srikkanth-lambasts-shubman-once-again

অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে হতাশ করেছেন শুভমান গিল (Shubman Gill)। পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে প্রথম একাদশে ছিলেন তিনি। পাঁচ ইনিংসে পাঞ্জাবের তরুণ তুর্কির ব্যাট থেকে এসেছে কেবল ৯৩ রান। ব্যাটিং গড় ১৮.৬০। একটি ম্যাচেও অর্ধশতকের গণ্ডী পেরোতে পারেন নি তিনি। চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) সরিয়ে টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপে তিন নম্বর জায়গাটি দেওয়া হয়েছিলো শুভমানকে (Shubman Gill)। কিন্তু এখনও পূজারার যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন নি তিনি। বিশেষ করে বিদেশের মাঠে বারবার হয়েছেন ব্যর্থতার শিকার। ২০২১-এর পর উপমহাদেশের বাইরে একবার টেস্টে অর্ধশতক অবধি করেন নি তিনি। এহেন হতশ্রী পরিসংখ্যানের পরেও তাঁকে দিনের পর দিন সুযোগ দিয়ে চলেছে বিসিসিআই। এমনকি সীমিত ওভারের ক্রিকেটে করা হয়েছে সহ-অধিনায়ক’ও। ভিআইপি ট্রিটমেন্টের কারণ কি? প্রশ্ন তুলে সরব কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।

Read More: প্রথম T20 ম্যাচের আগে মোহাম্মদ শামিকে নিয়ে উঠে আসলো দুঃসংবাদ, কামব্যাক নিয়ে তৈরি হলো ধোঁয়াশা !!

শুভমানকে নিয়ে বিস্ফোরক শ্রীকান্ত-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

দিনকয়েক আগে শুভমানের (Shubman Gill) ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি যে শুভমান গিল খুবই ওভাররেটেড একজন ক্রিকেটার। কিন্তু কেউ আমার কথা শোনে নি।” তিনি আরও বলেন, “ও যদি তামিলনাড়ুর ক্রিকেটার হত তাহলে অনেক আগেই দল থেকে বাদ পড়ে যেত। পরপর নয়টি ম্যাচে ব্যর্থ হওয়ার পর ও দশম ম্যাচে কিছু রান করে। সেই রানের সুবাদে ওকে আরও দশটা ম্যাচ খেলানো হয়।” বিদেশের মাঠে তাঁর হতশ্রী পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করেও কটাক্ষ করেছিলেন শ্রীকান্ত। “ভারতের মাঠে তো সবাই রান করতে পারে। আসল পরীক্ষা তো SENA দেশগুলোতে। সেই পরীক্ষাতে শুভমান নয় বরং কে এল রাহুলের মত ক্রিকেটাররা পাস করেছেন।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পাঞ্জাবের তরুণ সহ-অধিনায়কত্ব পাওয়ায় ফের একবার আক্রমণ শানালেন শ্রীকান্ত। নতুন একটি ইউটিউব ভিডিওতে শুভমান গিলের (Shubman Gill) যোগ্যতা ও ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কটাক্ষের সুরে বলেন, “ওরা (নির্বাচকেরা) হঠাৎ’ই গিল’কে সহ-অধিনায়ক করে দিয়েছে। ও গত এক বছরে বিশেষ কিছুই করে নি। যদি ওর শেষ দশটি ওডিআই ইনিংস দেখা যায় তাহলে স্পেশ্যাল কিছুই সেখানে পাওয়া যাবে না। ওর মধ্যে এমন কি রয়েছে যাতে ওকে সহ-অধিনায়ক করে দিতে হয়? আমি খুবই অবাস্ক হয়েছি।” শুভমানের (Shubman Gill) সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যেও নাকি মতবিরোধ ছিলো। কোচ গম্ভীর নাকি চেয়েছিলেন হার্দিককে। অধিনায়ক রোহিত ও মুখ্য নির্বাচক আগরকারের ভোট পেয়েছেন শুভমান (Shubman Gill), এক রিপোর্টে দাবী করেছে সংবাদমাধ্যম দৈনিক জাগরণ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় পরীক্ষা শুভমানের-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) তিনটি একদিনের ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। সাম্প্রতিক ব্যর্থতার পর শুভমানকে (Shubman Gill) নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছে তার জবাব দেওয়ার ভালো সুযোগ রয়েছে আসন্ন টুর্নামেন্টগুলিতে। যদি সহ-অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব সামলে বড় রান করতে পারেন তিনি, তাহলে পায়ের তলার মাটি শক্ত হবে তাঁর। কিন্তু অস্ট্রেলিয়া সফরের মত ইংল্যান্ড সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) যদি অফ ফর্মের শিকার হন তিনি, তাহলে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দলে অনিশ্চিত হয়ে পড়তে পারেন পাঞ্জাবের তরুণ। বিকল্প ওপেনার হিসেবে ইতিমধ্যেই স্কোয়াডে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম একাদশেও শুভমানের (Shubman Gill) বদলি হিসেবে পা রাখতে পারেন মুম্বইয়ের ২২ বর্ষীয় বাম হাতি।

Also Read: “ওকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই…” সঞ্জুর বনাম পন্থ বিতর্কে অবস্থান স্পষ্ট সুনীল গাওস্করের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *