আমার বাবার জীবিকা…” ফুঁসে উঠলেন সিরাজ, ‘অটোওয়ালা’ কটাক্ষের কড়া জবাব দিলেন ক্রিকেট তারকা !! 1

ক্রিকেটের আঙিনায় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উত্থানের গল্পটা হার মানাতে পারে বলিউডের সিনেমাকেও। হায়দ্রাবাদের এক সাধারণ অটোওয়ালার সন্তান থেকে। দারিদ্রকে দেখেছেন খুব কাছ থেকে। সেই অন্ধকারকে পিছনে ফেলে স্রেফ প্রতিভার জোরে আজ ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ স্তরে জায়গা করে নিয়েছেন সিরাজ (Mohammed Siraj)। দেশের জার্সিতে ইতিমধ্যে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ জিতেছেন। খেলেছেন ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup) ফাইনাল’ও। সাফল্যের একের পর এক শৃঙ্গ জয়ের পরেও নিজের শিকড় ভোলেন নি ডান হাতি ফাস্ট বোলার। ২০২০তে হারিয়েছেন বাবা’কে। কিন্তু তাঁর শেখানো মূল্যবোধ এখনও প্রতি মুহূর্তে নিজের মধ্যে ধারণ করেন তিনি। চেষ্টা করেন প্রতি মুহূর্তেই নিজেকে ছাপিয়ে যাওয়ার, দেশকে আরও সাফল্য এনে দেওয়ার।

Read More: হার্দিক পান্ডিয়ার সাথে মাঠেই হাতাহাতি করা খেলোয়াড় টিম ইন্ডিয়াকে বললেন আলবিদা, ইংল্যান্ডের মাঠে তুলবেন ঝড় !!

নেটিজেনদের ‘শিক্ষা’ দিলেন সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

ক্রিকেট মাঠে সাফল্য নাম, যশ, খ্যাতি উপহার দিয়েছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। তেমন রয়েছে মুদ্রার উলটো পিঠ’ও। প্রতি মুহূর্তে অজস্র চোখ মাপছে তাঁর প্রতিটি পদক্ষেপ। সামান্য বিচ্যুতি হলেই নেটদুনিয়ায় দেখা যায় ট্রলের সমাহার। নিন্দুকদের কেউ কেউ শালীনতার সীমানা ছাড়িয়ে টেনে কাদা ছোঁড়েন পরিবারের সদস্যদের দিকেও। সম্প্রতি তেমনই বেশ কিছু অনভিপ্রেত আক্রমণের শিকার হয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। তাঁর প্রয়াত পিতার পেশার দিকে আঙুল তুলে ক্রিকেটতারকার দিকে কটাক্ষের তীর ছুঁড়েছিলেন নেটিজেনদের একাংশ। সেই আক্রমণের কড়া জবাব দিলেন সিরাজ (Mohammed Siraj)। নিজের বেড়ে ওঠার যাত্রাপথ, নিয়ত সংঘর্ষের কথা লিখলেন ইন্সটাগ্রামে। বাবা’র পেশা তাঁর কাছে অপমান নয়, বরং সম্মানের, জানিয়েছেন সিরাজ।

ইন্সটাগ্রামে সিরাজ লিখেছেন, “আমি যে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরেছি তার জন্য প্রতিদিন গর্ব অনুভব করি। একজন অটোচালকের সন্তান যে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে পারবে সেটা কেই বা ভেবেছিলো? যখনই কোনো বাচ্চা এসে আমায় বলে যে সে ভারতের হয়ে খেলতে চায়, তখনই আমি গর্বের সাথে হাসি। কিন্তু অনেকে অপমান করে বলেন, ‘যাও! তোমার বাবা’র মত অটো চালাও। কিন্তু আমার বাবার পেশা তো অপমান নয়। এটা আমার শক্তি। উনি আমায় শিখিয়েছিলেন পরিশ্রমের আসল অর্থ হলো মাথা নীচু করে এগিয়ে চলা কারও তোয়াক্কা না করে। অনুশীলন শেষে হেঁটে বাড়ি ফেরার দিনগুলো আমায় খিদে চিনিয়েছে। প্রত্যেকটা উপেক্ষার জবাবে আমি আরও বেশী করে খেটেছি। আমার বহু বছরের কঠিন মেহনতের ফলে আমি ভারতের হয়ে খেলতে পেরেছি। কিন্তু ওরা সেই মেহনতকে খাটো করতে চায়।”

দলে ফিরছেন মহম্মদ সিরাজ-

Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images
Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরে বল হাতে বিশেষ সাফল্য পান নি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সৌজন্যে ফের টিম ইন্ডিয়াতে ফিরেছেন হায়দ্রাবাদের পেসার। আসন্ন ইংল্যান্ড সফরের স্কোয়াডে রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা লিডসে সিরিজের প্রথম টেস্টে তাঁকে একাদশে রাখতে চলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। স্যুইং সমৃদ্ধ বাইশ গজের কথা মাথায় রেখে সম্ভবত চার জন পেসারকে খেলাতে পারে ‘মেন ইন ব্লু।’ সিরাজ ছাড়াও থাকবেন জসপ্রীত বুমরাহ। পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া শার্দুল ঠাকুরকে রাখা হতে পারে দলে। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন তিনি। এছাড়া অভিষেক হতে পারে আর্শদীপ সিং-এর। তাঁর বাম হাতি বোলিং বৈচিত্র যোগ করতে পারে ভারতের আক্রমণে।

Also Read: নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন জেসন হোল্ডার, বড়ো ঘোষণা শাহরুখ খানদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *