নিলামের আগেই দীপাবলির বোনাস পেলেন অভিষেক-ক্লাসেন, জায়গা হারালেন ট্রফি জয়ী অধিনায়ক !! 1

গত মৌসুমে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে সানরাইজার্সকে গ্রুপ ম্যাচে এবং প্লে-অফের ম্যাচগুলোতে পরাস্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মেগা ফাইনালে কলকাতার কাছে পরাস্ত হয়ে সানরাইজার্সের দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন হয়েছিল ভঙ্গ। গত মৌসুমে হায়দ্রাবাদ দল ব্যাটিং বিভাগে বেশ উন্নতি করেছিল। নতুন অধিনায়ক নিয়ে হায়দ্রাবাদের নতুন পথচলা শুরু হয় সানরাইজার্স দলের। আপাতত আগামী মৌসুমের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে ধরে রাখার তালিকা। তবে গত মৌসুমের পারফরমেন্স এবং চলতি ফর্মের কথা বিচার করে সানরাইজার্স তাদের তালিকা প্রস্তুত করে ফেলেছে।

পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে করতে চলেছে SRH

ipl-2024-final-srh-probable-xi-vs-kkr
Sunrisers Hyderabad | Image: Getty Images

গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) প্রথম রিটেনশন হিসেবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনের (Heinrich Klassen) নাম। বিগত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে শুধু নয় বিশ্ব ক্রিকেট জুড়ে তান্ডব সৃষ্টি করেছেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে দেখা যাচ্ছে ক্লাসেনকে। গত দুই মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। তাছাড়া ২০২৪ আইপিএল মৌসুমে তিনি সানরাইজার্স দলের মিডিল অর্ডারের গুরুদায়িত্ব সামলেছেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিটেন করতে চাইবে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। তার নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের পারফরমেন্সে বেশ পরিবর্তন দেখা গিয়েছিল।

গত মৌসুমে তার নেতৃত্বেই ২০১৮ সালের পর ফাইনাল খেলার সুযোগ এসেছিল হায়দ্রাবাদ দলের কাছে। তাছাড়া গত মৌসুমে ফ্রাঞ্চাইজিদের হয়ে বেশ ভালো বোলিং প্রদর্শন করেছিলেন তিনি, তার পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সির উপর নজর রেখেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। গত মৌসুমে দলের হয়ে ১৬ ম্যাচে ৩৯.৯২ গড়ে এবং ১৭১.০১ স্ট্রাইক রেটে ৪৭৯ রান বানিয়েছেন তিনি। তাছাড়া গত বছর থেকে বিশ্ব ক্রিকেটকে শাসন করে চলা ট্রেভিস হেডকে (Travis Head) টার্গেট করেছিল সানরাইজার্স। অজি তারকা ব্যাটসম্যান গত মৌসুমে ১৫ ম্যাচে ৪০.৫০ গড়ে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান বানিয়েছিলেন। তিনি বর্তমানে যে ফর্মে রয়েছেন তাতে সানরাইজার্স দলের হয়ে তার সুযোগ পাওয়াটা স্বাভাবিক।

অভিষেক-হেডকে আবার তান্ডব করতে দেখা যাবে

Srh vs lsg, ipl 2024
Abhishek Sharma and Travis Head | Image: Getty Images

গত মৌসুমে ট্রেভিস হেডের মতন দ্রুতগতিতে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি বেশ কয়েক বছর ধরে সানরাইজার্স দলের হয়ে ব্যাটিং করছেন এবং গত মরশুমে অভিষেক তার প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছিলেন। অভিষেকের এই অসাধারণ পারফরমেন্সের পর তিনি আপাতত সানরাইজার্স দলের (SRH) চতুর্থ রিটেন হওয়া প্লেয়ার।

গত মৌসুমে তরুণ প্রতিভা নীতিশ কুমার রেড্ডি সানরাইজার্স হায়দারাবাদের জার্সিতে ১৩ টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। যেখানে ৩৩.৬৭ গড়ে এবং ১৪২ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ৩০৩ রান বানিয়েছিলেন। আইপিএলের মঞ্চে তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরে তিনি জাতীয় দলেও সুযোগ পেয়ে গিয়েছেন। যেহেতু তিনি জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন সেই কারণে আনক্যাপ প্লেয়ার হিসেবে তাকে ধরে রাখতে পারবে না সানরাইডার্স।

৫ খেলোয়াড়কে  ধরে রেখেছে SRH:

  • হেনরিক ক্লাসেন – ২৩ কোটি টাকা
  • প্যাট কামিন্স – ১৮ কোটি টাকা
  • অভিষেক শর্মা- ১৪ কোটি টাকা
  • ট্র্যাভিস হেড – ১৪কোটি টাকা
  • নীতীশ কুমার রেড্ডি- ৬ কোটি টাকা
  • পার্স বাকি- ৪৫ কোটি টাকা
  • নিলামে RTM বিকল্প- ১

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *