বিশ্বকাপ ২০২৩’এর (World Cup 2023) মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ২০১১ সালের পর টিম ইন্ডিয়া পৌঁছেছিল বিশ্বকাপের ফাইনালে। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া চতুর্থ বারের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল, তবে ভারতের এই পারফরমেন্সের পিছনে অন্যতম ভুমিকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। ক্রিকেটে অন্যতম বড় সুপারস্টার হলেন গাঙ্গুলী, তার নেতৃত্বে ভারতীয় দল ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেছিল, সেই দিন ভারতের পক্ষে জয় আসেনি, ঠিক তেমনই এবারের বিশ্বকাপে ভারতের আসেনি জয়।
Read More: টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে নাম কাটা গেল হার্দিকের, T20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা !!
বিশ্বকাপে ভারতের ফাইনালে পৌঁছানোর অবদান সৌরভের

ভারতের এই সাফল্যের পিছনে অন্যতম ভূমিকা ছিল সৌরভ গাঙ্গুলীর। সৌরভের পরামর্শেই রোহিত ভারতের ক্যাপ্টেন হন। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “রোহিত শর্মা অধিনায়কত্ব চাননি, কারণ সমস্ত ফরম্যাটে খেলার জন্য অনেক চাপ ছিল। তাই নয়, এটি (ক্যাপ্টেন্সি নেওয়া) এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আমি ওকে বলেছিলাম যে, তোমাকে হ্যাঁ বলতেই হবে নাহলে আমি তোমার নাম ঘোষণা করে দেব। আমি খুশি যে, তিনি এই দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তার ফলাফল সামনেই। বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর, রোহিত শর্মা ছিলেন যোগ্য বিকল্প। যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে যেকোনো কিছুই সম্ভব।” তবে বিরাটকে সরিয়ে রোহিতকে ক্যাপ্টেন করানোর অভিযোগ ওঠে সৌরভ গাঙ্গুলির উপর। শেষমেষ গাঙ্গুলী করলেন বড় খোলসা।
বিরাট প্রসঙ্গে মুখ খুললেন গাঙ্গুলী

সৌরভকে (Sourav Ganguly) নিয়ে একটি ফ্যানপেজ একটি ভিডিও পাবলিশ করে যেখানে বিশ্বকাপে ভারতের দারুন ফলাফলের জন্য সৌরভকেই কৃতিত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, রোহিতকে ক্যাপ্টেন বানিয়ে ভারতের পারফরম্যান্স, বিরাটকে কোটেন্সির বোঝা থেকে মুক্তি দিয়ে ফর্মে ফেরানো, তৃতীয়ত মোহাম্মদ শামির ক্যারিয়ারের শুরুর দিকে সুযোগ করে দেওয়া এবং চতুর্থত রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার কোচ বানানো। প্রসঙ্গত, দাদাগিরিতে একজন পার্টিসিপেন্ট সৌরভকে এই ভিডিওটি দেখিয়ে ভিডিওর সত্যতা যাচাই করতে চান। ভিডিওটি দেখে সৌরভ বলেন, “এসব ক্ষেত্রে বাইরের কারোর কিছু কাজে আসে না। আমি যখন খেলতাম তখন ভারত বর্ষের ক্রিকেটে অনেক বড় বড় প্লেয়ার ছিলেন যারা আমায় সাপোর্ট করতেন, আবার কেউ কেউ করতেন না, তবে বলটা যখন হাত থেকে বার হবে তখন আপনি নিজে ছাড়া কেউ কিছু করতে পারবে না। তাই ভিডিওতে পুরোটা ঠিক নয় কিছুটা ঠিক, আমাকে বিসিসিআই প্রেসিডেন্ট করা হয়েছিল কাজ করার জন্য আর এগুলো কাজের কিছু অংশ।”