CT 2025: দিনকয়েক আগে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) ফিটনেস নিয়ে রাজনৈতিক মহলে আচমকাই শুরু হয়েছিলো জলঘোলা। কংগ্রেসের মুখপাত্র ডক্টর শামা মহম্মদ ট্যুইট করে রোহিতকে ‘মোটা’, ‘আনফিট’ ইত্যাদি বলেছিলেন। শাসক দল বিজেপি’র তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এলেও এই বিতর্কে শামা মহম্মদকে সমর্থনই করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বলেন, “উনি যা বলেছেন তার সাথে আমি সহমত। একজন ক্রিকেট দর্শক হিসেবে আমি তাই মনে করি। আর কতদিন রোহিত শর্মা’কে ছাড় দেওয়া হবে? ২, ৫, ১০, ২০ করে আউট হয়ে যায়। ওর ভারতীয় দলে থাকাই উচিৎ নয়।” গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে সমালচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন রোহিত। দুবাইয়ের বাইশ গজে করেন ধুন্ধুমার ৭৬। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিততেই নেটদুনিয়ায় তীব্র আক্রমণের সম্মুখীন সৌগত।
Read More: IND vs NZ, CT 2025 Final STATS REVIEW: কিউই’দের হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া, মেগা ফাইনালে ভাঙলো মোট ১০টি রেকর্ড !!
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জেতায় রোহিত ভক্তদের নিশানায় সৌগত রায় (Sougata Roy)। সোশ্যাল মিডিয়া ছয়লাপ বিভিন্ন মিম ও ব্যাঙ্গাত্মক পোস্টে। কোথাও রোহিতের (Rohit Sharma) চেহারার উপর এডিটিং করে বসানো হয়েছে তৃণমূল সাংসদের মুখ। ক্যাপশনে জনৈক নেটিজেন লিখেছেন, ‘আজ উনি খেললে আরও আগেই ভারত জিতে যেত।’ ‘যে বিষয়ে জ্ঞান সীমিত সেই বিষয়ে মুখ না খোলাই উচিৎ,’ ফাইনালের পর সৌগতকে সহবত শেখাতেও আসরে নেমেছেন কেউ কেউ। ‘আজ ভারত জেতায় নিউজিল্যান্ড যত না দুঃখ পেয়েছে, তার চেয়ে বেশী দুঃখ পেয়েছেন সৌগত রায়,’ কটাক্ষ উড়ে এসেছে বর্ষীয়ান সাংসদের দিকে। ‘ক্রিকেট না দেখে দয়া করে রাজ্যের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন,’ কড়া ভাষায় লিখেছেন একজন। আসরে নেমেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। তৃণমূল সাংসদের ছবি পোস্ট করে ট্রল করেছেন তিনি।
যাঁকে নিয়ে এই হইচই সেই সৌগত রায় (Sougata Roy) অবশ্য নিজের পুরনো অবস্থান থেকে বিশেষ নড়ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভারতীয় ক্রিকেট দল’কে শুভেচ্ছা জানিয়েও হাল্কা খোঁচা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা’কে।দমদমের সাংসদ গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানান, “আমি ম্যাচের প্রতিটা বল দেখেছি। ভারত দারুণ খেলেছে। রোহিত শর্মা সম্পর্কে বলার, ও আগে ভালো খেলতে পারছিলো না। এর আগে একটা ম্যাচেও নিজের জায়গা জাস্টিফাই করতে পারে নি। ও যেহেতু অধিনায়ক, আমার মনে হয়েছিলো বিষয়টা বলা দরকার। ও ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিৎ। আজ ও পারফর্ম করেছে। যদি শতরান পেত আরও খুশি হতাম। তাহলে ভারতের জয়টা আরও সহজ হত। সেটা হয় নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে স্টাম্পড হয়েছেন।” বিতর্কের আরেক মুখ শামা মহম্মদ অবশ্য উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন রোহিতের।
দেখুন ট্যুইট চিত্র-
@SaugataRoyMP Rohit was awarded the Player of the Match award for his 83-ball 76 that set up India’s four-wicket win against New Zealand in #ChampionsTrophy2025 #ChampionsTrophy .
— ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ (@abcd_56719) March 10, 2025
Man of the Match #জয়_বাংলা pic.twitter.com/mBqEGFr1l9
— Tanmoy Sanyal..🇮🇳 (@TanmoySanyal9) March 9, 2025
— VASKAR DEY SARKAR (@sarkar62870) March 9, 2025
Brain Rot Sougata is gata
— DEBA PRATIM GHATAK (Unabashed Hindu) (@PratimGhatak) March 10, 2025
হাটা সাওয়ান কি ঘাটা…বুড়া কি বুঝবে ক্রিকেট খেলা সারা জীবন তো কিতকিত খেলে গেছে 🤪
— AMIT MAJUMDAR (@kingslg) March 9, 2025
রোহিতের এই সাফল্যের পেছনে গালে থাপ্পর খাওয়া ভূমিকাও সত্যিই অনস্বীকার্য !!!!!
— Shree Krishna Paul (@skrishna1969) March 10, 2025
সত্যি কথা বলতে সৌগত রায়ের তো দলে থাকাই উচিত নয়। এক অতি বৃদ্ধ ব্যক্তি, যে ভালো করে হাঁটতে চলতে পারে না, সে এখনও গদি আঁকড়ে পড়ে রয়েছে। সেনাপতি তো বের করতে চেয়েছিল। নতুনকে জায়গা ছাড়ুন।
রোহিতকে মাঠে নামতে হয়, ঘাম ঝরাতে হয়। আপনার মতো তার পঞ্চাশ জন চামচা আগে পিছে ঘোরে না।— Devashish Chakravarty (@DEVANATIONALIST) March 9, 2025
সৌগত রায়, আর তথাগত রায় দুই ভাই
মনে করিয়ে দিলাম 🤫— সুদীপ্ত চক্রবর্তী (@csudipto466) March 9, 2025
তোলামূল কেন্দ্র সরকার গঠন করলে ভাবী ক্রীড়ামন্ত্রী
— S Chowdhury (@shibatribeni) March 9, 2025
No match fixing pic.twitter.com/Ak8Pn8s4Cz
— Yours Hillol (@lahirihillol) March 9, 2025
এইভাবে ব্যাট ধরলে রোহিত শর্মা সেঞ্চুরি করতেন, কথা শোনেন না, এই কারণে বাদ দিতে বলা হয়েছিলো pic.twitter.com/7IlFdmATt3
— Gautam Bagui (@GoutamBagui) March 9, 2025
— Debasis Nandy (@DebasisNan22430) March 9, 2025
— RK D 🇮🇳 (@Officialpage_RK) March 9, 2025
Like Dada, and now Rohit – it hardly matter to them what these cheap political stunts are…you keep trying as we rational Indians are celebrating India’s emphatic win 🏆
— Abhi@Sunny (@AviSunny1) March 9, 2025
Also Read: CT 2025 IND vs NZ: “সকল দেশের সেরা…” ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই বাঁধভাঙা উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় !!