নিজেদের পাতা ফাঁদেই ধরা পড়েছে হায়দ্রাবাদ, রণকৌশলেই মস্ত বড়ো ভুল !! 1

IPL 2025: সমাপ্ত হয়েছে গুজরাট এবং সানরাইজার্সের দুরন্ত একটি লড়াই। গতকাল লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে নাস্তানাবুদ করে জয়ের হ্যাটট্রিক করলো গুজরাট টাইটান্স। গতকালের ম্যাচের পরে একটা জিনিস স্পষ্ট হয়ে দাঁড়ালো যে নিজেদের পাতা ফাঁদেই নিজেরাই বারবার ধরা পড়েছে এই সানরাইজার্স হায়দ্রাবাদ দল। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত একটি জয় ছিনিয়ে নিয়েছিল ক্যাপ্টেন প্যাট কামিন্সের (Pat Cummins) এই দলটি। তবে পরবর্তী চারটি ম্যাচে একেবারেই ছন্দ ছাড়া দেখিয়েছে দলকে। গতকাল ম্যাচেও পরাজিত হতে হয়েছে সানরাইজার্স দলকে।

টানা চার ম্যাচ হারলো হায়দ্রাবাদ

Ipl 2025
SRH | Image: Getty Images

মৌসুমের শুরুতে ৩০০ রান করার একটি চ্যালেঞ্জ বিপক্ষ দলগুলিকে ছুঁড়ে দিয়েছিলেন সানরাইজার্সের খেলোয়াড়রা। দিন এগিয়ে আসতে থাকলেও সানরাইজার্স ব্যাটসম্যানদের ব্যাটে দেখা যাচ্ছে না সেই পাহাড় সমান রান। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্সের মতে দলের পরিস্থিতি যায় থাকুক না কেন আক্রমণাত্মক খেলার ধরন তারা চালিয়ে যাবেন তারা, আর তাতেই বারবার সমস্যায় পড়তে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ দলকে।

Read More: IPL 2025 SRH vs GT Highlights: উপ্পলে বাজিমাত গুজরাতের, টানা চার ম্যাচ হেরে অন্ধকারে সানরাইজার্স হায়দ্রাবাদ !!

প্রসঙ্গত হায়দ্রাবাদ দল তাদের উদ্বোধনী ম্যাচে রাজস্থানের কাছে জয়লাভ করার পর মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস দলের। নিজেদের ঘরের মাঠেই একেবারে নাস্তানাবুদ হয়েছিল সানরাইজার্স। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে ব্যাটসম্যানদের অতিরিক্ত আগ্রাসী মনোভাব দলকে একেবারেই পিছনের পায়ে ফেলে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে ১৯১ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স, তবে ব্যাটিং করতে এসে খুব সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। এরপর দিল্লির বিরুদ্ধেও বদল হয়নি সানরাইজার্সের খেলার ধরন। প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছিল দুই ব্যাটসম্যানকে। আবারও একবার ছন্দ ছাড়া ব্যাটিং দেখা গিয়েছিল সানরাইজার্সের ব্যাটসম্যানদের থেকে। দিল্লির বিরুদ্ধে পুরোপুরি ২০ ওভার খেলতে ব্যর্থ হয়েছিল সানরাইজার্স। ১৬৩ রানেই ১০ উইকেট হারিয়ে ফেলে দল। জবাবে চার ওভার আগেই ম্যাচ সুনিশ্চিত করে দিল্লি।

নিজেদের পাতা ফাঁদেই ধরা পড়েছে হায়দ্রাবাদ

ipl-2025-srh-batters-struggle-vs-gt
SRH | Image: Getty Images

মৌসুমে চতুর্থ ম্যাচে কলকাতার মুখোমুখি হয় সানরাইজার্স। যেখানে কলকাতার বানানো ২০০ রান তাড়া করতে এসে আবার সানরাইজার্সের ব্যাটসম্যানদের অতিরিক্ত আক্রমণাত্মক দলের পরাজয়ের মূল কারণ হয়ে ওঠে। কেবলমাত্র ১২০ রানে গুটিয়ে যেতে হয়েছিল সানরাইজার দলকে। ৮০ রানে মস্ত বড় একটি পরাজয়ের মুখোমুখি হতে হয় গতবারের ফাইনালিস্টকে। এরপর গতকাল গুজরাতের কাছে পরাজিত হওয়ার পর আপাতত এই মৌসুমে চারটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় একেবারে নিচে নেমে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Read Also: IPL 2025: “যত গর্জায় তত বর্ষায় না…” টানা চার ম্যাচে হার হায়দ্রাবাদের, নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে কামিন্স’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *