south-africa-announce-t20-wc-squad

২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। আপাতত সেইদিকেই চোখ ক্রিকেটদুনিয়ার। এবার নয়া ফর্ম্যাটে আরও বড় আকারে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টের। থাকছে মোট ২০টি দেশ। প্রথমবারের মত আইসিসি আয়োজিত কোনো বড় মাপের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে নেপাল, উগান্ডার মত দল। ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতি গ্রুপের প্রথম দুই দল যাবে পরবর্তী পর্বে। আট দলকে ফের দুই গ্রুপে ভাগ করা হবে। শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে জয়ী দল লড়বে খেতাবী যুদ্ধে।

অংশগ্রহণকারী ২০ দেশই টি-২০ বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা দিতে মরিয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো এপ্রিলের শেষে বা মে মাসের গোড়ার দিকেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারে দলগুলি। সেইমত গতকাল স্কোয়াড সামনে এনেছিলো নিউজিল্যান্ড। আজ পনেরো সদস্যের দল সামনে আনলো ক্রিকেট সাউথ আফ্রিকাও। তাদের স্কোয়াডে রয়েছেন দুই ট্রাভেলিং রিজার্ভ’ও। টি-২০ বিশ্বকাপে প্রোটিয়ারা রয়েছে গ্রুপ-ডি’তে। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। ৩ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে তারা। এরপর ৮ তারিখ তাদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে। যথাক্রমে ১০ ও ১৫ জুন বাংলাদেশ ও নেপালের বিপক্ষে নামছে দক্ষিণ আফ্রিকা।

Read More: রোহিত-আগারকর মিলে করলো চক্রান্ত, গিল-সঞ্জুকে বাদ দিয়েই করলো বিশ্বকাপের দল ঘোষণা !!

নেতা মার্করাম, পাওয়ার হিটিং-এ জোর দক্ষিণ আফ্রিকার-

Aiden Markram | T20 World Cup | Image: Getty Images
Aiden Markram | Image: Getty Images

প্রত্যাশামতই দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) স্কোয়াডে অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। নেতা হিসেবে পরপর দুটি SA20 ট্রফি জিতেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য দেশের জার্সি গায়েও অর্জন করতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে। স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ক্যুইন্টন ডি কক (Quinton De Kock)। ওপেনার হিসেবে সম্ভবত ডি ককের সাথে জুটি বাঁধতে চলেছেন রিজা হেনড্রিকস (Reeza Hendricks)। SA20 টুর্নামেন্টে অনবদ্য পারর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন রায়ান রিকলটন’ও (Ryan Rickleton)। সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। যদিও জায়গা হয় নি ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিসের।

টি-২০ ফর্ম্যাটের কথা মাথায় রেখে পাওয়ার হিটিং-এ জোর দিয়েছে দক্ষিণ আফ্রিকা। রয়েছেন বহু যুদ্ধের নায়ক ডেভিড মিলার (David Miller)। এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেনকেও (Heinrich Klaasen) সুযোগ দেওয়া হয়েছে কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup)। গত বছর ওডিআই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন তিনি। ক্ষুদ্রতম ফর্ম্যাটেও সেই ঝোড়ো ব্যাটিং-এর ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। দিল্লী ক্যাপিটালসের হয়ে চলতি আইপিএলে অসাধারণ খেলছেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। ১১ ম্যাচে ৫৫.৪০ গড় ও প্রায় ১৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৭৭ রান। তাঁকেও প্রোটিয়া জার্সিতে দেখা যাবে টি-২০ বিশ্বকাপে।

গতিই অস্ত্র প্রোটিয়াদের, স্কোয়াডে রয়েছেন তিন স্পিনার-

Kagiso Rabada and Anrich Nortje | T20 World Cup | Image: Getty Images
Kagiso Rabada and Anrich Nortje | Image: Getty Images

 

গতির ঝড়েই প্রতিপক্ষকে বেলাইন করার ছক কষেছে দক্ষিণ আফ্রিকা। তাদের তরফে আজ যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছেন পাঁচ প্রথমসারির ফাস্ট বোলার। ওডিআই বিশ্বকাপে নজর কাড়ার পর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলেও সামিল হয়েছেন জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee)। তাঁর পাশাপাশি থাকছেন অভিজ্ঞ কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও অনরিখ নর্খিয়া (Anrich Nortje)। প্রথম একাদশে খেলার দৌড়ে এগিয়ে এই জুটিই। এছাড়াও দক্ষিণ আফ্রিকা সুযোগ দিয়েছে বছর ৩১-এর ওটনিয়েল বার্টম্যানকে (Ottniel Baartman)। তিনি এই মরসুমে সানরাইজার্স ইস্টার্নকেপের জার্সিতে SA20 টুর্নামেন্ট জিতেছিলেন। এছাড়াও থাকছেন মার্কো ইয়ানসেন (Marco Jansen)। পেস বোলিং-এর পাশাপাশি দীর্ঘকায় অলরাউন্ডার ব্যাটিং-এও সাবলীল।

মূল স্কোয়াডের পাঁচ পেসারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ট্র্যাভেলিং রিজার্ভেও রয়েছেন দুই ফাস্ট বোলার-লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ও নান্দ্রে বার্গার। চোট সারিয়ে ফিরছেন লুঙ্গি। সাম্প্রতিক অতীতে ভালো পারফর্ম করায় শিকে ছিঁড়েছে বার্গারের (Nandre Burger) ভাগ্যে। প্রোটিয়াদের প্রমুখ স্পিন বিকল্প হতে চলেছেন বাম হাতি অফস্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) ও ডান হাতি লেগস্পিনার তাবরেজ শামসি (Tabraiz Shamsi)। সাথে রয়েছেন বাম হাতি অর্থোডক্স স্পিনার বিয়র্ণ ফর্টুইন’ও (Bjorn Fortuin)। এই ত্রয়ীর পাশাপাশি প্রয়োজনে স্পিন বোলিং করতে পারেন অধিনায়ক এইডেন মার্করাম স্বয়ং।

এক নজরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরাল ক্যুৎসিয়ে, ক্যুইন্টন ডি কক, বিয়র্ন ফর্টুইন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অনরিখ নর্খিয়া, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস।

ট্র্যাভেলিং রিজার্ভ-

নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।

Also Read: India’s Squad For T20 World Cup 2024: গিল-সিরাজ বাদ, সঞ্জু-চাহাল সহ এই পাঁচ খেলোয়াড়ের খুললো ভাগ্য, বিশ্বকাপের দলে পেলেন সুযোগ!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *