ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়'কে আইপিএলের এই নিয়ম বদলের আর্জি জানালেন শেন ওয়ার্ন 1

আইপিএল শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েক দিন, এর আগেই জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট’কে আরও জনপ্রিয় এবং উত্তেজনায় পরিপূর্ণ করে তুলতে সৌরভ গঙ্গোপাধ্যায়’কে অভিনব প্রস্তাব দিলেন শেন ওয়ার্ন।টি টোয়েন্টি ক্রিকেটে প্রতি বোলার’কে অন্তত পাঁচটি করে ওভার বোলিং করার সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।

এখনও নিয়ম অনুযায়ী একটি টি টোয়েন্টি ম‍্যাচে একজন বোলার চার ওভার বোলিং করার সুযোগ পান।এবার এই ওভারের সংখ্যা বাড়িয়ে চার থেকে পাঁচ করা উচিত করে বলে মনে করেন ওয়ার্ন।ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়’কে ট‍্যাগ করে ওয়ার্ন আর্জি করেছেন এই নিয়ম বদলের।প্রস্তাব দিয়েছেন আসন্ন আইপিএলে এই নিয়ম জারি করা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়'কে আইপিএলের এই নিয়ম বদলের আর্জি জানালেন শেন ওয়ার্ন 2
” ইতিমধ্যে আমার প্রস্তাবকে সমর্থন জানিয়ে একাধিক টুইট দেখলাম, টি টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার কে অন্তত পাঁচ ওভার বোলিংয়ের সুযোগ দেওয়ার বিষয়ে।খুব দ্রুত এই নিয়ম জারি হওয়া উচিত বলে মনে করেন তিনি।এমনকি এটা এবারের আইপিএলে ব‍্যাবহার করা উচিত ।যা আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।” এমনটাই টুইট করেছেন ওয়ার্ন।ট‍্যাগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়’কে।

যদি শেন ওয়ার্নের প্রস্তাব মেনে নেয় বোর্ড।তাহলে প্রতিটি দলে একজন স্পেশালিস্ট বোলারের বদলে একজন একস্ট্রা ব‍্যাটসম‍্যান অথবা একজন স্পেশালিস্ট অলরাউন্ডার’কে দলে নেওয়ার প্রবনতা বেড়ে যাবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়'কে আইপিএলের এই নিয়ম বদলের আর্জি জানালেন শেন ওয়ার্ন 3
প্রসঙ্গত, শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম বার আইপিএল চ‍্যাম্পিয়ান হয়েছিল রাজস্থান রয়‍্যালস ২০০৮ সালে।এরপর থেকে এই দল এখনও অবধি একবারও আইপিএল ফাইনাল অবধি যেতে পারেনি রাজস্থান দল।এবার স্টিভ স্মিথের নেতৃত্বে দারুণ ফলাফলের আশায় রয়েছেন রাজস্থান কর্তৃপক্ষ।

এইবছর গোটা আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাশাহিতে।দুবাই আবু ধাবি এবং শারজাহ শহরে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের সব কটি ম‍্যাচ।আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের প্রথম ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *