ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে বারবার নিজের সেরাটা দিয়ে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনকি সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে সর্বাধিক রান বানিয়েছেন বিরাট। ৭৩৫ রান সহ সচিনের এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপ ট্রফির থেকে দূরে থাকলেও, বিরাটের সামনে বিশ্বকাপ জেতার জন্য রয়েছে বেশ কয়েকটি সুযোগ। ২০২৪ সালেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। যদিও বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেট থেকেই দূরে রয়েছেন বিরাট। ২০২২ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার বিরাটকে গিয়েছিল দেখা। এবার টি টোয়েন্টি ক্রিকেটে বিরাটের গড়া এক রেকর্ড ভেঙে ফেললেন সিকান্দার রাজা (Sikandar Raza)।
বিরাটের রেকর্ড ভেঙে ফেললেন রাজা

ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন সিকান্দার রাজা (Sikandar Raza)। ২০২৪ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য বর্তমানে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব চলছে। যেখানে ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছেন রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড। নাইজেরিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ের ম্যাচে ১১১ রানের লক্ষ্যমাত্রা করতে এসে জিম্বাবুয়ে ৩৬ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। ব্যাটিংয়ে ৩৭ বলে ৬৫ রান ও বোলিংয়ে ১৩ রানে ২ উইকেট-দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন সিকান্দার রাজা এবং জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
বাছাইপর্বে জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছে, প্রতিটিতেই ম্যাচসেরা হয়েছেন রাজা। তাতে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। যার মধ্যে ৫টি টি-টোয়েন্টি ও ২ ম্যাচ ওয়ানডে। অন্যদিকে এবছর বিরাট ৬ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বিরাটের এই রেকর্ড তিনি দিয়েছেন ভেঙে, এমনকি সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট, যে কারণে রাজার এই রেকর্ড ভাঙা এখন কঠিন কাজ।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচসেরা:
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : ৭ ম্যাচে
বিরাট কোহলি (ভারত) : ৬ ম্যাচে
সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৫ ম্যাচ
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ৫ ম্যাচে
মোহাম্মদ শামি (ভারত) : ৫ ম্যাচে