“একটা শেষ ম্যাচ খেলে যাও…” অনুতপ্ত সৌরভের অনুরোধ ঋদ্ধিমানকে !! 1

শেষ আইপিএল (IPL) মরসুম। গত দুই-আড়াই মাস বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। বাংলার ক্রিকেট নক্ষত্র আইপিএলে দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ‘ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস’। দলের সাথে প্রতিটি মুহূর্তে ছিলেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়াম হোক বা ইডেন গার্ডেন্স-যেখানেই খেলেছে দিল্লী, সেখানেই ডাগ-আউটে দেখা গিয়েছে সৌরভকে (Sourav Ganguly)। কখনও আলোচনা সেরেছেন কোচ রিকি পন্টিং-এর সাথে। কখনও তাঁকে দেখা গিয়েছে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এক মনে ঋষভ পন্থ (Rishabh Pant) বা অভিষেক পোড়েলের  (Abishek Porel) ব্যাটিং-এর খুঁটিনাটিতে নজর রাখতে। এমনকি ভেঙ্কটেশ আইয়ারের মত প্রতিপক্ষ দলের তারকাদেরও পরামর্শ দিয়েছেন তিনি।

লড়াই করেও এবার প্লে-অফে পা রাখতে পারে নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লী ক্যাপিটালস(DC)। ১৪ ম্যাচে ৭টি জয় ও ৭টি হার-সহ ১৪ পয়েন্টে শেষ করেছে তারা। লীগ তালিকায় অবস্থান ষষ্ঠ। আইপিএল শেষে দিনকয়েক আগেই কলকাতা ফিরেছেন বাংলার ক্রিকেটের মহারাজ। কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ এখনও অবধি পান নি তিনি। দিনকয়েক আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আইপিএলের ধাঁপে ঘরোয়া টি-২০ লীগ করার ঘোষণা করেছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। তার ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ (Sourav Ganguly)। এরপরে রাজ্যের ক্রিকেটের স্বার্থের দৌত্যের কাজও করতে হলো তাঁকে। সৌরভের সাথে দীর্ঘ আলোচনার পরেই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফেরার সিদ্ধান্ত নিলেন তারকা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

Read More: হেড কোচ বানাতে উঠে পড়ে লেগেছে জয় শাহ, মুখের উপর মানা করলেন গৌতম গম্ভীর !!

গললো বরফ, বাংলায় ফিরছেন ঋদ্ধিমান-

Sourav Ganguly, Romi Mitra and Wriddhiman Saha | Image: Twitter
Sourav Ganguly, Romi Mitra and Wriddhiman Saha | Image: Twitter

২০২১ সালে দেশের ক্রিকেটমহলে বড় বিতর্কের জন্ম দিয়েছিলো ঋদ্ধিমান সাহা’র (Wriddhiman Saha) স্বীকারোক্তি। তিনি জানান যে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একান্তে ডেকে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ভাবনা শুরু করে দিতে অনুরোধ করেছেন। এই সময় জনৈক সাংবাদিকের সাথে ঋদ্ধির কথপোকথন নিয়েও বিস্তর জলঘোলা হয়। শেষমেশ ভারতীয় দল থেকে বাদ’ও পড়েন ঋদ্ধি। সেই সময় বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে ছিলেন সৌরভ (Sourav Ganguly)। বাংলার দুই তারকার মনোমালিন্যের সূচনাটাও সেই সময় থেকেই। ঋদ্ধি প্রকাশ্যেই বলেছিলেন যে তাঁকে জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার ব্যপারে নিশ্চয়তা দিয়েছিলেন সৌরভ স্বয়ং। তারপরে তিনি আর কথা রাখেন নি। এই সময় রাজ্য সংস্থা সিএবি’র সাথেও দূরত্ব বাড়ে তাঁর। কিছু কর্মকর্তা তাঁড় দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা ভালো চোখে দেখেন নি শিলিগুড়ির তারকা।

অভিমানে বাংলা ছেড়ে ঋদ্ধি (Wriddhiman Saha) পাড়ি দিয়েছিলেন ত্রিপুরাতে। নির্বাচিত হয়েছিলেন অধিনায়কও। গত দুই বছর ত্রিপুরার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। সাথে গুজরাতের হয়ে খেলেছেন আইপিএল। এবার তাঁকে ঘরে ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সঞ্জয় দাস, স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের মত সিএবি কর্তারা। তাঁরা বরফ গলানোর ভার দেন সৌরভকেই। ইগো ভুলে এগিয়ে আসেন ‘মহারাজ।’ ঋদ্ধি ও তাঁর স্ত্রী রোমি’র (Romi Mitra) সাথে দীর্ঘ আলোচনা সারেন সৌরভ। যাবতীয় জটিলতা কাটে সেখানেই। দিনকয়েক আগেই ত্রিপুরা থেকে এনওসি নিয়ে বাংলায় ফিরেছেন সুদীপ চট্টোপাধ্যায়। ঋদ্ধিও ফেরায় শক্তি বাড়লো দলের। ত্রিপুরার ক্রিকেট কর্তা জয়ন্ত দে জানিয়েছেন, “সৌরভ চান ঋদ্ধি বাংলার হয়ে খেলেই অবসর নিক। অন্তত এক ম্যাচ হলেও। (ঋদ্ধিমান) সাহা নিজেই তা জানিয়েছে আমায়।”

বেঙ্গল টি-২০ লীগে খেলবেন ঋদ্ধি?

Wriddhiman Saha | Sourav Ganguly | Image: Getty Images
Wriddhiman Saha | Image: Getty Images

কলকাতার সংবাদমাধ্যমকে ঋদ্ধিমান (Wriddhiman Saha) জানিয়েছেন, “আগামী মরসুমে বাংলার হয়ে খেলার ইচ্ছা রয়েছে। ত্রিপুরার কাছে এনওসি চেয়েছি। ওরা যদি তা দিয়ে দেয় তাহলে বাংলায় ফিরতে পারি।” ঋদ্ধিমান সাহা’র মত আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন তারকা যদি আসন্ন বেঙ্গল প্রো টি-২০ লীগে (Bengal Pro T20 League) অংশ নেন তাহলে টুর্নামেন্টের খ্যাতি যে বাড়বে তা বিলক্ষণ জানেন সিএবি কর্তা’রা। তাঁকে ফেরানোর পিছনে সেটাও একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। বাংলার হয়ে খেললে এই টুর্নামেন্ট খেলতে কোনো বাধা রইলো না তাঁর। সদ্যসমাপ্ত আইপিএলে (IPL) বিশেষ ভালো পারফর্ম করতে পারেন নি ঋদ্ধি (Wriddhiman Saha) গুজরাত টাইটান্স জার্সিতে। বেঙ্গল প্রো টি-২০ লীগে তাঁকে সেরা ছন্দে দেখতে চান অনুরাগীরা। শিলিগুড়ির তারকা হয়ত শিলিগুড়ি স্ট্রাইকার্স দলের হয়েই অংশ নেবেন প্রতিযোগিতায়।

আট দলের বেঙ্গল প্রো টি-২০ লীগকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলি। জিও সিনেমার সাথে চুক্তিও সই করেছে সিএবি। একা ঋদ্ধিমান নন, ভারতীয় দলে নিয়মিত খেলা মুকেশ কুমারকে (Mukesh Kumar) দেখা যাবে এই প্রতিযোগিতায়। তিনি সোবিস্কো স্ম্যাশার্স মালদা দলের অধিনায়ক। থাকছেন প্রাক্তন টিম ইন্ডিয়া ক্রিকেটার মনোজ তিওয়ারিও (Manoj Tiwary)। হারবার ডায়মন্ডস দলকে নেতৃত্ব দেবেন তিনি। শিলিগুড়ির স্ট্রাইকার্সের নেতৃত্বে আপাতত রয়েছেন ভারতীয় দলের হয়ে টেস্ট খেলা আকাশ দীপ (Akash Deep)। এছাড়াও সদ্যসমাপ্ত আইপিএলে ঝড় তোলা অভিষেক পোড়েলকে (Abishek Porel) নেতা বেছে নিয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রাঢ় টাইগার্সের নেতা হচ্ছেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস ও রেশমী মেদিনীপুর উইজার্ডস এখনও অধিনায়কের নাম ঘোষণা করে নি।

Also Read: মিটলো না সৌরভ-শাহরুখের মনোমালিন্য, ঘরের দল ‘KKR’ চ্যাম্পিয়ন হলেও দিলেন না শুভেচ্ছাবার্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *