বাদ অভিষেক শর্মা, এন্ট্রি নিচ্ছেন তরুণ তারকা, প্রকাশ্যে মুম্বইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদের একাদশ !! 1

IPL 2025: আজ আইপিএল ২০২৫’এর ৩৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুই দল চাইবে জয় সুনিশ্চিত করতে। এবারের আইপিএলে দুই দলের প্রদর্শন খুব একটা ভালো নয়। লাগাতার চার ম্যাচে পরাজয়ের পর গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে সানরাইজার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স দল পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ গত ম্যাচে দাপটের সাথে জয় সুনিশ্চিত করেছিল। একদিকে পাঞ্জাব কিংস গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে ২৪৬ রানের লক্ষমাত্রা রেখেছিল। রান তাড়া করতে এসে ট্রেভিস হেড (Travis Head) ৩৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান বানান এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) ৫৫ বলে ১৪টি চার ও ১০টি ছক্কায় ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অভিষেক দুরন্ত ইনিংস খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দল থেকে বাদ পড়বেন অভিষেক।

Read More: IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !!

মুম্বইয়ের বিরুদ্ধে বাদ পড়তে চলেছেন অভিষেক শর্মা

Ipl 2025
Abhishek Sharma | Image: Getty Images

সূত্রের খবর ম্যাচ শুরু হওয়ার কিছুসময় আগে সানরাইজার্স হায়দ্রাবাদের ডাগ আউটে চিন্তার ভাঁজ ফেলে দেয় অভিষেক শর্মার চোট। অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন অভিষেক। জানা গিয়েছে তার পক্ষে কোনো মতেই আজ মাঠে নামা সম্ভব নয়। আঙুলে লাগার কারণে আজকের ম্যাচে অভিষেক ফিল্ডিং করার সুযোগ না পেলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং করতে পারেন। তবে, যদি তাঁর চোট গুরুতর হয় তাহলে তাকে আজকের ম্যাচে দেখতে পাওয়া যাবে না।

মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে তরুণ স্মরণ রবিচন্দ্রনকে (Smaran Ravichandran)। এডাম জাম্পার বদলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এন্ট্রি নিয়েছেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ ৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৪ গড় ও ১৭০ স্ট্রাইক রেটে ১৭০ রান বানিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ গত মৌসুমে মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের চতুর্থ সর্বাধিক রানটি বানিয়ে ফেলেছিল। আবার ওয়ানখেড়েতে সানরাইজার্স হায়দ্রাবাদকে টক্কর দিয়েছিল মুম্বই পল্টন। আজকের ম্যাচে স্পিন বিভাগেও পরিবর্তন করতে চাইবেন SRH দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)।

মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভব্য একাদশ

ট্রেভিস হেড, স্মরণ রবিচন্দ্রন, ঈশান কিষান, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হার্সাল প্যাটেল, মোহম্মদ শামি, রাহুল চাহার, ঈশান মালিঙ্গা। ইমপ্যাক্ট প্লেয়ার – অনিকেত ভার্মা।

Read Also: IPL 2025: “হারাতেই মাঠে নামে এরা…” সুপার ওভারে দিল্লির কাছে পরাস্ত হলো রাজস্থান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *