shubman-to-miss-ind-vs-ban-test-series

গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় দলে বাড়তি গুরুত্ব পাচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁকেই আগামীতে টিম ইন্ডিয়ার ‘মুখ’ হিসেবে দেখছে বিসিসিআই। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার মত তারকা ক্রিকেটারকে সরিয়ে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়ক হিসেবে জায়গা করে দেওয়া হয়েছে পাঞ্জাবের তরুণ খেলোয়াড়’কে। শ্রীলঙ্কা সফরের আগে এক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। তিনি নিশ্চয়তা না দিলেও, ইঙ্গিতে বুঝিয়েছেন যে আগামীতে স্থায়ী অধিনায়ক হওয়ার ব্যপারে শুভমানের (Shubman Gill) নাম ভাবনায় রেখেছেন তাঁরা। রোহিতের মত বিশ্ববন্দিত অধিনায়কের কাছ থেকে  যাতে নেতৃত্বের সহজপাঠ নিতে পারেন তিনি, সেই কারণেই শুভমানের হাতে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্ব।

Read More: ‘অবসর নিয়ে নাও…’ দলীপ ট্রফির মঞ্চে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে সমালোচনার মুখে পড়লেন KL রাহুল !!

বাড়তি চাপের কারণেই ছন্দহীন শুভমান ?

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

২৪ বছর বয়স শুভমান গিলের (Shubman Gill)। এই মুহূর্তে তিনি কি গুরুদায়িত্ব কাঁধে নিতে তৈরি? যেভাবে বিসিসিআই-এর তরফে এখন থেকেই এগিয়ে দেওয়া হচ্ছে, তাতে হিতে বিপরীত না হয়, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। এর আগেও গুজরাত টাইটান্সের নেতৃত্ব পাওয়ার পর ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায় নি শুভমান গিল’কে (Shubman Gill)। ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেও দেখা যাচ্ছে একই ছবি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই, দুই ফর্ম্যাটেই আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। দ্বীপরাষ্ট্রে পাঁচটি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৪, ৩৯, ১৬, ৩৫ ও ৬। এরপর দলীপ ট্রফিতে ভারত-এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও অফ ফর্মের গেরো কাটিয়ে উঠতে পারলেন না তিনি।

প্রথমে ব্যাটিং করে ৩২১ রান তুলেছিলো ভারত-বি। ব্যাট করতে নেমে শুভমানের ভারত-এ বেশ চাপের মুখে। রান পান নি খোদ অধিনায়ক। মায়াঙ্ক আগরওয়াল’কে নিয়ে ওপেন করতে নেমেছিলেন পাঞ্জাবের তরুণ। শুরুটা ভালো করেছিলেন দুজনেই। কিন্তু এগোতে পারলেন না বেশীদূর। নভদীপ সাইনি’র (Navdeep Saini) বল আছড়ে পড়ে তাঁর স্টাম্পে। ৪৩ বলে ২৫ রান করেই সাজঘরে ফিরতে হলো তাঁকে। মারেন ৩টি মাত্র চার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। চেন্নাই ও কানপুরে  রয়েছে দুটি ম্যাচ। টাইগার্সদের মোকাবিলা করার আগে ফর্ম ঝালিয়ে নেওয়ার জন্যই শুভমানের (Shubman Gill) মত তারকাকে দলীপ ট্রফি খেলতে নির্দেশ দিয়েছিলো বোর্ড। বেঙ্গালুরুতেও ব্যর্থ হয়ে আগরকারদের চিন্তা বাড়িয়েছেন তিনি।

বিকল্প হিসেবে প্রস্তুত মুশির খান-

Museer Khan | Image: Twitter
Museer Khan | Image: Twitter

পাকিস্তানকে তাদের মাঠে টানা দুটি টেস্টে হারিয়ে ভারতে পা দিতে চলেছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে এখনও লাল বলের ফর্ম্যাটে অপরাজিত ভারত। তা সত্ত্বেও শাকিব, শান্ত, লিটনদের হাল্কাভাবে নিচ্ছে না বিসিসিআই। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখতে হলে ঘরের মাঠে বাংলাদেশকে হারানো অত্যন্ত জরুরী টিম ইন্ডিয়ার কাছে। সেই জন্যই সেরা দল নামাতে চলেছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। এই মুহূর্তে শুভমানের ফর্মের যে অবস্থা, তাতে সেরাদের মধ্যে থাকা হয়ত সম্ভব নয় তাঁর পক্ষে। ফলে পাঞ্জাবের তরুণকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন নির্বাচকেরা। ভারতের হয়ে ওপেন করবেন যশস্বী ও রোহিত শর্মা। তিনে খেলার কথা ছিলো শুভমানের (Shubman Gill)। যদি তিনি বাদ পড়েন,সেক্ষেত্রে টিম ইন্ডিয়াতে তাঁর আদর্শ বিকল্প হয়ে উঠতে পারেন বছর উনিশের মুশির খান।

ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে খেলেছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হতে পারে তাঁর ভাই মুশিরের (Musheer Khan)। মুম্বইয়ের অলরাউন্ডার নজর কেড়েছেন সাম্প্রতিক কালে। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ২টি শতরান-সহ ৩৬০ রান করেছিলেন তিনি, নিয়েছিলেন ৭টি উইকেট। রঞ্জি ট্রফির ফাইনালে শতরান করে ম্যাচের সেরা’ও হয়েছিলেন তিনি। চলতি দলীপ ট্রফিতে শুভমান গিলের (Shubman Gill) দলের বিরুদ্ধেই এক অসাধারণ ইনিংস খেলে পরিণতিবোধের পরীক্ষাতেও ‘লেটার মার্কস’ নিয়ে পাস করেছেন তিনি। ৯২/৭ অবস্থা থেকে মুশিরের লড়াকু ১৮১ রানের সৌজন্যেই ৩২১ রানে পৌঁছায় ভারত-বি। তিনে নামা মুশিরকে (Musheer Khan) রুখতে পারে নি ভারত-এ’র আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলিং আক্রমণ। এই অসাধারণ ইনিংসের সৌজন্যেই জাতীয় দলে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হতে পারে মুশিরের, আপাতত ছিটকে যেতে পারেন শুভমান।

Also Read: দুই নৌকায় পা দিচ্ছে KKR, গম্ভীরের জায়গা পূরণ করতে নাজেহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *