আস্থা দেখাচ্ছে বিসিসিআই

csk coach stephen fleming might become indian team coach
Stephen Fleming | Image: Getty Images

CSK’র কোচ হিসেবে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি ও পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ফ্লেমিং। তার সাফল্যে মুগ্ধ BCCI। তবে, ভারতীয় দলের কোচ হলে তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া চলবে না। জানা গিয়েছে, বোর্ড কর্তারা তার সঙ্গে কথাবার্তাও চালিয়েছেন। তবে এখনও শেষ আপডেট জানা যায়নি। পাশাপশি জানা গিয়েছে, ভারতীয় বোর্ড আগামী ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য তরুণ প্রজন্মের প্লেয়ারদের উপর আস্থা দেখাতে চান এবং সেই প্লেয়ারদের সঙ্গে কাজ করার জন্য অন্যতম সেরা ব্যক্তিত্ব হলেন ফ্লেমিং।

তবে বিদেশি প্লেয়ারদের লম্বা সময় ধরে ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যায়নি। দেশের কোচ হতে গেলে তাকে সারা বছরই (১০ মাস) দলের সঙ্গে কাটাতে হবে। এই পরিস্থিতিতে ফ্লেমিং যদি হেড কোচের পদের জন্য আবেদন জানান তাহলে তিনিই হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী কোচ। পাশাপশি BCCI এটাও জানিয়ে দিয়েছে যে, রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হলেও তিনিও পুনরায় হেড কোচের পদের জন্য আবেদন জানাতে পারেন।

Read Also: Team India: আয় বাড়ছে রোহিত, বিরাটদের, টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাসের চিন্তাভাবনা বোর্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *