shubman-trolled-after-failure-at-oval

IND vs ENG: চার টেস্টের শেষে শুভমান গিলের (Shubman Gill) নামের পাশে ছিলো ৭২২ রান। বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ওভালে শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫৩ রান করতে পারলে ভারতের হয়ে একটি নির্দিষ্ট টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের মালিক হতে পারতেন। যদি ৮৮ রান করতে পারতেন তাহলে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান’কে (Don Bradman) টপকে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করে ফেলতে পারতেন ভারতীয় তারকা। কিন্তু সেসব শৃঙ্গ অধরাই থেকে গেলো তাঁর। প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ২১ রানের মাথায় নিজের ভুলেই রান-আউট হন। শুভমান (Shubman Gill) আহামরি পারফর্ম্যান্স করতে পারলেন না দ্বিতীয় ইনিংসেও। চার নয় বরং নেমেছিলেন পাঁচ নম্বরে। কিন্তু ৯ বলে ১১ রান করেই ফিরলেন সাজঘরে।

Read More: ভারত বয়কট করায় WCL’এ অপমানিত পাকিস্তান দল, PCB নিলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !!

গতকাল খেলার শেষ পর্যায়ে নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিলো আকাশ দীপ’কে (Akash Deep)। ২ বলে ৪ করে অপরাজিত থাকেন তিনি। আজ সকালেও ইংল্যান্ড বোলিং-এর বিরুদ্ধে জমাট দেখালো তাঁকে। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে জুটি বেঁধে ১০৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষমেশ ৬৬ রান করে তিনি আউট হওয়ায় মাঠে নামেন অধিনায়ক। যে প্রতিরোধ আকাশ দীপ গড়ে তুলেছিলেন, তার পুনরাবৃত্তি করতে ব্যর্থ হলেন তিনি। দু’টি দুর্দান্ত কভার ড্রাইভ মারলেন ঠিকই। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরেই প্রতিপক্ষকে উইকেট উপহার দেন শুভমান। গাস অ্যাটকিনসনের বল আছড়ে পড়ে তাঁর প্যাডে। ডিআরএস নিয়েছিলেন তিনি। কিন্তু প্রযুক্তিও দ্বিতীয় সুযোগ দেয় নি তাঁকে। ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে।

চলতি সিরিজে যে ক্রিকেট উপহার দিয়েছেন শুভমান , তাতে আজও তাঁর থেকে একটি বড় ইনিংসই প্রত্যাশা করেছিলেন ক্রিকেটজনতা। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ তাঁরা। নেটদুনিয়ার দেওয়াল জুড়ে জমেছে সেই আক্ষেপের ছবিই। ‘আরও একটু টিকে থাকলে ভারত সুবিধাজনক একটা জায়গায় পৌঁছতে পারত,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘রেকর্ডগুলো সব হাতছাড়া হলো। এই সুযোগ আর কি কখনও আসবে?’ সন্দিহান অনেকেই। কঠিন উইকেটে বড় রান পান না শুভমান, এহেন অভিযোগ প্রায়শই ওঠে তাঁর বিরুদ্ধে। ওভালের সবুজ পিচে দুই ইনিংসে যথাক্রমে ২১ ও ১১ করে তিনি সাজঘরে ফেরায় ফের একবার তাঁর দিকে আঙুল তুলেছেন সমালোচকরা। ‘যতই একের পর এক শতরান করো, কঠিন পিচে রান না পেলে সেরা হওয়া যায় না,’ লিখেছেন কেউ কেউ।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: পঞ্চম টেস্টেও পেলেন না সুযোগ, ট্যুরিস্ট হয়েই ইংল্যান্ড সফর কাটলো এই তিন ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *