পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ২-০ ফলে হারিয়ে এবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। উজ্জীবিত টাইগারবাহিনীকে নিয়ে যখন চিন্তায় টিম ইন্ডিয়া সমর্থকেরা, তখন উলটো সুর শোনা গেলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ সিরিজ। প্রথম ম্যাচ চেন্নাইতে। ২৬ তারিখ থেকে দ্বিতীয় টেস্টটি রয়েছে কানপুরে। তবে এই সিরিজের ফলাফল নিয়ে আদৌ চিন্তিত নন সৌরভ (Sourav Ganguly)। জয়ের আশা নেই পড়শি দেশের, স্পষ্ট করেছেন তিনি। জানান “পাকিস্তানকে ওদের দেশে গিয়ে হারানো মোটেই সহজ নয়। তাই আমি অভিনন্দন জানাতে চাইবো বাংলাদেশকে। কিন্তু ভারত সম্পূর্ণ আলাদা একটা দল। দেশে হোক বা বিদেশে-ভারত একটা দুর্দান্ত দল, যাদের ব্যাটিং সক্ষমতা অসাধারণ।”
Read More: IPL 2025: চমক দিচ্ছে কেকেআর, গম্ভীরকে নাকানিচোবানি খাওয়ানো এই তারকার হাতে দিচ্ছে দায়িত্ব !!
ভারতের উপর বাজি ধরছেন সৌরভ-
২০১২ সালের পর ঘরের মাঠে একটিও টেস্ট সিরিজ হারে নি টিম ইন্ডিয়া (Team India)। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত প্রতিপক্ষকে হেলায় হারিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে ঈর্ষণীয় পরিসংখ্যান ‘মেন ইন ব্লু’র। ১৩টি ম্যাচের মধ্যে জিতেছে ১১টি, ড্র হয়েছে ২টি ম্যাচ, আর একটি ম্যাচেও টাইগার্সরা হারাতে পারে নি ভারতীয় দল’কে। ২০২৪-এ নাজমুল হোসেন শান্ত’র দল’ও ইতিহাস গড়তে পারবে না বলেই মনে করছেন সৌরভ (Sourav Ganguly)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, , “আমার বিশ্বাস হয় না বাংলাদেশ জিতবে বলে। ভারতই সিরিজ জিতবে। তবে পাকিস্তানকে পাকিস্তানে হারিয়ে এসেছে ওরা, আত্মবিশ্বাসী থাকবে নিশ্চয়ই। ভারতের উচিৎ বাংলাদেশের তরফ থেকে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করা।”
আসল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, বলছেন মহারাজ-
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ অবধি দীর্ঘ অস্ট্রেলিয়া সফর রয়েছে টিম ইন্ডিয়ার (TeamIndia)। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্টে মুখোমুখি হবে ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েট। ভারত গত দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারিয়েছে। দাপট ধরে রাখাই লক্ষ্য হবে দলের। লড়াইটা যে সহজ হবে না রোহিত অ্যান্ড কোং-এর জন্য তা স্পষ্ট করেছেন সৌরভ (Sourav Ganguly)। কলকাতায় সাংবাদিকদের বলেন, “আমি অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে আছি। আমার মতে সেটাই আসল পরীক্ষা হবে এই স্কোয়াডের। তারপর ইংল্যান্ড সফর রয়েছে জুলাইতে। সত্যি বলতে এই দুটো সফরই গুরুত্বপূর্ণ। আমাদের পেস আক্রমণে বুমরাহ ও সিরাজ রয়েছে। শামির প্রত্যাবর্তনের পর তা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আমার ধারণা।”
আকাশ দীপের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ-
সৌরভ (Sourav Ganguly) নিজে ২০০৮ সালে অবসর নেওয়ার পর দীর্ঘ সময় বাংলা থেকে জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারেন নি কেউ। গত দশকে সেই আক্ষেপ মিটিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। আপাতত দলের বাইরে ঋদ্ধি, চোটে ছিটকে গিয়েছেন শামি’ও। কিন্তু আন্তর্জাতিক স্তরে বঙ্গক্রিকেটের পরবর্তী পতাকাবাহক হিসেনে সৌরভ বেছে নিচ্ছেন পেসার আকাশ দীপ’কে (Akash Deep)। ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে রাঁচীতে একটি টেস্ট খেলেছেন তিনি।
সম্প্রতি দলীপ ট্রফির ম্যাচে ভারত-এ’র হয়ে ভারত-বি দলের বিরুদ্ধে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে আকাশ (Akash Deep) জায়গা পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধেও। তাঁর অকুন্ঠ প্রশংসা করে সৌরভ (Sourav Ganguly) বলেন, “আকাশ দীপ একজন দুর্দান্ত তরুণ ফাস্ট বোলার। ও দৌড়ে এসে দ্রুত বোলিং করে। লম্বা সময় বোলিং করতে পারে। আমি ওকে বাংলার হয়ে খেলতে দেখেছি, উইকেট নিতে দেখেছি। ও শামি বা সিরাজের মতই দ্রুতগতিতে বোলিং করতে পারবে। ১৪০-এর বেশী গতিতে বোলিং করবে। ওর উপর নজর রাখুন।”
Also Read: IND vs BAN: সরফরাজ খান’কে ধোঁকা দিচ্ছে বিসিসিআই, ছেঁটে ফেলা হচ্ছে টেস্ট দল থেকে !!