IND vs BAN: বাংলাদেশ সিরিজের জন্য টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ পড়লেন খোদ অধিনায়ক !! 1

IND vs BAN: টেস্টে বাংলাদেশকে খড়কুটোর মত উড়িয়ে দিলো টিম ইন্ডিয়া (Team India)। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে টাইগারদের হারাতে লেগেছিলো সোয়া তিন দিন, আর কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্ট দু’দিনেই জিতে নিলো ‘মেন ইন ব্লু।’ গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম তিন দিন তেমন খেলাই হয় নি। অনেকেই ভেবেছিলেন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ। কিন্তু রোহিত-গম্ভীরদের ভাবনা ছিলো খানিক আলাদা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে কোনো পয়েন্টই হাতছাড়া করতে চান না তাঁরা। ঝুঁকি আছে জেনেও আগ্রাসী ক্রিকেট খেলার পন্থা বেছে নিয়েছিলেন তাঁরা। টেস্টের ময়দানে রীতিমত টি-২০ খেলতে দেখা যায় কোহলি (Virat Kohli), যশস্বী জয়সওয়ালদের। আক্রমণাত্মক ভারতের সামনে টিকতে পারে নি বাংলাদেশ। ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হন শান্ত, শাকিব, লিটনরা।

Read More: রিলিজ করেছিলো টিম ইন্ডিয়া, ইরানী কাপে রোহিত-জয় শাহদের ‘জবাব’ দিলেন সরফরাজ খান !!

রয়েছে টি-২০ সিরিজ-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

টেস্টে একাধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার অপেক্ষা টি-২০’র। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আগামী সপ্তাহে তিনটি ম্যাচ রয়েছে ভারতের। প্রথমটি রবিবার অর্থাৎ ৬ তারিখ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্বালিয়র’কে। দ্বিতীয় ম্যাচটি ৯ তারিখ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আর শেষ ম্যাচটি আয়োজিত হতে চলেছে ১২ তারিখ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টেস্টের মত টি-২০তেও দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে একচ্ছত্র দাপট টিম ইন্ডিয়ার (Team India)। এখনও অবধি ১৪টি মোকাবিলায় ১৩টি জিতেছে ‘মেন ইন ব্লু।’ টাইগারবাহিনী জয় পেয়েছে কেবল ১টি ম্যাচে। ঘরের মাঠে ৩টি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত (IND vs BAN)। এখনও অবধি অপরাজিত তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় দল।

টেস্ট দলের কেউ নেই টি-২০তে-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) তিন টি-২০’র সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, সেখানে জায়গা পান নি টেস্ট স্কোয়াডে থাকা একজন’ও। কোহলি, রোহিত, জাদেজারা টি-২০ বিশ্বকাপ জেতার পরেই ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। যশস্বী, বুমরাহ, সিরাজদের মত তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে। অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে দল সামলাবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। থাকছেন হার্দিক পান্ডিয়া’ও। প্রথমবার টিম ইন্ডিয়াতে ডাক পেয়েছেন আইপিএলের আসরে সাড়া ফেলে দেওয়া এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। তাঁর সাথে পেস বিভাগে থাকছেন হর্ষিত রাণা, আর্শদীপ সিং। ভারতের হয়ে এখনও একটি ম্যাচও খেলেন নি হর্ষিত’ও। এছাড়া রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং-দের মত চেনা মুখের ঠাঁই হয়েছে স্কোয়াডে।

এক নজরে দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড-

দলে সুযোগ পান নি শুভমান গিল-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

সাদা বলের ক্রিকেটে ২০২২ থেকে রোহিত শর্মার (Rohit Sharma) উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। সহ-অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। হিটম্যানের অনুপস্থিতিতে দুই ফর্ম্যাটেই করেছেন নেতৃত্ব’ও। কিন্তু গম্ভীর কোচের হটসিটে বসার পর বদলেছে পরিস্থিতি। নেতৃত্বস্থানীয় কোনো অবস্থানেই হার্দিককে রাখতে রাজী নন তিনি। টি-২০ ও ওডিআই-এর সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। ইতিমধ্যে সিনিয়রদের অবর্তমানে জিম্বাবুয়ের বিরুদ্ধে অধিনায়কত্ব’ও করেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে টি-২০ ও ওডিআই’তে যথাক্রমে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা’র (Rohit Sharma) ডেপুটি হিসেবে ছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে বাদ দেওয়া হয়েছে তাঁকেও। আদতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের জন্য শুভমানকেও তরতাজা রাখতে চায় বোর্ড। তাই বিশ্রাম দেওয়া হয়েছে ডান হাতি ব্যাটার’কে।

Also Read: IND vs BAN 2nd Test: দুই দিনেই ‘বাঘ’ শিকার টিম ইন্ডিয়া’র, হোয়াইটওয়াশের লজ্জা জুটলো বাংলাদেশের কপালে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *