shubman-set-to-miss-1st-ind-vs-nz-test

IND vs NZ: আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট সিরিজ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। এই মুহূর্তে ফর্মের নিরিখে যুযুধান দুই পক্ষ রয়েছে সম্পূর্ণ বিপরীত দুই মেরুতে। সদ্য বাংলাদেশকে চেন্নাই ও কানপুরের মাঠে হারিয়েছে ভারত। গ্রিন পার্ক স্টেডিয়ামে কেবল আড়াই দিনের মধ্যে ছিনিয়ে নিয়েছে জয়। আর অন্যদিকে নিউজিল্যান্ড বেশ বেকায়দায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে প্রথম অ্যাওয়ে টেস্ট জয়ের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে হোয়াইটওয়াশ হয়েছে ‘ব্ল্যাক ক্যাপস’রা। তার উপর চিন্নাস্বামীতে কিউইদের হয়ে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। যা চাপ বাড়িয়েছে নিউজিল্যান্ডের উপর। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে ‘ফেভারিট’ স্বাগতিক দেশই।

Read More: IPL 2025: মেগা অকশনের আগে ‘মেগা’ চমক রোহিতের, স্থির করে ফেললেন পরবর্তী গন্তব্য !!

চিন্তা বাড়িয়েছে শুভমানের চোট-

Shubman Gill | IND vs NZ | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) লাল বলের ক্রিকেটে অংশ নেওয়া কাউকেই টি-২০ স্কোয়াডে রাখেন নি নির্বাচকেরা। কয়েকদিনের ছুটি কাটিয়ে ফিরছেন টিম ইন্ডিয়ার তারকা’রা। বেঙ্গালুরুতে কোহলি-রোহিতদের (Rohit Sharma) মাঠে নামা নিয়ে কোনোরকম অনিশ্চয়তা না থাকলেও শুভমান গিল’কে (Shubman Gill) আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য এখনও নেই ক্রিকেটমহলের কাছে। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত খবর অনুযায়ী ১৪ তারিখ অর্থাৎ গতকাল শুভমান বোর্ডকে জানিয়েছেন যে তাঁর ঘাড়ের পেশীতে টান ধরেছে। এই চোটের গুরুত্ব ঠিক কতটা তা পরীক্ষা করে দেখা হচ্ছে আপাতত। তিনি মাঠে নামতে প্রস্তুত কিনা তা জানা যাবে আগামীকাল টসের সময় ভারতের প্রথম একাদশ সামনে এলেই।

সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিলো প্রথম টেস্টের একাদশ কি হবে। কোনো স্পষ্ট উত্তর দেন নি তিনি। জানান, “পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। আজ বৃষ্টি হচ্ছে। পিচ ঢাকা রয়েছে। আমরা আগামীকাল সকালে একটা সিদ্ধান্ত নেব যে প্রথম একাদশে তিনজন পেসার সুযোগ পাবেন নাকি দু’জন পেসার সুযোগ পাবেন। আমরা নিজেদের সামনে সব বিকল্পই খোলা রাখার কথা ভাবছি।” শুভমানকে (Shubman Gill) নিয়ে কোনো মন্তব্য করেন নি তিনি। যদি ভারত দুই পেসারের নীতি নেয় তাহলে শিকে ছিঁড়তে পারে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ভাগ্যে। তিন পেসারের পন্থা বাছলে সুযোগ পাবেন বাংলা’র আকাশ দীপ’ও (Akash Deep)।

কে হতে পারেন শুভমানের বদলি?

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করেন শুভমান গিল (Shubman Gill)। যদি আগামীকাল সকালের মধ্যে সম্পূর্ণ ফিট না হয়ে উঠতে পারেন পাঞ্জাবের তরুণ তাহলে বাধ্য হয়েই তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে হবে গৌতম গম্ভীরকে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ‘মেন ইন ব্লু’র হাতে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধ্রুব জুড়েল। সদ্য মুম্বইয়ের হয়ে ইরানী কাপ (Irani Cup) জিতেছেন সরফরাজ। ফাইনালে দ্বিশতক করে হয়েছিলেন ম্যাচের সেরা’ও। উত্তরপ্রদেশের ধ্রুবের বদলে তিনিই হতে পারেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। ওপেনিং-এ রোহিত ও যশস্বী জয়সওয়াল থাকারই সম্ভাবনা। শুভমানের বিকল্প হিসেবে তিনে খেলতে পারেন সরফরাজ। চারে ব্যাটিং করতে দেখা যাবে কোহলি’কে (Virat Kohli)। পাঁচ ও ছয় নম্বর পজিশনে পরিস্থিতি বুঝে ব্যবহার করা হতে পারে কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থকে।

এক নজরে IND vs NZ সিরিজে ভারতীয় স্কোয়াড-

Also Read: IND vs NZ 1st Test Preview: বেঙ্গালুরুতে আগুনে ফর্ম ধরে রাখতে মরিয়া ভারত, নতুন নেতার অধীনে সাফল্যের সন্ধানে কিউইরা।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *