আজ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। ৬ বছর পর কলকাতার নন্দনকাননে টেস্ট ম্যাচ দেখার জন্য সকাল থেকে ক্রিকেট ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। ম্যাচে প্রথমে টসে জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম ইনিংসে তারা ব্লু বিগ্রেডদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় এইডেন মার্করামরা। ২০০ রানেই পৌঁছালো না তাদের প্রথম ইনিংসের রান।
Read More: IPL 2026: বাদ রোহিত-হার্দিক-বুমরাহ, ২০২৬ IPL’এর জন্য রিটেন লিস্ট প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়-

আজ দিনের শুরুতে প্রোটিয়াদের হয়ে অভিজ্ঞ এইডেন মার্করামের (Aiden Markram) সঙ্গে ওপেনিং করতে আসেন র্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। দুজনে মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ৬৩ বলে গুরুত্বপূর্ণ ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। কিন্তু শেষ পর্যন্ত জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) বিধ্বংসী বোলিং’এর সামনে দুজনেই ধরা দেন। এইডেনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩১ রান। রিকেলটন করেন ২২ বলে ২৩ রান।
এরপর মিডল অর্ডারেও ব্যাটিং বিপর্যয় লক্ষ্য করা যায়। উইয়ান মুল্ডার (Wiaan Mulder) ২৪ রানে লড়াই চালালেও অধিনায়ক টেম্বা বাভুমা মাত্র মাত্র ১১ বলে ৩ রান করে মাঠ ছাড়েন। পঞ্চম স্থানে টনি ডি জোরজিও (Tony de Zorzi) আজ হতাশ করেছেন। তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ২৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত কাইল ভেরেইনের (Kyle Verreynne) ১৬ রানে এবং ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) অপরাজিত ১৫ রানে ভর করে প্রথম ইনিংসে ১৫৯ রানে পৌঁছাতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৫.০ ওভারে তারা অল আউট হয়ে যায়।
দুরন্ত বোলিং আক্রমণ-

আজ দিনের শুরু থেকেই বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জ্বলে উঠেছিলেন। টপ অর্ডারে একের পর এক উইকেট সংগ্রহ করে ধাক্কা দেন তিনি। এই তারকা পেসার ১৪ ওভারে ৫ টি মেডেনের সঙ্গে ২৭ রান দিয়ে মোট ৫ টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে মিডল অর্ডারে প্রথম দিনেই কুলদীপ যাদব (Kuldeep Yadav) ফাটল ধরাতে সক্ষম হন। উইয়ান মুল্ডার এবং টেম্বা বাভুমার মতো উইকেট তুলে নিয়ে তিনি জ্বলে ওঠেন।
১৪ ওভারে ১ মেডেলের সঙ্গে ৩৬ রান দিয়ে মোট ২ টি উইকেট তুলে নেন এই তারকা। বল হাতে প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অক্ষর প্যাটেলও (Axar Patel) প্রভাব ফেলতে চেষ্টা করেন। ১২ ওভারে ৪৭ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন সিরাজ। ৬ ওভারে ২ টি মেডেনের সঙ্গে ২১ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন অক্ষর।