গতকাল পরিসমাপ্ত হয়েছে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে দুর্দান্ত একটি ম্যাচের। T20 বিশ্বকাপ ইতিহাসে এই নিয়ে ৭ বার পরাজিত হলো। এই ম্যাচে পাকিস্তান পরাস্ত হওয়ার পরেই বিশ্বকাপ ২০২৪’ থেকে ছিটকে যেতে হলো তাদের। ভারত বা USA একটি করে ম্যাচ জিতলেই পাকিস্তানকে কার্যত বিদায় নিতে হবে বিশ্বকাপের মঞ্চ থেকে।
টিম ইন্ডিয়া পাকিস্তান কে নাস্তানাবুদ করে আপাতত বিশ্বকাপ ২০২৪ এ সুপার এইট এর জন্য তাদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। চলতি মৌসুমে টিম ইন্ডিয়া দুর্দান্ত ছন্দে রয়েছে। ভারতীয় দল এক অবিশ্বাস ছিনিয়ে নিল গতকাল, গতকাল ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ১১৯ রান বানাতে সক্ষম হয়েছিল। এই রান তাড়া করতে এসে প্রথন থেকেই চাপের মুখে পড়ে যায় পাকিস্তান।
Read More: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!
রিজওয়ানকে বল ছুড়লেন সিরাজ
বর্তমান দিনের ভারত-পাকিস্তান (IND vs PAK) খেলা এখন বন্ধুত্বসুলক হয়ে উঠেছে। যদিও আগে দুই দলের মধ্যে এত পরিমানে সম্প্রীতি দেখা যেত না। ভারত পাকিস্তানের গত কয়েকটি ম্যাচে দুই দেশের প্লেয়ারদের মধ্যেই সু-সম্পর্ক বজায় থাকতে দেখা গিয়েছে। তবে গতকাল নিউ ইয়ার্কেও সেই চিত্র-ই বহাল থাকল না।
পাকিস্তান ইনিংসের সপ্তম ওভারে ঘটলো এমন এক ঘটনা যা দুই দেশের সম্পর্কের মধ্যে আবার একটি বিবাদ তৈরি করলো। সিরাজ বনাম রিজওয়ান লড়াই চলতে থাকে এই পরিস্থিতিতে সিরাজের একটি বল শক্তপোক্ত ডিফেন্স করেছিলেন রিজওয়ান। সিরাজের কাছে সেই বল আসতেই তিনি আক্রমণাত্মকভাবে ছুঁড়ে দেন তার দিকে।
ক্রিজের ভিতর ডাইভ মেরে ঢুকেও পড়েন তবে তখন
সিরাজের ছোড়া বল সরাসরি তাঁর হাতে আঘাত করে। এরপর যন্ত্রনায় কাতর হয়ে মাটিতে পড়ে থাকেন রিজওয়ান। মূলত উইকেটের খোঁজে ভারতীয় দল বেশ আগ্রাসী মনোভাব গ্রহণ করেন। যদিও এই ঘটনা বেশি দূর গড়ায়নি। সিরাজ বন্ধুত্বের বার্তা দিয়ে হাত মিলিয়ে আসেন রিজওয়ানের সঙ্গে।
We loved it Siraj Miyaan pic.twitter.com/4OUGMddPCa
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) June 9, 2024