“হারমান-স্মৃতির থেকেও টিম ইন্ডিয়ায়…” রিচা ঘোষকে নিয়ে বড় প্রশংসা সৌরভ গাঙ্গুলির !! 1

শনিবার ইডেন গার্ডেনে এক অনবদ্য আবহে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) সংবর্ধনা জানাল ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh)। গত রবিবার মহানগরী মুম্বাইতে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম বারের জন্য বিশ্ব বিজেতা হয়েছে ভারতীয় মহিলা দল। ভারতের এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়িকা ছিলেন শিলিগুড়ির তরুণী রিচা ঘোষ। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ট্রফি জয় করেছেন রিচা। রিচাকে নিয়ে এদিন ইডেন বসেছিল চাঁদের হাট। মাত্র ২২ বছর বয়সেই দেশের জন্য এমন গৌরব অর্জন করায় রিচার কৃতিত্বে আপ্লুত ছিলেন উপস্থিত সকলেই।

ফাইনালে অনবদ্য ব্যাটিং করেন রিচা ঘোষ

Ind vs aus রিচা ঘোষ
Richa Ghosh | Image: Getty Images

ভারতের হয়ে বিশ্বকাপ ফাইনালে রিচার ব্যাটিং ছিল অনবদ্য। সাত নম্বরে নেমে মাত্র ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ব্যাট হাতে রিচা তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ে ভারত ২৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর বানাতে সক্ষম হয়েছিল। যেটি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নাগালের বাইরে চলে যায়। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৬ রানে, আর ভারত জিতে যায় প্রথম আইসিসি খেতাব। চাপের মুহূর্তে শান্ত থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) নিজেই।

Read More: মহিলা বলেই কি বৈষম্য? বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‘ভিক্টরি প্যারেড’ নিয়ে বিতর্কে BCCI !!

রিচার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

তিনি মন্তব্য করেভ বলেছেন, “নিচের অর্ডারে ব্যাট করে এমনভাবে ম্যাচ ঘোরানো খুবই কঠিন। সেখানে রিচা যেভাবে নিজের দায়িত্ব সামলেছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেছেন, “নিচের অর্ডারে ব্যাট করার ক্ষেত্রে সে যে ভূমিকা পালন করে তা খুবই কঠিন। বল কম পেলেও সবচেয়ে বেশি রান করতে হয়। মানুষ হয়তো জেমিমার অপরাজিত ১২৭ রান অথবা সেমিফাইনালে হরমনপ্রীতের ৮৯ রানের কথা মনে রাখতে পারে, কিন্তু রিচার ১৩০-এর বেশি স্ট্রাইক রেট পার্থক্য তৈরি করেছে। সে যা করেছে তা স্মৃতি বা হারমানের সমান।

তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রিচাকে সম্মান জানায় সিএবি। ফাইনালে করা প্রতিটি রানের জন্য ১ লক্ষ টাকা হিসাবে তাকে মোট ৩৪ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার তাকে “বঙ্গভূষণ” পুরস্কারে ভূষিত করেছে, উপহার দিয়েছে একটি সোনার চেইন, এবং রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP) হিসেবে নিয়োগের ঘোষণা করেছে।

Read Also: রিচা ঘোষের হাতে রাজ্যের বিশেষ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, উপহারের তালিকায় ছিল চমকের পর চমক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *