star-sports-denies-rohits-accusations

রোহিত শর্মা (Rohit Sharma) বনাম স্টার স্পোর্টস। ভারতীয় সমাজমাধ্যমের নতুন দ্বৈরথ এখন এটাই। আইপিএল (IPL) মরসুম ভালো যায় নি রোহিতের। দল শেষ করেছে দশম স্থানে। নিজেও বিশেষ রান পান নি ব্যাট হাতে। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে বিতর্কে জড়িয়েছেন তারকা ক্রিকেটার। তাঁর ব্যক্তিগত আলাপচারিতার অডিও ভাইরাল করার জন্য দুষেছেন স্টার স্পোর্টসকে। দীর্ঘ পোস্টের এক অংশে তিনি লেখেন, “…আমি স্টার স্পোর্টসকে আমার বক্তব্য রেকর্ড করতে বারণ করা সত্ত্বেও সেটা করা হয়। একই সাথে সেটা সম্প্রচারও করা হয়। যেটা গোপনীয়তা ভঙ্গ করা। এক্সক্লুসিভ খবর জোগাড় করা, (সোশ্যাল মিডিয়া’র) ভিউ ও এনগেজমেন্টের জন্য এই সকল কার্যকলাপ একদিন ক্রিকেট, সমর্থক ও ক্রিকেটারদের মধ্যেকার বিশ্বাসটাই ভেঙে দেবে।”

রোহিত শর্মা’র (Rohit Sharma) পোস্টের পর ক্রিকেটজনতার রোষানলের মুখে পড়তে হয়েছিলো স্টার স্পোর্টস’কে (Star Sports)। ট্যুইটারের (এক্স) মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘শেম অন ইউ স্টার স্পোর্টস’ হ্যাশট্যাগ ট্রেন্ড করছিলো দীর্ঘ সময় ধরে। চাপের মুখে পড়ে ক্ষমা চাইবে সম্প্রচারকারী সংস্থা। ভবিষ্যতে ক্রিকেটারদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বা অডিও প্রকাশ করা থেকে বিরত থাকার অঙ্গীকার করবে তারা, এমনটাই আশা করেছিলেন সকলে। কিন্তু সেই পথে হাঁটে নি সংস্থা। তারা সরাসরি পালটা আক্রমণের পথে হেঁটেছে। রোহিতের (Rohit Sharma) দাবীকে নস্যাৎ করে এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে সংস্থার তরফ থেকে। নিজেদের এক্তিয়ার বহির্ভূত কোনো কাজ যে তারা করে নি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে স্টার স্পোর্টসের তরফ থেকে।

Read More: KKR vs SRH, 1st Qualifier, Dream 11 Prediction in Bengali: নাইটদের মহড়া নিতে প্রস্তুত সানরাইজার্স, ফ্যান্টাসি ক্রিকেট সংক্রান্ত তথ্য জানুন এক ক্লিকেই !!

দেখুন রোহিতের সম্পূর্ণ পোস্ট’টি-

ক্ষমা চাইছে না স্টার স্পোর্টস-

Rohit Sharma and Star Sports | Image: Twitter
Rohit Sharma and Star Sports | Image: Twitter

ক্রিকেট সম্প্রচারকারী সংস্থা সোশ্যাল মিডিয়ায় লিখেছে,”গতকাল থেকে একজন সিনিয়র ভারতীয় ক্রিকেটারের একটি অডিও ক্লিপ ও তাঁর পোস্ট চর্চায় রয়েছে। এই ক্লিপটি, নেওয়া হয়েছিলো ১৬ মে’র প্র্যাক্টিস সেশনের পর ওয়াংখেড়েতে। যেখানে স্টার স্পোর্টসের প্রবেশাধিকার রয়েছে। এই ক্লিপটি, যেখানে ঐ ক্রিকেটারকে কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছে বাউন্ডারি লাইনের কাছে নিজের বন্ধুদের সাথে কথা বলতে। এই কথোপকথনের কোনো অডিও রেকর্ড’ও করা হয় নি, সম্প্রচারও করা হয় নি। একমাত্র যেখানে ঐ সিনিয়র ক্রিকেটার অনুরোধ করছেন যাতে অডিও রেকর্ড না করা হয়, সেটুকুই স্টার স্পোর্টসের প্রি-ম্যাচ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়েছিলো। এর বিশেষ কোনো সম্পাদকীয় গুরুত্ব’ও ছিলো না।”

এখানেই থামে নি সংস্থা। তারা আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে লেখে, “স্টার স্পোর্টস সবসমই পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায় মেনে চলার চেষ্টা করে থাকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ক্রিকেট সম্প্রচার করার সময়। নানান রুদ্ধশ্বাস মুহূর্ত, প্রস্তুতির বিষয়গুলি সমর্থকদের সামনে তুলে ধরার মাঝেও ক্রিকেটারদের গোপনীয়তা রক্ষার বিষয়টি আমাদের নীতির একদম কেন্দ্রে রয়েছে। আমরা সেই নীতির প্রতি নিজেদের সমর্পণ বজায় রাখছি।” এই দীর্ঘ পোস্টের পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সমাজমাধ্যম। একপক্ষ এখনও রোহিতের (Rohit Sharma) পক্ষে। তবে স্টার স্পোর্টসের সমর্থনেও গলা ফাটাতে দেখা গিয়েছে অনেককে। তাঁরা জানাচ্ছে যে অল্পেই বেশী প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন রোহিত। এই যুদ্ধ এবার কোন পথে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে সকলে।

দেখে নিন স্টার স্পোর্টসের জবাব’টি-

Also Read: IPL 2024: ধাক্কা খেতে হচ্ছে কোহলি অ্যান্ড কোং-কে, প্লে-অফেই যাত্রা সমাপ্ত হবে RCB-র ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *