ipl-2024-final-srh-probable-xi-vs-kkr

পরিসমাপ্তি ঘটলো আইপিএল ২০২৪’এর (IPL 2024) প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেন রাজস্থান দলের অধিনায়ক স্যামসন (Sanju Samson)। সানরাইজার্স দলের ওপেনার অভিষেক প্রথম ওভার থেকেই মারমূখী ভূমিকা গ্রহণ করতে গিয়ে ৫ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অর্ধ-শতরান হাঁকানো রাহুল ত্রিপাঠি প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন।

১৫ বল খেলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওপেনার ট্রেভিস হেডের (Travis Head) থেকে চাপ মুক্ত করেন। তবে পাওয়ার প্লের ভিতরে অতিরিক্ত ঝুঁকি নেওয়াটা কাল হয়ে উঠলো রাহুলের কাছে, বোল্টের স্লো বল বুঝতে ব্যার্থ হয়ে হারান নিজের উইকেট এবং একই ওভারেই কামব্যাক করা এইডেন মার্কারাম (Aiden Markram) কেবলমাত্র ১ রান বানিয়ে বোল্টের গতিতে পরাস্ত হন। দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৪টি ছক্কা বিনিময়ে ৫০ রান বানিয়েছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen)। তাছাড়া ওপেনার ট্রেভিস হেডের ২৮ বলে ৩৪ রানের ইনিংস হায়দ্রাবাদ দলকে ১৭৫’রানে পৌঁছে দেন।

Read More: IPL 2024: “ঝুলি থেকে বেড়াল বেরিয়েই গেলো…” BCCI-এর ‘স্ক্রিপ্ট’ মেনেই এগোচ্ছে আইপিএল, জোর তরজা সোশ্যাল মিডিয়ায় !!

১৩৯’ রানে শেষ হলো রাজস্থানের ব্যাটিং

Srh vs rr, ipl 2024
SRH vs RR | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতর বেশ দারুন সূচনা দেয় রাজস্থান রয়্যালস। দেখে মনে হচ্ছিল খুব সহজেই তারা এই রান তাড়া করে ফেলবে, তবে পাওয়ার প্লে শেষ হতে না হতেই উইকেট ধস নামতে শুরু হয়। প্রথমে ১৬ বলে ১০ রান বানিয়ে ক্যাডমোর প্যাভিলিয়নে ফেরেন। এরপর শাহবাজের স্পিন আক্রমণের সামনে পুরোপুরি ব্যার্থ হয় রাজস্থান দলের ব্যাটিং ইউনিট। ২১ বলে ৪টি চার ও ৩ টি ছক্কার বিনিময়ে ৪২ রান বানিয়ে শাহবাজ আহমেদের বলে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ক্যাপ্টেন সঞ্জু ১১ বলে ১০ রান বানিয়ে অভিষেক শর্মার ফিরকির সামনে পরাস্ত হয়।

 

ফর্মে থাকা পরাগকে (Riyan Parag) আজকে ছন্দহীন মনে হয়েছে। ১০ বলে মাত্র ৬ রান বানিয়ে শাহবাজের বলে প্যাভিলিয়নে ফেরেন। ওই ওভারেই প্যাভিলিয়নে ফেরেন রবিচিন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), ঘরের মাঠে খাতা খুলতে ব্যার্থ হয়েছেন তিনি। শাহবাজ তার ৪ ওভারের স্পেলে কেবলমাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অন্যদিকে অভিষেক শর্মার বলে ১০ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিমরণ হিটমায়ার (Shimron Hetmyer)। দলের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৭টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৫৬ রান বানান ধ্রুব জুড়েল। ২০ ওভার শেষে ১৩৯ রান বানাতেই সক্ষম হয় রাজস্থান। ৩৬ রানে এই মেগা ম্যাচ জিতে আইপিএল ২০২৪’এর ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ।

Read Also: IPL 2024: “ঘূর্ণিতেই কুপোকাত…” রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ, ক্যাপ্টেন কামিন্সের প্রশংসায় মুখরিত সমাজমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *