standby-stars-wont-travel-for-asia-cup

গত ১৯ অগস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দল ঘোষণা করে বিসিসিআই। প্রত্যাশামতই অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক নির্বাচনে চমক দিয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অক্ষর প্যাটেলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিল’কে। এছাড়া তিলক বর্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের মত তারকাদের রেখেই এশিয়া কাপের দল গড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট (Asia Cup 2025) জয়ের লক্ষ্যে দুবাইগামী দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকেও। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে কুড়ি-বিশের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। ফ্রন্টলাইন পেসার হিসেবে থাকছেন আর্শদীপ সিং, হর্ষিত রাণা’ও। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন কুলদীপ, বরুণ চক্রবর্তীরা।

Read More: এশিয়া কাপে ভারতের গলার কাঁটা হবে এই ৪ পাকিস্তানি তারকা, ভয়ে কাঁপছে ব্লু ব্রিগেড !!

স্কোয়াড নিয়ে বিশেষ ভাবনা বোর্ডের-

Yashasvi Jaiswal Will Not Travel for Asia Cup 2025 | Image: Getty Images
Yashasvi Jaiswal Will Not Travel for Asia Cup 2025 | Image: Getty Images

এগিয়ে আসছে এশিয়া কাপ (Asia Cup 2025) । সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে প্রতিযোগিতার আসর। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দুবাই ও আবু ধাবি’র মাঠ দু’টিকে। গ্রুপ-এ’তে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারা খেতাবরক্ষার দৌড় শুরু করছে ১০ তারিখ। প্রতিপক্ষ স্বাগতিক দেশ আমিরশাহী। দ্বিতীয় ম্যাচ ১৪ তারিখ। দুবাইয়ের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) নামবেন সূর্যকুমার যাদবরা। আর তৃতীয় ম্যাচটি রয়েছে ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে। ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করতে চায় বিসিসিআই, সেই কারণেই ক্রিকেটারদের ৪ তারিখ দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। “৪ তারিখ বিকেলে দুবাইতে পৌঁছবেন খেলোয়াড়রা। ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট সেশন আয়োজিত হবে,” সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা।

মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে মূল স্কোয়াডে রাখা হয়েছিলো ১৫ জন’কে। পাশাপাশি স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষিত হয়েছিলো আরও পাঁচ জনের নাম। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে যে এই স্ট্যান্ড-বাই তালিকায় থাকা প্রসিদ্ধ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেলদের আপাতত নিয়ে যাওয়া হচ্ছে না দুবাইতে। আগামী ৪ তারিখ কেবল মূল স্কোয়াডের ১৫ জনকেই দেখা যাবে মধ্যপ্রাচ্যগামী বিমানে। চোট-আঘাত বা অন্যান্য কোনো সমস্যার কারণে যদি একান্তই বিকল্পের প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ট্যান্ড-বাই তালিকা থেকে পরে কাউকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। প্রসঙ্গত ২০২৩-এর এশিয়া কাপের (Asia Cup 2023) সময়ও কার্যত একই পন্থা নিয়েছিলো টিম ইন্ডিয়া। কে এল রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় স্ট্যান্ড-বাই হিসেবে ছিলেন সঞ্জু স্যামসন। রাহুল ফিট সার্টিফিকেট পেতেই ছেঁটে ফেলা হয় তাঁকে।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রাণা।

স্ট্যান্ড বাই তালিকা- যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল।

ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে উত্তেজনা-

India and Pakistan to Face Each Other on 14th September | Image: Getty Images
India and Pakistan to Face Each Other on 14th September | Image: Getty Images

পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে তাই স্বাভাবিক কারণেই এবার লেগেছে রাজনীতির রং। ওয়াঘা সীমান্তের দুই পাড়েই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram) সংযত থাকার অনুরোধ করেছেন দুই দলের সমর্থকদের। বলেছেন, “আমি নিশ্চিত অন্যান্য ভারত-পাক ম্যাচের মতই এই ম্যাচগুলোও চিত্তাকর্ষক হবে। আশা রাখব দুই দেশের খেলোয়াড়রাই শৃঙ্খলাবদ্ধ থাকবেন এবং সীমা পেরোবেন না। যদি ভারতীয়রা যেমন দেশপ্রেমিক হন, ওনারা যেমন নিজেদের দেশের জয় চান, তেমনই পাকিস্তানীরাও ঠিক তাই চান।” পড়শি দেশের এক্সপ্রেস পেসার হারিস রউফ অবশ্য হুমকি দিয়ে রেখেছেন ‘মেন ইন ব্লু’কে। এশিয়া কাপে (Asia Cup 2025) দুই বার ভারতকে হারাবে পাকিস্তান, এক অনুরাগীকে আশ্বাস দিয়েছেন তিনি।

Also Read: আইপিএল ২০২৬-এর আগে বড় সিদ্ধান্ত, দল ছাড়লেন বিজয় শঙ্কর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *