Mohammed Siraj: ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচে টস জয়ের হ্যাটট্রিক করেন লঙ্কান দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। টস জিতে আবার আজকে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। আজকের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পারফরমেন্সে বেশ উন্নতি দেখতে পাওয়া গিয়েছে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা ৪১ রান তুলে ফেলে। ওপেনার ব্যাটসম্যান পথুম নিশঙ্কা ও অবিস্কা ফার্নান্দো আজকের ম্যাচে প্রথম ৫০ রানের পার্টনারশিপ গড়লেন।
মেন্ডিসের সঙ্গে ঝামেলায় জড়ালেন সিরাজ
২০ তম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেলের বলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের হয়ে ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্রথুম। এরপর লঙ্কান দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ ফার্নান্দো ও কুশল মেন্ডিস ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব ধারণ করেন এবং ৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে রিয়ান পরাগের ফিরকির সামনে ৯৬ রানের মাথায় উইকেট হারিয়ে ফেলেন অবিস্কা ফার্নান্দো। পরের ওভারেই পরাগ ক্যাপ্টেন আশালঙ্কাকে প্যাভিলিয়নে ফেরান এবং ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন।
তবে ৩৯তম ওভারে দেখা গেল এক আপত্তিকর দৃশ্য। কুশল মেন্ডিসকে একটি ফুল লেন্থ বোলিং করেন সিরাজ (Mohammed Siraj) এবং বলটি বেশ ভালো ভাবে ডিফেন্স করেন মেন্ডিস। তবে সিরাজ বলটি করার পরেই মেন্ডিসকে কথা শোনাতে শুরু করেন, অন্যদিকে চুপ ছিলেন না মেন্ডিসও, তিনিও সিরাজকে পাল্টা জবাব দেন। তবে তারই মাঝে সিরাজ শ্রীলঙ্কার মিডিল অর্ডার ব্যাটসম্যান সামরাবিক্রমাকে আউট করেন।
A Huge Fight Happened Between Siraj And Mendis 🔥🥶#RohitSharma𓃵 #INDvsSL #GOLD #Cricket #Siraj pic.twitter.com/Uihv8VAhEU
— Aman Mishra⁴⁵ (@devoteofrohit45) August 7, 2024