ক্রিকেট বিশ্বের অন্যতম বড় নাম হলো সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সবথেকে বড় অবদানটা সৌরভের তা অস্বীকার করবে না কেউ। যে কারণে ফ্রাঞ্চাইজির ভাগ্য পাল্টে দিতে দিল্লি ক্যাপিটালস দলের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীর উপর। তবে এখনও পর্যন্ত দিল্লি ফ্রাঞ্চাইজি কোন প্রকার শিরোপা জিততে সক্ষম হয়নি। ২০২০ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি প্রথম এবং একমাত্র বারের জন্য ফাইনাল খেলেছিল, যদিও প্রথম আইপিএল ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হতে হয় দিল্লি দলকে।
সৌরভ গাঙ্গুলিকে বড় দায়িত্ব দেবে ফ্রাঞ্চাইজি
পরের মরশুমে আবার সুযোগ থাকলেও পরবর্তী তারা ফাইনালে জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। গতকাল সংবাদ মাধ্যমে, সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জানিয়ে দিয়েছেন দিল্লি দলের ভবিষ্যতের কথা। দিল্লির ভবিষ্যতের কথা মাথায় রেখেই সৌরভ রিকি পন্টিংকে (Ricky Ponting) দলের কোচ থেকে বাদ দেওয়ার কথা আলোচনা করেছিলেন দল মালিকদের সঙ্গে। এবং দল মালিকরা তাতে রাজি হয়ে পন্টিংকে দল থেকে বহিস্কার করল। দীর্ঘ ৭ বছর ধরে, দিল্লি ফ্রাঞ্চাইজি সামলে এসেছেন রিকি পন্টিং। তবে এবার অন্য কিছু পরিকল্পনা করতে চায় দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট।
Read More: MS ধোনিকে উপেক্ষা করে যুবরাজ সিং বাছাই করলেন সর্বকালের সেরা একাদশ, ৩ ভারতীয় কিংবদন্তি দিলেন সুযোগ !!
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আগামী মৌসুমেও সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) দিল্লী দলের হয়ে কোন প্রকার দায়িত্বে থাকতে দেখা যাবে না। আবার তিনি তার পুরানো ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স’এর দায়িত্ব সামলাতে পারেন। একদিকে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হওয়ায় কলকাতা নাইট রাইডার্স’এর মেন্টরের পদটি ফাঁকা হয়ে গিয়েছে। সেই জায়গাটি পরিপূর্ণ করার জন্য সৌরভ গাঙ্গুলিকে পুনরায় কলকাতা দলে ফিরিয়ে আনা হতে পারে। গত বছর দিল্লি এবং কলকাতার যে ম্যাচটি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচ শেষে সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান।
নতুন দায়িত্ব নিতে চলেছেন গাঙ্গুলি
এর থেকে এটা কিছুটা স্পষ্ট যে গম্ভীর চলে যাওয়ার পর যে কোন মূল্যে শাহরুখ তার পছন্দের সৌরভ গাঙ্গুলীকে আবার দলে ফিরিয়া আনবেন। তবে এর সত্যতা কতটা তা জানা যাবে আসন্ন মৌসুমেই, অন্যদিকে সৌরভ গাঙ্গুলী গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে তিনি ভবিষ্যতের জন্য কোচ হতে চলেছেন। একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, “আমি দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে কয়েক বছর রয়েছি। আমি এই দলের হয়ে একটি শিরোপা জিততে চাই। গত সাত বছর ধরে রিকি পন্টিং দলের কোন উন্নতি করাতে পারেননি। যে কারণে আগামী বছর থেকে পন্টিংকে আর দেখা যাবে না, আমি ফ্রাঞ্চাইজি মালিকদের বলেছি ভারতীয় কাউকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার জন্য। এমনকি আমিও প্রধান কোচ হয়ে চেষ্টা করতে পারি।” যদিও সব জল্পনার অবসান ঘটবে আসন্ন আইপিএলেই।