Sourav Ganguly: দীর্ঘ ১১ বছর কেটে গিয়েছে ভারতের শেষ আইসিসির (ICC) শিরোপা জয়ের। আজ আবার একবার বিশ্বকাপের মঞ্চে ফাইনালে অবতীর্ণ হলো টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আবার একটি ফাইনাল খেলতে চলেছে, ১৩ মাসে ৩ বারের জন্য ফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া। গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতেই ফাইনাল হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
তারও আগে অজি’দের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাস্ত হতে হয় টিম ইন্ডিয়াকে। পরস্পর দুই ফাইনালের খরা কাটিয়ে রোহিত শর্মার নেতৃত্বে আবার একটি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের (Rohit Sharma) হাতেই ট্রফি দেখতে পাচ্ছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Read More: টি-২০ বিশ্বকাপে হতশ্রী বাংলাদেশের, দেশে ফিরেই ঘাড় ধাক্কা খেল সাকিব আল হাসান !!
রোহিতের বার্বাডজে ঝাঁপ দেওয়া উচিত
সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভ বলে দিয়েছেন, “মাত্র ৭ মাসের ব্যবধানে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে হয়না রোহিত। আর যদি তাই হয় আমার মনে হয় রোহিত হয়তো বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবেন।”
চলতি বিশ্বকাপে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে বিপক্ষের বোলারদের ঘাম ঝরাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলার পর বোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এমন ভাবেই খেলবো যেন বোলাররা ভাবে পরের শটটি কোথায় মারতে চলেছি।” রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সৌরভ বলেছেন, “দলকে সামনে থেকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আশা করি তারা জয়ের ধারা বজায় রাখবে এবং তারাই ট্রফি জিতবে। ওঁদের নির্ভীক ভাবে ক্রিকেট খেলতে হবে।”
ভারতীয় দলের উপর আশা রাখছেন সৌরভ
ফাইনালের আগে বেশ আশাবাদী সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), মন্তব্য করে বলেছেন, “ভারত হলো এই টুর্নামেন্টের সেরা দল। যেকোনো টুর্নামেন্ট জিততে অল্প বিস্তর ভাগ্যের প্রয়োজন হয়, আশাকরি ফাইনালে টিম ইন্ডিয়ার সঙ্গে ভাগ্য থাকবে। সাত মাস আগে সকলেই ভারতকে বিশ্বকাপে দেখেছে। ওরাই ছিল টুর্নামেন্টের সেরা দল, তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারতে হয়েছিল। শুধুমাত্র একটি খারাপ ম্যাচের জন্যই ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের।”
দীর্ঘ ১১ বছর ধরে ভারতের এই ট্রফি না পাওয়ার প্রসঙ্গে মুখ খুলে সৌরভ জানিয়েছেন, “আমি বিষয়টি অন্যভাবে ভাবতে চাই। আমরা কিন্তু সব টুর্নামেন্ট ফাইনাল বা সেমিফাইনাল খেলছি। এতবার ফাইনাল উঠলে একবার না একবার তো জিতবো। তবে ভারত এমন খেলে না যে তারা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ছিটকে যাচ্ছে। ওঁরা রীতিমতন দাপট বজায় রেখেই খেল চলেছে।”