আবার একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) জুটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আর একদিন পরেই শুরু হবে ৩ ম্যাচের T20 সিরিজ। আর এই সিরিজ সমাপ্তির পর ভারতীয় দল ওডিআই সিরিজ খেলতে চলেছে, যে সিরিজে কামব্যাক করতে চলেছেন রো-কো জুটি। ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দাবি জানিয়েছেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যতক্ষণ চান ততক্ষণ ওডিআই ক্রিকেট খেলতে পারবেন। এই ফরম্যাটে তাদেরকে বাদ দেওয়া হবে না। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত এই জুটিকে দলে দেখতে চান গুরু গম্ভীর। তবে, কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড় কৃষ্ণমাচারী শ্রীকান্ত (Krihsnamachari Srikkanth) গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই মন্তব্যের বিরোধিতা করেছেন।
শ্রীলঙ্কা সফরে ফিরছেন রোহিত-কোহলি
আবার একবার তিনি রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে চাঞ্চল্য তৈরি করেছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্বকারী কৃষ্ণমাচারী শ্রীকান্ত, রোহিত শর্মার ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে অংশ হওয়ার বিষয়ে তার মতভেদ প্রকাশ করেছেন। তার মতে, রোহিত যদি ২০২৭ সালের বিশ্বকাপ খেলেন তাহলে তিনি মূর্ছা যাবেন। রোহিত ও বিরাটের বর্তমান পারফরমেন্স অসাধারণ, আর এই দুই কিংবদন্তির প্রসঙ্গে কোচ গম্ভীর মন্তব্য করে জানিয়েছিলেন, “ওরা (রোহিত ও কোহলি) দেখিয়েছে, বড় মঞ্চে ওরা কী করতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ, আমার মনে হয় ওদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাঁকি রয়েছে। যদি ওরা ওদের ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে ২০২৭ বিশ্বকাপেও খেলবেন।“
রোহিতকে নিয়ে আবার বেফাঁস মন্তব্য করলেন শ্রীকান্ত
তবে গুরু গম্ভীরের কথায় সহমত প্রকাশ করেননি শ্রীকান্ত। তার মতে, রোহিত একজন ভালো খেলোয়াড়, কিন্তু তিন বছর পর রোহিতের বয়স ৪০ হয়ে যাবে। আর এই বয়সে ফিটনেস ধরে রাখা ও খেলাটা সম্ভব নয়। শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে ছেলে অনিরুদ্ধর সঙ্গে আলাপ-আলোচনায় রোহিতের বেশ সমালোচনা করেছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “রোহিত একজন ভালো খেলোয়াড়, কিন্তু ওর বয়স বর্তমানে ৩৭, এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অব্দি তার বয়স ৪০’ হয়ে যাবে। এই বয়সে বিশ্বকাপ খেলা অতটা সহজ নয়। তবে, আমি মনে করি কোহলি অবশ্যই বিশ্বকাপ খেলতে পারেন।“
গম্ভীরের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে শ্রীকান্ত বলেন, “মিস্টার গম্ভীর, আপনি ওভারবোর্ডে গিয়েছ রোহিতের জন্য। আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় খেললে মূর্ছা যাবেন (রোহিত)।” প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হয়। তবে আসন্ন বিশ্বকাপে জয়লাভ করতে পারলে রোহিতের স্বপ্ন পূরণ হবে।