ভারতের টি-২০ ব্যাটিং লাইন আপে কতটা সুরক্ষিত কোহলির স্থান? ৩ নম্বর পজিশনের নতুন দাবীদার হবেন এই ক্রিকেটার !! 1

ভারতের টি-২০ ব্যাটিং লাইনে আপে বাকি সব পজিশনে নানা সময় নানারকম পরীক্ষানিরিক্ষা হলেও তিন নম্বর স্থানটি নিয়ে এতদিন কোনো দ্বিমত ছিলো না কারও মনে। গত দশকের বেশীরভাগ জুড়েই সেখানে একচ্ছত্র আধিপত্য ছিলো বিরাট কোহলির(Virat Kohli)। আজও তিন নম্বর ব্যাটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট’কে এক নম্বর পছন্দ ভাবেন অনেকে। তবে ইদানীং বিরাটের অবর্তমানে সেই পজিশনে ব্যাট হাতে নামছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। আর যে ফর্মে তিনি ব্যাট করছেন তাতে বিরাটের জায়গা কতটা সুরক্ষিত এই আশঙ্কা উঁকি দিচ্ছে অনেকের মনে। গতকাল মাউন্ট মাউঙ্গানুয়ার বে ওভাল মাঠে তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার করেছেন ৫১ বলে ১১১ রান। তাঁর ব্যাটিং বিস্ফোরণের পর বিরাট না সূর্য? কার উচিৎ ৩ নম্বরে ব্যাট করা, সে নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।

বিরাট না সূর্য? তিন নম্বরে কে কোথায় দাঁড়িয়ে?

Sur-Vir | image: twitter
Surya and Virat both have brilliant numbers batting at no 3.

বাইশ গজের বিশ্বে বিরাট (Virat Kohli) অনেকটাই সিনিয়র সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে। তবে সূর্যের ব্যাট কথা বলছে এখন। আকাশ চোপরার মত অনেক প্রাক্তন তো সূর্যকুমার যাদব’কে ভারতের প্রথম “ প্রকৃত টি-২০ ব্যাটার” বলেও উল্লেখ করছেন। ইতিমধ্যেই দুইখানি টি-২০ শতরান করে ফেলেছেন তিনি। এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড করেছেন নিজের নামে। বিরাট কোহলি (Virat Kohli) দলে থাকলে সাধারণত চার নম্বরে ব্যাট করেন তিনি। এখনও অব্দি মাত্র ৮ টি ম্যাচেই তিন নম্বর পজিশনে খেলেছেন তিনি। করেছেন ২৯৩ রান। ব্যাটিং গড় ৪৯ এর কাছে।  তি-২০ ক্রিকেটের ক্ষেত্রে বেশ দারুণ পরিসংখ্যান স্বীকার করতেই হয়। আর কোথায় দাঁড়িয়ে বিরাট? তিন নম্বরে ব্যাটিং-এর ক্ষেত্রে কেনো তিনি ‘কিং কোহলি’ তা বোঝা যাবে তাঁর ব্যাটিং পরিসংখ্যান দেখলেই। ৭৮ টি টি-২০ ম্যাচে তিন নম্বরে ব্যাট করে তিনি করেছেন ৩০৪৭ রান। ব্যাটিং গড় অবিশ্বাস্য, ৫৫.৪০। অর্থাৎ বর্তমান সময়ে যতই ফর্মে থাকুন সূর্য, বিরাট’কে ছুঁতে গেলে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাঁকে। তবে দ্রুত রান তোলার হলে হয়ত পছন্দ হতে পারেন সূর্যকুমার(Suryakumar Yadav)। তাঁর প্রথম বল থেকেই মারতে পারার ক্ষমতা তাঁকে কম সময়ে বেশী রান তুলতে সাহায্য করে। অপরদিকে বিরাট ক্রিজে এসে খানিক সময় নেন থিতু হতে।

টি-২০তে ওপেনার হিসেবে সফল বিরাট-

Virat Kohli | Image: GettyImages
Virat Kohli has brilliant record as an opener as well.

ভারতীয় দলের ওপেনার সমস্যার কথা এখন আর নতুন কিছু নয়। টি-২০ বিশ্বকাপে দল’কে বেশ ভুগিয়েছে এই ব্যাপারটি। রোহিত শর্মা এবং কে এল রাহুল দুজনেই ভুগছেন ফর্মের সমস্যায়। অপরদিকে টি-২০ ওপেনার হিসেবেও বেশ ভালো পরিসংখ্যান বিরাটের(Virat Kohli)। ব্যাটীং তালিকার এক নম্বরে এখনও অব্দি ৫ ম্যাচে ১১৯ রান করেছেন তিনি। তবে দ্বিতীয় নম্বরে আবার দুর্দান্ত পরিসংখ্যান তাঁর। মাত্র ৪ ইনিংসে করেছেন ২৮১ রান। ব্যাটিং গড় ১৪০.৫০। প্রসঙ্গত উল্লেখ্য নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিটীও বিরাট করেছেন ২০২২ এশিয়া কাপে ওপেনিং করতে এসেই। আইপিএলেও তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রায়ই ওপেন করেন তিনি। ভারতের প্রয়োজনে তাই ওপেনার হিসেবেও তাঁকে ভাবা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *