ভারতীয় ক্রিকেটারদের এবার খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে 1

 

বিভিন্ন দেশে ইতিমধ্যে শুরু হয়েছে টি টোয়ন্টি লিগ।সময়ের সাথে সাথে আইপিএলের ন‍্যায় সেগুলো হয়ে উঠেছে জনপ্রিয় ।এহেন সেই তালিকায় নতুন সংযোজন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ।

এযাবৎ একাধিক দেশে শুরু হয়েছে বিভিন্ন টি টোয়েন্টি লিগ।কিন্তু সেখানেই ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা যায়না।এর অন‍্যতম কারণ ভারতীয়দের সেই সব লিগে খেলার সুযোগ দেয়না দেশের ক্রিকেট বোর্ড।প্রসঙ্গত, সম্প্রতি যুবরাজ সিং, প্রবীণ তাম্বের মতো ক্রিকেটারেরা খেলেছেন টি টোয়েন্টি লিগ গুলো’তে।

ভারতীয় ক্রিকেটারদের এবার খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে 2
তবে এবার পরিস্থিতির বদল ঘটতে পারে।এমনটাই শোনা গেছে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ আয়োজকদের তরফে।তাদের তরফে জানানো হয়েছে প্রাক্তন পেসার মুনাফ প‍্যাটেল,প্রবীণ কুমার, পাঠান ভ্রাতৃদ্বয় ( ইরফান – ইউসুফ ) এর মতো তারকাদের খেলতে দেখা যাবে এবারের শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে।

আগামী নভেম্বর মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ।এই প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে এই ক্রিকেট টুর্নামেন্ট।যা চলবে ৬ ই ডিসেম্বর অবধি।প্রসঙ্গত, এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো গত ২৮ শে আগষ্ট থেকে ২০ শে সেপ্টেম্বর জুড়ে ।কিন্তু করোনার প্রকোপে তা নির্ধারিত সময় আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি।
ভারতীয় ক্রিকেটারদের এবার খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে 3

শ্রীলঙ্কার তিন অন‍্যতম জনপ্রিয় স্টেডিয়াম,যথা রনগীরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সূর্যেওয়া মাহিন্দ্রা রাজপাক্ষে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম‍্যাচ গুলো।

পাঁচটি দল ২৩ টি ম‍্যাচে প্রতিনিধিত্ব করবে,পনেরো দিন ধরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।অংশগ্রহণ করবে কলোম্বো,ক‍্যান্ডি, গল,ডাম্বুলা এবং জাফনা’র থেকে দল গুলো।

“শুধুমাত্র স্থানীয় উদীয়মান ক্রিকেটারেরা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেনা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে।বরং কিছু বিশ্বমানের ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পাবে শ্রীলঙ্কার ক্রিকেট দর্শকরা।” এমনটাই জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক সংস্থা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *