sourav-ganguly-is-impressed-with-shubman-gill-batting

ভারতীয় টেস্ট দল ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে প্রথম থেকেই লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে ব্লু ব্রিগেডরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজে হারলেও দ্বিতীয় টেস্ট সিরিজে শুভমান গিল (Shubman Gill) দলকে নতুন দিশা দিয়েছেন। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে প্রমাণ করলেন তিনি রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) যোগ্য উত্তরসূরী। ফলে গিলের (Shubman Gill) বিধ্বংসী ব্যাটিংয়ে বর্তমানে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এর মধ্যেই এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো।

Read More: IND vs ENG 2nd Test: শুভমান ঝড়ে তছনছ ইংল্যান্ড, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !!

গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ-

"একদম অন্য রকম..", অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ, জানিয়ে দিলেন সিরিজের ভবিষ্যত !! 1
Shubman Gill | Images: Getty Images

ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম থেকে ব্যাটিং অর্ডারকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচের (IND vs ENG) প্রথম ইনিংসে ১৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন এই তারকা ব্যাটসম্যান। এরপর এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আবারও তিনি নিজেকে প্রমাণ করলেন। একের পর এক রেকর্ড ভেঙে ইংল্যান্ডের মাটিতে লেখেন নতুন ইতিহাস। গিল (Shubman Gill) ৩৮৭ বলে ২৬৯ রান সংগ্রহ করেন‌। তার ব্যাট থেকে এসেছে ৩০ টি চার এবং ৩ টি ছয়।

এবার গিলের এই দুরন্ত ইনিংসে মুগ্ধ হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ার পোস্ট করে লেখেন, “গিল (Shubman Gill) অসাধারণ ব্যাটিং করেছেন। তার এই ইনিংসটি নিখুঁত ছিল। এটা ছিল আমার দেখা ইংল্যান্ডের মাটিতে যেকোনো যুগের সেরা ইনিংসগুলির মধ্যে একটি। গত কয়েক মাসে অনেকটাই উন্নতি করেছেন তিনি। আমার মনে হয় টেস্টে গিলের (Shubman Gill) জন্য ওপেনিংয়ের জায়গা সঠিক ছিল না। এই টেস্ট সিরিজ কিন্তু ভারত জিততে পারে।”

নিজেকে তৈরি করেছেন গিল-

"একদম অন্য রকম..", অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ, জানিয়ে দিলেন সিরিজের ভবিষ্যত !! 2
Shubman Gill | Images: Getty Images

এ‌ই বছর আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (GT) হয়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে শুভমান গিল (Shubman Gill) সমর্থকদের মুগ্ধ করেছিলেন। তার ব্যাট থেকে ১৫ ম্যাচে ৬৫০ রান এসেছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও নতুন ছন্দে ধরা দিয়েছেন গিল। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এর আগে সিরিজগুলোতে ভালো ব্যাটিং করার চেষ্টা করেছিলাম। কিন্তু ৩০-৩৫ রানে আউট হয়ে যাচ্ছিলাম। বড়ো রানের ইনিংস আসছিল না। প্রথম থেকেই বড়ো রানের ইনিংস গড়ার জন্য বেশি মনোযোগ দিতাম। মাথার মধ্যে শুধু এটাই ঘুরতো। ফলে ব্যাটিং উপভোগ করতে ভুলে গিয়েছিলাম।

তারপর সিদ্ধান্ত নিই আমি আর বেশি ভাববো না। যতটা সময় পারি লম্বা ইনিংস খেলার চেষ্টা করবো। ক্রিকেট জীবনের শুরুর দিকে যেমন ব্যাটিং করতাম ঠিক সেইভাবে খেলার চেষ্টা করেছি। ব্যাটিং করার মজা উপভোগ করছি। আর বেশি কিছু ভাবছি না।” উল্লেখ্য এখনও পর্যন্ত শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের হয়ে ৩৩ টি টেস্ট ম্যাচে মোট ২০৪৮ রান সংগ্রহ করেছেন।

Read Also: ফাঁস এশিয়া কাপের নির্ঘন্ট, একবার নয় বরং তিন বার মুখোমুখি ভারত-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *