পেস বোলিং-এর জাদুতে প্রতিপক্ষ ক্রিকেটারদের ত্রাস হয়ে উঠতে এর আগে দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। এবার তাঁকে দেখা যাবে নয়া ভূমিকায়। আইনরক্ষক হিসেবে দায়িত্ব বুঝে নিলেন তিনি। তেলেঙ্গানার ডায়রেক্টর জেনারেল অফ পুলিশের অধীনে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি পদে যোগ দিলেন তিনি। শুক্রবার তেলেঙ্গানার ডায়রেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দ্র’র সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন সিরাজ। ডিজিপি’র কার্যালয়ে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা পুলিশের অন্যান্য বড় কর্তারাও। একা সিরাজ নন, পুলিশ বা সেনাবাহিনীর নানা পদে এর আগেও বহু ক্রিকেটারকে যোগ দিতে দেখা গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) রয়েছেন প্যারাশুট আর্মি’র লেফটেন্যান্ট কর্ণেল পদে। বায়ুসেনার সাথে যুক্ত রয়েছেন শচীন তেন্ডুলকর। হরিয়ানা পুলিশের উচ্চপদে রয়েছেন হরমনপ্রীত কৌর, যোগিন্দর শর্মা’রা।
Read More:IND vs BAN: পছন্দের তারকাকে সুযোগ দিচ্ছেন কোচ গম্ভীর, তৃতীয় টি-২০তে অভিষেক এই তরুণ তুর্কি’র !!
দেখুন DSP-র বেশে সিরাজ’কে-
DSP MOHAMMAD SIRAJ ON DUTY. 🫡🇮🇳 pic.twitter.com/Vn39mq5T5G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2024
তেলেঙ্গানা সরকারের পুরষ্কার সিরাজকে-
মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাবা পেশায় ছিলেন একজন অটোচালক। বেড়ে ওঠার সময় দারিদ্র’কে খুব কাছ থেকে দেখেছেন তিনি। কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরেই আজ তিনি আদায় করে নিয়েছেন লাইমলাইট। মেলবোর্নে টেস্ট অভিষেকের দিনকয়েক আগে হারিয়েছিলেন বাবা’কে। সেই যন্ত্রণা সহ্য করে দলের জয়ে অবদান রেখেছিলেন ডান হাতি পেসার। ২০২৩-এ এশিয়া কাপ ফাইনালে হয়েছিলেন ম্যাচের সেরা। একাই ভেঙেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং-কে। চলতি বছরেও টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন হায়দ্রাবাদের পেসার। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা তেলেঙ্গানা রাজ্য। সরকারের পক্ষ তাঁকে পুরষ্কৃত করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এ.রেবন্ত রেড্ডি। সেইমত হায়দ্রাবাদের শহরের অভিজাত জুবিলি হিল অঞ্চলে ৬০০ স্কোয়্যার ইয়ার্ডের একটি প্লট দেওয়া হয়েছে তারকা ক্রিকেটারকে।
অস্ট্রেলিয়ায় নজর থাকবে সিরাজের উপর-
এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দেশের সেরা তিন পেসারের মধ্যে তিনি একজন। টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে নিয়মিত ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর খানিক বিশ্রাম পেয়েছেন তিনি। কিন্তু আগামী ১৬ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে চলেছেন হায়দ্রাবাদের ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাল বল হাতে দেখা যাবে তাঁকে। চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ধরাশায়ী করার লক্ষ্য নিয়ে উড়ে যাবে ভারতীয় দল। সেই স্কোয়াডেও নিঃসন্দেহে থাকতে চলেছেন সিরাজ। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেসট অভিষেক হয়েছিলো তাঁর। পেয়েছিলেন সাফল্যও। এবারও তার পুনরাবৃত্তিই লক্ষ্য থাকবে সিরাজের (Mohammed Siraj)।
মহম্মদ সিরাজের কেরিয়ার পরিসংখ্যান-
দেশের হয়ে ২০১৭ সালে প্রথম টি-২০ খেলেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২০১৯-এ ওডিআই ও ২০২০ সালে হয় টেস্ট অভিষেক। এখনও অবধি লাল বলের ফর্ম্যাটে ২৯টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওডিআই খেলেছেন ৪৪টি, এবং টি-২০তে তাঁকে দেখা গিয়েছে ১৬টি ম্যাচে। টেস্টে ২৯.৯৩ গড়ে ৭৮টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মাটিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার। একদিনের ক্রিকেটে ২৪.০৪ গড়ে তাঁর সংগ্রহ ৭১ উইকেট। ইতিমধ্যেই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান দখলের নজির গড়েছেন তিনি। টি-২০ ক্রিকেটে ১৬ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মোট ৯৩ ম্যাচে ৯৩ উইকেট নিয়েছেন তারকা পেসার।