Mohammed Siraj: লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের সামনে লক্ষ্য ছিলো ১৯৩ রানের। চতুর্থ দিনের শেষেই ৪ উইকেট খুইয়ে বসেছিলো তারা। পঞ্চম দিনে প্রত্যাশা ছিলো ঋষভ পন্থ, কে এল রাহুলদের থেকে। কিন্তু প্রথম সেশনেই সাজঘরে ফেরেন তাঁরা। বেশীদূর এগোতে পারেন নি ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডিরাও। শেষে টেল-এন্ডার জসপ্রীত বুমরাহ’কে নিয়ে খানিক লড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৫৪ বলে ৫ করে বুমরাহ আউট হওয়ার পর বাম হাতি অলরাউন্ডারের সঙ্গী হন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁদের প্রতিরোধে একটা সময় জয়ের ক্ষীণ আশা তৈরি হয়েছিলো সমর্থকদের মনে। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না ভারতের। শোয়েব বশিরের নির্বিষ বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন সিরাজ। ব্যাটের মাঝখানে লাগার পর বল গড়িয়ে ভেঙে দেয় স্টাম্প। ২২ রানে হারতে হয় ‘মেন ইন ব্লু।’
Read More: IND vs ENG 3rd Test: “যত গর্জন তত বর্ষণ নয়…” লর্ডসে পরাজয় টিম ইন্ডিয়া’র, আক্ষেপ আর হতাশায় ভরলো নেটমাধ্যম !!
লর্ডস টেস্ট যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এগারো নম্বরে নেমে ব্যাট হাতে চেষ্টা করেছিলেন যথাসাধ্য। ভাগ্য বিপর্যয়ের শিকার হয়ে আউট হতে হয়েছে তাঁকে। বল হাতেও আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। আবার জরিমানার মুখেও পড়তে হয়েছে তাঁকে। টেস্টের চতুর্থ দিনের সকালে বেন ডাকেটকে আউট করে যেভাবে আগ্রাসী উদ্যাপন করেছিলেন তিনি, তা ‘কোড অফ কন্ডাক্ট’-এর পরিপন্থী, মনে করেছে আইসিসি। শৃঙ্খলাবিধি’র ২.৫ নং ধারা লঙ্ঘনের কারণে তাঁর ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ কেটে নেওয়ার নিদান দিয়েছেন ম্যাচ রেফারী রিচি রিচার্ডসন। সাথে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট’ও। এমনিতেই ব্যাকফুটে থাকা সিরাজের (Mohammed Siraj) জন্য গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে চোট-আঘাত। পঞ্চম দিনে ব্যাটিং-এর সময় আহত হন তিনি।
৭৪তম ওভারে বোলিং করছিলেন জোফ্রা আর্চার। পঞ্চম বলে সিঙ্গল নিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ ডেলিভারিটির মুখোমুখি হয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। ক্যারিবিয়ান-জাত পেসারের শর্ট বল থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন ভারতীয় টেল-এন্ডার। তাঁর ব্যাট এড়িয়ে ডিউক বল আছড়ে পড়ে তাঁর বাম হাতের বাইসেপে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাঠে বসে পড়েন সিরাজ। খুলে রাখেন হাতের গ্লাভস। শুশ্রূষার জন্য ছুটে আসতে হয় টিম ইন্ডিয়ার ফিজিও’কে। বেশ খানিকক্ষণ মাঠেই বসেছিলেন তিনি। পরে উঠে দাঁড়ালেও ঐ ঘটনার পরেই ফোকাস নড়ে গিয়েছিলো তাঁর। যার ফলশ্রুতিতেই সম্ভবত পরের ওভারে বশিরের শিকার হন সিরাজ (Mohammed Siraj)। তাঁর চোট কতটা গুরুতর সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য নেই। যদি ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচ শুরুর আগে ফিট হয়ে না উঠতে পারেন তাহলে তাঁর বদলে সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং।
আর্চারের বাউন্সারে ‘আহত’ সিরাজ-
Every captain’s dream 💙
Bowls his heart out for the team, the country.
Today, he
batted like a warrior—took Archer’s body blows, blocked everything with pride.
RESPECT, MOHAMMAD SIRAJ 👏
A true champion for our nation! 🇮🇳 Hard luck, never mind!!#INDvsENG #Siraj #LordsTest pic.twitter.com/G2qFDhO7um— Abhisek Gupta (@ABHISTRONG) July 14, 2025