IPL 2026: বাদ মোহম্মদ শামি-অ্যাডাম জাম্পা, প্রকাশ্যে আসন্ন আইপিএলের জন্য SRH'এর রিটেনশন তালিকা !! 1

আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি হলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। ২০১৬ সালে প্রথমবারের মতন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাস্ত করে আইপিএল শিরোপা জয় করেছিল দলটি। গত ২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) হাতে দায়িত্ব উঠেছে সানরাইজার্স দলের। গত দুই মৌসুমে শুরু থেকেই আগ্রাসি ব্যাটিংয়ের পরিচয় দিয়ে থাকে দলটি। আইপিএলের মঞ্চে ২০২৪ সালের মেগা ফাইনালে পৌঁছেছিল তারা। তবে কলকাতা নাইট রাইডার্স এর কাছে ফাইনালে পরাস্ত হতে হয়েছিল তাদের।

Read More: IPL 2026: বাদ রিস টপলি-অর্জুন তেন্ডুলকর, আগামী আইপিএলের জন্য সম্পূর্ণ রিটেন তালিকা প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!

এরপর ২০২৫ সালের আইপিএলের কথা বলতে গেলে সানরাইজার্স দলের শুরুটা ভালো হলেও মাঝের দিকে একাধিক ম্যাচে হারতে হয়েছিল তাদেরকে। ষষ্ঠ স্থানে অভিযান সমাপ্ত করেছিল সানরাইজার্স দল। ট্রেভিস হেড ও অভিষেক শর্মার মতন পাওয়ার হিটাররা এই দলের অবিচ্ছেদ্য অংশ। ওপেনিং জুটির উপরেই ভরসা করে দল গঠন করেছিল সানরাইজার্স। গত মৌসুমে দলের মিডিল অর্ডারে থাকা হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen) কিংবা ঈশান কিষান (Ishan Kishan) সেভাবে ধারাবাহিক প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছিলেন। ইতিমধ্যেই সানরাইজার্স দল তাদের অভিজ্ঞ পেসার মোহম্মদ শামিকে (Mohammed Shami) লখনৌ সুপার জায়ান্টস দলের সঙ্গে ট্রেড করেছে। শামিকে ছেড়ে মোটা অংকের টাকা নিজেদের ঝুলিতে রেখে দিয়েছে দল। আসন্ন আইপিএলের মঞ্চে মিডিল অর্ডার ব্যাটসম্যান ও ভালো স্পিনারের সন্ধানে থাকবে দলটি।

আসন্ন আইপিএলের জন্য SRH’এর ধরে রাখা খেলোয়াড়রা

প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর. স্মারন, ইশান কিশান, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষাল প্যাটেল, ব্রাইডন কারসে, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি।

ছেড়ে দেওয়া খেলোয়াড়রা

মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, উয়ান মুলদার, অভিনব মনোহর, অথর্ব তাইদে, শচীন বেবি।

বাকি পার্স – ২৫.৫০ কোটি টাকা

Read Also: IPL 2026: থাকলেন ম্যাক্সওয়েল-চাহাল, আগামী আইপিএলের জন্য সম্পূর্ণ রিটেন তালিকা প্রকাশ করল পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *