Sourav ganguly want to be the president of icc

Sourav Ganguly: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর এশিয়া কাপ ২০২৩ এবং বিশ্বকাপ ২০২৩ (WC 2023) অনুষ্ঠিত হবে। আর এই ২০২৩ বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে। আর, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বিশ্বের সেরা ১০টি দল অংশ নেবে। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পাশাপাশি, টিম ইন্ডিয়ার যাত্রা শুরু হতে চলেছে ৮ অক্টোরব থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর অন্যদিকে টিম ইন্ডিয়ার জন্য এই বিশ্বকাপের আগে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ২০২২ সালের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে পরাজয়, ২০২৩ এর শুরুতে ভারতীয় দল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। তবে, আবার ঘরের মাটিতেই অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যাবধানে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। চলতি উইন্ডিজ সিরিজেও ২-১ ব্যাবধানে উইন্ডিজ দলকে পরাজিত করলেও দুর্বল উইন্ডিজকে হোয়াইটওয়াশ না করায় বেশ সমালোচিত হতে হয়েছিল।

Read More: শীঘ্রই টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হতে চলেছেন Sourav Ganguly, এবার শত্রুদের করবেন বিদায় !!

২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী

Sourav Ganguly and Jay Shah
Sourav Ganguly and Jay Shah | Image: Getty Images

সালটা ছিল ২০১৯, বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডের দায়িত্ব এসে পড়ে বাংলার সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) উপর। ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন বলে কথা দিয়েছিলেন তিনি এবং তিনি তার কথাও রাখেন। ডোমেস্টিক প্লেয়ারদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে কোভিড প্রটোকল মেনে আইপিএল, টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে কোটি কোটি টাকার লাভ এনে দেন। তবে, তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি বোর্ড সভাপতি পদে বহাল থাকতে পারবেন কি না, সেই নিয়ে মামলাও চলে। সুপ্রিম কোর্ট সৌরভদের পক্ষেই রায়দান করে। এমনকি, সেই রায় অনুযায়ী বোর্ড সচিব পদে জয় শাহ (Jay Shah) বহাল থাকলেও, সৌরভ আর দায়িত্বে থাকেননি। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি হিসাবে নতুন দায়িত্ব পান ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী নায়ক রজার বিনি (Roger Binny)।

নতুন পদে বসতে চলেছেন গাঙ্গুলী

Sourav Ganguly
Sourav Ganguly | Image: Getty Images

তবে, এবার সভাপতির থেকেও বড় পদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। শেষমেশ তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। একবার সৌরভ গাঙ্গুলির দ্বারা পরিচারিত একটি টিভি শো ‘দাদাগিরি’ তে স্বীকার করেন যে তিনি আইসিসির প্রধানের পদে বসতে চান। তবে, এবার সেই জল্পনা হতে চলেছে সত্যি। তিনি আসিসির প্রধানের পদে মনোনীত হতে চলেছেন। ২০২২ সালে ডিসেম্বরে প্রথমবার এই দায়িত্ব পেয়েছিলেন গ্রেগ বার্কলে। দ্বিতীয়বারের জন্য এই পদে ফের বহাল হলেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত আইসিসি চেয়ারম্যান পদে থাকবেন বার্কলে। তবে, তারপর নভেম্বর মাসের দিকে আবার নির্বাচিত হবে এই পদ, ওইসময় সৌরভ গাঙ্গুলিকে এই মোক্ষম ভূমিকায় যাবে দেখা।

Read Also: “আপনি কুলদীপের সাথে কী করেছেন?…” প্রাক্তন নির্বাচককে সরাসরি প্রশ্ন রবি শাস্ত্রীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *