SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER TOSS REPORT in BENGALI: টস জিতলো রাজস্থান, ফাইনালের টিকিট কনফার্ম করতে SRH দলে হলো জোড়া পরিবর্তন !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। বাঁকি রয়েছে আর মাত্র দুই ম্যাচ, দুই ম্যাচের পরেই প্রকাশ্যে আসবে চলতি আইপিএলের ফাইনালের জন্য কোয়ালিফাই করা দুই দলের নাম। এলিমিনেটরে দুই রয়্যাল দল অর্থাৎ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চালরঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের মধ্যে বাজি মেরেছিল রাজস্থান এবং পৌঁছে গিয়েছে আজকের মেগা ম্যাচে। দীর্ঘ  চার ম্যাচ পর গত ম্যাচে রয়্যাল চলেঞ্জার্সের বিরুদ্ধে খাতা খুলেছিল রাজস্থান, ৪ উইকেটে ফাফ’দের দৌড় রথ থামিয়ে দেয় সঞ্জুর রাজস্থান। অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে বাঁকি দলগুলির থ্রেট হয়ে থাকা হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে। আজ তারা  মুখোমুখি হতে চলেছে এলিমিনেটরের বিজেতা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এর আগেও গুটিকয়েক ম্যাচে দুই দল প্লে-অফের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল। আজকের ম্যাচে দুই দলের লক্ষ থাকবে জয় সুনিশ্চিত করে ফাইনালে উপস্থিত থাকা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনাল খেলার।

Read More: সুস্থ হয়ে উঠেছেন শাহরুখ খান, নাইটদের সমর্থন করতে হাজির হবেন ফাইনালে !!

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, WEATHER & PITCH REPORT

Ipl 2024
Chepauk | Image: Getty Images

আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি চেন্নাইয়ের চেপকে খেলা হবে। চেন্নাইয়ের পিচে ব্যাটসম্যানদের বেশ সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে বারবার। পিচ ধীরগতির হওয়ার কারনে, স্পিনাররা রিতিমতন চালকের আসনে থাকে। দুই দলই আক্রমণাত্মক ব্যাটসম্যান নিয়ে পরিপূর্ণ, তাই আজকের ম্যাচে দুই দলে পাওয়ার প্লের মধ্যেই বড় রান দেখা যেতে পারে। টস জিতে ক্যাপ্টেন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন।

আজ চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে দুই দল (SRH vs RR), আজ সকাল থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং খেলা চলাকালীন ২৯ ডিগ্রীতে নেমে আসবে। আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন ৬০ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকবে এবং ১১ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে।

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

প্যাট কামিন্স – আমরা টসে জিতে ব্যাটিং নিতাম, আমরা এই মৌসুমে প্রথমে ভালো ব্যাটিং করেছি, অনেকটা একই রকম আশা করছি। প্রথম থেকেই আক্রমনাত্মক ভাবে খেলতে হবে, গত ম্যাচে আমরা জলদি উইকেট হারিয়েছিলাম। আজ রাতে আরেকটি সুযোগ রয়েছে আমাদের। বোলিং নিয়েই একটা চলমান আলোচনা চলছে। মাঠটা একটু বড় তাই আমরা উনাদকাটকেও দলে টেনেছি, এতে দলের শক্তি বাড়বে। বিজয়কান্তের বদলে এসেছেন এইডেন মার্করাম ।

সঞ্জু স্যামসন – কন্ডিশন এবং দ্বিতীয়ার্ধে চেপক কী থাকে তা দেখে আমরা প্রথমে বল করতে চাই। আমরা সুস্থ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, ডাক্তার এবং ফিজিওরা দুর্দান্ত কাজ করছেন। আমরা আজ অনেক ভালো বোধ করছি। আমরা আরও ভালো হতে চাই। প্রতিটি খেলা, প্রতিটি ভেন্যু, পিচের পরিবর্তন হয়েছে, জলবায়ু পরিবর্তন হয়েছে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে অভিজ্ঞ এবং সুসজ্জিত। একই দল নিয়ে খেলবো।

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, দুই দলের সম্ভব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ রেড্ডি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (WK), আবদুল সামাদ, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।

ইমপ্যাক্ট প্লেয়ার: উমরান মালিক, সানভির সিং, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, শাহবাজ আহমেদ

রাজস্থান রয়্যালস – যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (C/WK), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

ইমপ্যাক্ট প্লেয়ার: শিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, শুভম দুবে, ডোনোভান ফেরেরা, কুলদীপ সেন।

SRH vs RR, IPL 2024, 2ND QUALIFIER টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো রাজস্থান।

Read Also: ফাইনাল জিততে রিঙ্কু সিংয়ের উপর বাজি ধরবেন গৌতম গম্ভীর, চিপকে তুলবে রানের বৃষ্টি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *