SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER PREVIEW in BENGALI: তৃতীয় বার ফাইনালে উঠতে মোরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, কামিন্স বাহিনীর পথের কাঁটা হতে প্রস্তুত রাজস্থান !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়েলস (SRH vs RR)। চলতি মৌসুমে দুই দল একই সংখ্যক ম্যাচ জিতেছে। তবে রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। যে কারণে প্রথম কোয়ালিফায়ারে তাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে। প্রথম ম্যাচেই কলকাতার কাছে লজ্জা জনক পরিণতি হয় হায়দ্রাবাদ দলের। হায়দ্রাবাদকে হারিয়ে সরাসরি আইপিএল ২০২৪’এর ফাইনালে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, হায়দ্রাবাদ দলটি কাছে আজ রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় একটি সুযোগ রয়েছে ফাইনালে অবতীর্ণ হওয়ার।

গত ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চার উইকেটে পরাজিত করে চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়ালস। আজকে সানরাইজার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হবে দুই দল, দুই দল চলতি আইপিএলে একবার মুখোমুখি হয়েছিল। আইপিএলের ৫০ তম ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল যে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে আসে সানরাইজ হায়দ্রাবাদ। দলের হয়ে ৪৪ বলে ৫৮ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড (Travis Head) পাশাপাশি সর্বাধিক রানটি এসেছিল নীতিশ রেড্ডির (Nitish Reddy) ব্যাট থেকে তিনি ৪২ বলে তিনটি চার ও আটটি ছক্কায় ৭৬ রান বানিয়েছিলেন এবং উইকেট রক্ষক হে হেনরিখ ক্লাসেন ১৯ বলে তিনটি চার ও তিনটি ছক্কার বিনিময়ে ৪২ রানের ইনিংস খেলে সানরাইজার্স কে ২০১ রানের পৌঁছে দেন।

জবাবে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই জস বাটলার (Joss Buttler) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) প্যাভেলিয়নের ফেরেন। দলের হয়ে সর্বাধিক ৭৭ রানের ইনিংসটি খেলেন রিয়ান পরাগ এবং ৪০ বলে ৬৭ বানিয়ে ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মাত্র ১ রানে পরাজিত হতে হয়েছিল রাজস্থান রয়ালসকে। দুই দল আজকেও একবার মুখোমুখি হতে চলেছে, আজকের ম্যাচে যে জিতবে তারাই পৌঁছে যাবে কলকাতার বিরুদ্ধে মেগা ফাইনাল খেলতে এবং পরাজিত হওয়া দলটি ছিটকে যাবে আইপিএল ২০২৪ এর মঞ্চ থেকে।

Read More: SRH vs RR, 2nd Qualifier, Dream 11 Prediction in Bengali: ফাইনালে পা রাখার যুদ্ধে মুখোমুখি হায়দ্রাবাদ-রাজস্থান, ফ্যান্টাসি ক্রিকেটে সম্ভাব্য সুপারস্টারদের চিনুন এক ক্লিকেই !!

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, PITCH REPORT

IPL 2024

আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। এখানকার পিচে ব্যাটসম্যানদের পক্ষে রান বানানো তুলনামূলকভাবে মুশকিল। বেশিরভাগ সময় স্পিনারদের ম্যাচে লিড নিতে দেখা গিয়েছে, সে কারণে বোঝাই যাচ্ছে আজকের ম্যাচে স্পিন আক্রমণ হতে চলেছে জয়ের সবথেকে বড় চাবিকাঠি। দুই দলেই রয়েছে আক্রমণাত্মক ব্যাটসম্যানরা তাই যে দল পাওয়ারপ্লের প্রথম ছয় ওভার ফায়দা তুলতে পারবে, সেই দলের পক্ষে বড় রান বানানোর সম্ভাবনা থাকবে। খেলা আগানোর সঙ্গে সঙ্গে পেজ আস্তে আস্তে ধীর গতিতে পরিণত হবে, তাই ব্যাটসম্যানদের কাছে আজ বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER WEATHER UPDATE

আজ চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, চলতি আইপিএলে বেশ কিছু ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল। যে কারণে ভক্তরা রীতি মতন আবহাওয়ার আপডেট জানতে ব্যাকুল হয়ে রয়েছেন। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসবে। ম্যাচ চলাকালীন ১১ কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে এবং খেলোয়াড়রা উপভোগ করতে চলেছেন বেশ গরম, কারণ আজ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে চলেছে ৬০ শতাংশ।

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER HEAD to HEAD

Srh vs rr, ipl 2024
SRH vs RR | Image: Getty Images

আইপিএল ইতিহাসে দুই দল একবার করে খেতাব অর্জন করেছে, রাজ্যগতভাবে হায়দ্রাবাদের কাছে দুটি ট্রফি আছে তবে সানরাইজার্স দলের কাছে আছে একটি। ১৯ বার আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দশ বার জয়লাভ করেছে হায়দ্রাবাদ এবং নয় পার জয়লাভ করেছে রাজস্থান। শেষ চারবারের লড়াইয়ে দুই দল দুটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচটি দুই দলের কাছেই হতে চলেছে গুরুত্বপূর্ণ তাই ভক্তরা উপভোগ করবে আজকের এই ম্যাচটি।

SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, দুই দলের সম্ভব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, হেনরিক ক্লাসেন, আবদুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, টি নটরাজন।

রাজস্থান রয়্যালস – টম কোহলার-ক্যাডমোর, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

Read Also: IPL 2024, SRH vs RR, 2nd Qualifier: সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে যাওয়াই লক্ষ্য রাজস্থানের, সঞ্জুদের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *