Shubman Gill: গত ৭ তারিখ আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। একটি ইন্সটাগ্রাম স্টোরিতে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানানোর ঘোষণা করেন তিনি। রোহিত সরে দাঁড়ানোয় জোড়া চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়ার নির্বাচকেরা। নয়া ওপেনারের পাশাপাশি নতুন টেস্ট অধিনায়ক’ও বেছে নিতে হবে তাঁদের। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সাই সুদর্শন বা দেবদত্ত পাডিক্কালের নাম পরবর্তী ওপেনার হিসেবে রয়েছে আলোচনায়। আর নেতা হিসেবে রোহিতের উত্তরসূরি হওয়ার দৌড়ে আপাতত রয়েছে কেএল রাহুল, ঋষভ পন্থ ও শুভমান গিলের (Shubman Gill) নাম। দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে আপাতত শুভমানই নাকি কর্মকর্তাদের প্রথম পছন্দ। বিসিসিআই শুভমানের কাঁধে দায়িত্ব দিতে চাইলেও একমত নন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশ্বজয়ী প্রাক্তনী রীতিমত আক্রমণ শানিয়েছেন তরুণ তুর্কির বিরুদ্ধে।
Read More: IPL 2025 RCB vs KKR Match Preview: প্লে-অফের দরজায় কড়া নাড়ছে বেঙ্গালুরু, স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টায় কলকাতা !!
গিলের বিরুদ্ধে সরব শ্রীকান্ত-

গত দুই-তিন বছরে তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে বেশ কিছু চোখধাঁধানো ইনিংসও উপহার দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্টেও ভালো পারফর্ম করেছেন ডান হাতি ব্যাটার। তবে এরপরেও ১৯৮৩’র বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তকে (Krishnamachari Srikkanth) খুশি করতে পারেন তিনি। চলতি বছরের জানুয়ারিতেই তিনি বলেছিলেন, “আমি বরাবরই মনে করি যে শুভমান গিল একজন ওভাররেটেড ক্রিকেটার কিন্তু কেউই আমার কথা শোনে না। ও প্রচণ্ড ওভাররেটেড। ও এই মুহূর্তে দলে টিকে যাচ্ছে কারণ ও দশটা সুযোগ পায় আর দশম সুযোগে গিয়ে রান করে পরপর নয়টা ব্যর্থতার পরে। আর সেই একটা সাফল্যের কারণে ও আরও দশটা সুযোগ পায়।” নিজের অবস্থান যে বদলান নি তিনি, তা বুঝিয়ে দিলেন একটি সাম্প্রতিক ভিডিওতে।
ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই শুভমান গিলের (Shubman Gill), সাফ জানিয়েছেন শ্রীকান্ত। একটি ইউটিউব ভিডিওতে চাঁচাছোলা ভাষায় ফের তিনি আক্রমণ শানিয়েছেন পাঞ্জাবের তরুণের বিরুদ্ধে। বলেছেন, “ও (শুভমান গিল) তো টেস্ট দলে নিয়মিতই নয়। অধিনায়কত্ব পাওয়া উচিৎ জসপ্রীত বুমরাহ’র । যদি ও (বুমরাহ) কোনো ম্যাচের জন্য ফিট না থাকে অথবা ওকে কোনো ম্যাচে পাওয়া না যায় সেক্ষেত্রে ঋষভ পন্থ বা কে এল রাহুলের উচিৎ ভারতকে নেতৃত্ব দেওয়া।” তবে শ্রীকান্ত যাই বলুন না কেন, বুমরাহকে (Jasprit Bumrah) এই মুহূর্তে অধিনায়ক হিসেবে পূর্ণ সময়ের দায়িত্ব দিতে রাজী নয় বোর্ড। চোটপ্রবণ তারকার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেই নজর তাদের। তবে শুভমান গিলের ডেপুটি হিসেবে আসন্ন ইংল্যান্ড সিরিজে দেখা যেতে পারে উইকেটরক্ষক ঋষভ পন্থ’কে।
শুভমান গিলের কেরিয়ার পরিসংখ্যান-

২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। ২০১৯-এর গোড়াতেই জায়গা করে নেন ভারতীয় সিনিয়র দলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিলটনের মাঠে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০২০-র ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে প্রথমবার টেস্ট জার্সি গায়ে চাপান তিনি। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করতে শুভমানকে (Shubman Gill) অপেক্ষা করতে হয় ২০২৩ অবধি। এখনও অবধি ৩২টি টেস্টে ৩৫.০৬ গড়ে ১৮৯৩ রান করেছেন শুভমান। শতরান ৫টি, অর্ধশতক ৭টি। একদিনের ক্রিকেটে তাঁর পরিসংখ্যান চোখধাঁধানো। মাত্র ৫৫ ম্যাচে ৫৯.০৪ গড়ে তিনি করেছেন ২৭৭৫ রান। ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে তাঁর। ২১টি টি-২০ ম্যাচে ৩০.৪২ গড়ে শুভমানের ঝুলিতে রয়েছে ৫৭৮ রান। ১টি শতক ও ৩টি অর্ধশতকও করেছেন তিনি।
Also Read: IPL 2025: নেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক-ডুপ্লেসিস, এই বিদেশি তারকাদের নিয়ে প্লে অফের লড়াইয়ে দিল্লি !!