Asia Cup 2024: থমকে গেল টিম ইন্ডিয়ার বিজয় রথ। মেগা ফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। প্রথম বারের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। এর আগে, ভারতীয় দলের কাছে ছিল মোট ৭টি খেতাব এবং বাংলাদেশ জিতেছিল একটি খেতাব। এবার আজকের এশিয়া কাপের মেগা ফাইনালে (Asia Cup 2024) গর্বের জয় পেল শ্রীলঙ্কার নারী দল।
আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রানের একটি ভালো সূচনা দেয় টিম ইন্ডিয়া। তবে পাওয়ার প্লে শেষ হলেই দ্বিতীয় বলে ১৯ বলে ২টি চারের বিনিময়ের ১৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান শেফালী ভার্মা (Shafali Varma)। ৭ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন উমা চেত্রি। এরপর ক্যাপ্টেন হারমান ও ভাইস ক্যাপ্টেন স্মৃতির মধ্যে একটি পার্টনারশিপ গড়ে ওঠে।
প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা
তবে বড় হতে চলা পার্টনারশিপটি ভাঙেন সচিনি নিশানানি। জেমিমা রড্রিগস ও রিচা ঘোষ আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। দলের হয়ে সর্বাধিক ৪৭ বলে ১০টি চারের বিনিময়ে ৬০ রান বানান স্মৃতি মন্ধনা। ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২৯ রান বানান রড্রিগস ও ১৪ বলে ৪টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৩০ রান বানান রিচা। ভারত প্রথম ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান বানাতে সক্ষম হয়, শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট নেন কবিশা দিলহারি ও ১টি করে উইকেট তুলে নেন উদেশিকা প্রবোধনী, চামারি আথাপাথু ও সচিনি নিশানানি।
এই রান তাড়া করতে এসে, দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে যান বিশমি গুনারত্নে। তবে দলের হয়ে ক্যাপ্টেনস নক খেলেন, ৪৩ বলে ৯টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৬১ রান বানান চামারি আথাপাথু। তাকে এই লম্বা রান তাড়া করতে সাহায্য করেছেন হর্ষিতা সামারাবিক্রমা। যিনি ৫১ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৬৯ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি ১৬ বলে ১টি চার ও ২টি ছক্কার বিনিময়ে দ্রুত ৩০ রানের ইনিংসটি খেলে শ্রীলঙ্কার হয়ে জয় সুনিশ্চিত করেন কবিশা দিলহারি।