srikkanth-wants-vaibhav-in-india-team

Krishnamachari Srikkanth: এশিয়া কাপ থেকেই আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ ২০২৪-এ যখন খেতাব জিতেছিলো টিম ইন্ডিয়া, তখন ওপেনিং করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপে দেখা যাবে না দু’জনকেই। তবে কেমন হবে ওপেনিং জুটি? তাই নিয়েই চর্চা চলছে এখন থেকে। গত কয়েক মাসে ক্ষুদ্রতম ফর্ম্যাটে নীল জার্সি গায়ে ইনিংসের সূচনা করতে দেখা গিয়েছে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। বাম হাতি অভিষেক নিজের জায়গা ধরে রাখুন, চাইছেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত। দ্বিতীয় ওপেনার হিসেবে সঞ্জু নয় বরং কোচ গম্ভীরের কাছে তিনটি বিকল্প প্রস্তাব রেখেছেন তিনি। চেয়েছেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শনদের। তবে তাঁর তালিকার তৃতীয় নামটি নিঃসন্দেহে সবচেয়ে চমকপ্রদ। কিশোর বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে চাইছেন শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।

Read More: সঞ্জু স্যামসন’কে পেতে মরিয়া নাইট রাইডার্স, রাজস্থান’কে বিপুল অর্থের প্রস্তাব শাহরুখদের !!

বৈভবকে টিম ইন্ডিয়াতে চান শ্রীকান্ত-

Vaibhav Suryavanshi | Srikkanth | Image: Twitter
Vaibhav Suryavanshi | Image: Twitter

১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে বিহারের সমস্তিপুরের বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) যখন দলে সামিল করেছিলো রাজস্থান রয়্যালস, তখন অনেকেই মনে করেছিলেন যে নিখাদ ‘গিমিক’-এর জন্য ১৪ বর্ষীয় কিশোরকে বেছে নিয়েছেন রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারারা। কিন্তু ভুল ভেঙেছে তাঁর পারফর্ম্যান্স দেখে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের মত বোলারদের বিরুদ্ধে বিস্ফোরক শতরান করেন বৈভব (Vaibhav Suryavanshi)। ৩৫ বলে শতকের গণ্ডী পেরিয়ে তৈরি করেন নয়া রেকর্ড। এরপর ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়ে ইংল্যান্ডের মাঠেও ছড়ি ঘুরিয়েছেন বাম হাতি ওপেনার। একটি শতরান, একটি চমৎকার অর্ধশতক করেছেন একদিনের ম্যাচে। লাল বলের ফর্ম্যাটেও করেছেন একটি অর্ধশতক। শুধুমাত্র বয়সভিত্তিক ক্রিকেটে আটকে না রেখে বৈভবকে দ্রুত সিনিয়র দলে জায়গা করে দেওয়া হোক, সওয়াল শ্রীকান্তের (Krishnamachari Srikkanth)।।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন ১৯৮৩’র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কৃষ্ণামাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।। সেখানেই বৈভবকে খেলানোর দাবী তোলেন তিনি। বলেন, “আপনাদের সাহসী হয়ে খেলতে হবে। ওকে অপেক্ষা করাবেন না। ‘ওর আরও পরিণত হওয়া প্রয়োজন’ বা তেমন কিছু বলবেন না। ও এখনই দুর্দান্ত পরিণতিবোধ নিয়ে খেলছে। ওর শট মারার দক্ষতা অন্য স্তরের। আমি যদি (নির্বাচক কমিটির) চেয়ারম্যান হতাম তাহলে ওকে অবশ্যই স্কোয়াডে রাখতাম।” ১৯৮৯ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন শচীন তেন্ডুলকর। আন্তর্জাতিক আঙিনায় ভারতের জার্সি গায়ে কনিষ্ঠতম অভিষেককারী তিনিই। ৩৬ বছর পর সেই রেকর্ড কি ভাঙবেন বছর ১৪’র বৈভব সূর্যবংশী? শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। অন্তত চাইছেন তেমনটাই।

সঞ্জুকে ওপেনিং-এ দেখছেন না শ্রীকান্ত-

Sanju Samson and Gautam Gambhir | Image: Getty Images
Sanju Samson and Gautam Gambhir | Image: Getty Images

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো সঞ্জু স্যামসনের (Sanju Samson)। কিন্তু তিনি জাতীয় দলে নিয়মিত হয়েছেন ২০২৪ সালে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর। পছন্দের ওপেনিং স্লটে কেরলের তারকাকে খেলার জায়গা করে দিয়েছেন তিনি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি শতরানও করেছেন সঞ্জু। কিন্তু তারপরেও তাঁকে ওপেনিং স্লটে স্থায়ী বিকল্প হিসেবে দেখছেন না শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, “(সঞ্জু) স্যামসন’কে নিয়ে দ্বিধা রয়েছে আমার মনে। আমার প্রথম পছন্দের ওপেনার অবশ্যই অভিষেক শর্মা। আমি আরও দু’জন ওপেনারকে বেছে নিতে চাইব। আমার পছন্দ হবে বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শন। আমি নির্বাচক হলে বৈভবকে অবশ্যই টি-২০ বিশ্বকাপের ১৫ জনের মধ্যে রাখতাম।” “যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শন-এই তিনজনের মধ্যে দু’জনকে বাছতাম,” সংযোজন তাঁর।

Also Read: ‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *