RCB: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025) শুরুর আগেই বেশ কিছু জল্পনা তৈরি হয়েছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দলের গুরু পরিবর্তন করতে প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বড় দায়িত্ব দিয়েছে রাজস্থান রয়্যালস দলের ফ্রাঞ্চাইজি। আসন্ন মৌসুম থেকে রাহুলকে দলের প্রধান কোচের ভূমিকা পালন করতে দেখা যাবে।
তাছাড়া, ৩ বারের আইপিএল জয়ী কোচ ও শ্রীলঙ্কান কিংবদন্তি খেলোয়াড় মেহেলা জয়াবর্ধনেকে আবার মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরিয়ে আনা হয়েছে। গত কয়েকটি মৌসুমে মুম্বই দলের যে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল তার জন্য দায়ী ছিলেন মার্ক বাউচার এমনটাই মত নেটিজেনদের। তবে প্রাক্তন গুরুকে পেয়ে বেশ খুশি মুম্বই ইন্ডিয়ান্স ব্রিগেড।
Read More: ক্যাপ্টেনসি থেকে ছাটাই হচ্ছেন হরমনপ্রীত কৌর, বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন অধিনায়কের খোঁজে BCCI !!
দিল্লির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে সরানো হলো সৌরভকে
কোচ পরিবর্তনের প্রতিযোগিতা শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্তন প্রধান কোচ রিকি পন্টিংয়ের ছাঁটাইয়ের মাধ্যমে। প্রাক্তন অজি তারকা মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে একবার আইপিএল শিরোপা জয়ের পর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে লম্বা সময় ধরে কোচিংয় করেছেন। তবে তিনি কোচ হিসেবে দিল্লিকে শিরোপা জয় করাতে ব্যার্থ হয়েছিলেন এবং তাকে ছাঁটাই করার পর হেমাঙ্গ বাদানিকে দলের প্রধান কোচ হিসাবে নির্বাচিত করেছে। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে সরানো হয়েছে। তাঁর বদলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেনুগোপাল রাওকে নিয়োগ করা হয়েছে।
ডায়রেক্টর হিসেবে স্কাউটিং থেকে শুরু করে ক্যাম্প পরিচালনার মত গুরুত্বপূর্ণ দিকগুলি সামলাতেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০২৩ ও ২০২৪-সালের আইপিএলে দিল্লী ক্যাপিটালস দলের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে যুক্ত ছিলেন সৌরভ (Sourav Ganguly)। যদিও সৌরভ দায়িত্ব নিলেন দলের কোনো উন্নতি দেখা যায়নি, গত দুই মরশুমেই দিল্লি ক্যাপিটালস প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। তবে এবার নতুন চাকরি পেলেন বাংলা তথা ভারতের কিংববদন্তি সৌরভ গাঙ্গুলি। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী দিল্লি ক্যাপিটালস ছাড়ার পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের মেন্টর পদে বসতে চলেছেন ভারতীয় দলের এই তরকা খেলোয়াড়।
RCB দলে এন্ট্রি নিচ্ছেন সৌরভ
জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল সৌরভ গাঙ্গুলির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা মিটিয়ে ফেলেছেন এবং তিনি এই গুরু দায়িত্ব নিতে চলেছেন। গত মৌসুমে দীনেশ কার্তিক (Dinesh Karthik) আইপিএল থেকে অবসর ঘোষণা করার পর তাকে দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, গত মৌসুমে জিম্বাবুয়ের কিংবদন্তি তারকা ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের প্রধান কোচ বানানো হয়েছিল।
এবার এই তালিকায় শামিল হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। দিল্লি ক্যাপিটালস দলের মতন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলও এখনও আইপিএল শিরোপা নিজেদের নামে করতে সক্ষম হয়নি। এই পরিস্থিতিতে বড় দায়িত্ব পেলে সৌরভ-কোহলি জুটি তাদের প্রথম আইপিএল শিরোপা জিততে সক্ষম হতে পারেন।