নিজের পছন্দের ক্রিকেটারকে অগ্রাধিকার সূর্যকুমারের, সহ-অধিনায়ক হয়েও সুযোগ পাচ্ছেন না শুভমান !! 1

Asia Cup 2025: ২০২৪-এর জুলাই মাসে শেষবার ভারতের জার্সিতে টি-২০ খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে পেয়েছিলেন সহ-অধিনায়কের দায়িত্ব। এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মেন ইন ব্লু’ কুড়ি-বিশের ক্রিকেটে মাঠে নামলেও স্কোয়াডে ছিলেন না পাঞ্জাবের তরুণ। টেস্ট সিরিজ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে টি-২০ থেকে দূরেই রেখেছিলো বিসিসিআই। ২০২৫-এ আইপিএল অবশ্য খেলেছেন শুভমান। গুজরাত টাইটান্সের জার্সিতে ৬৫০ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক’ও হয়েছেন। ইংল্যান্ডের মাঠেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। টেস্ট সিরিজের ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে করেছেন ৭৫৪। জোর গুঞ্জন যে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে ফেরানো হবে ফর্মে থাকা শুভমান’কে। তবে দুবাইতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

Read More: Asia Cup 2025: কপাল পুড়ছে অধিনায়কের, এশিয়া কাপে ভারতীয় দল থেকে পড়ছেন বাদ !!

সুযোগ পাবেন শুভমান? রয়েছে সংশয়-

Suryakumar Yadav and Shubman Gill | Image: Getty Images
Suryakumar Yadav and Shubman Gill | Image: Getty Images

সূত্রের খবর আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে নাম রয়েছে শুভমান গিলের (Shubman Gill)। কিন্তু সেই পদ তাঁর প্রথম একাদশে জায়গা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেট বিশেষজ্ঞরা। নেপথ্যে টিম কম্বিনেশন। সাধারণত সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে খেলে থাকেন শুভমান। টেস্টে তিন, এমনকি চারেও খেলেছেন। কিন্তু এই মুহূর্তে ভারতীয় টি-২০ দলে সবক’টি স্লটই পূর্ণ। গত এক বছরে ওপেনার হিসেবে পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সঞ্জুর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে জোড়া শতক করেছেন অভিষেকও (Abhishek Sharma)। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষেও তিনি। ফলে বাম হাতি তারকাকে সরানো কঠিন হবে কোচ গৌতম গম্ভীরের পক্ষে।

তিন নম্বরেও রয়েছে ট্র্যাফিক জ্যাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসামান্য খেলেছিলেন হায়দ্রাবাদের তিলক বর্মা (Tilak Varma)। দু’টি শতরান করেছিলেন তিনি। আইপিএল বা কাউন্টি চ্যাম্পিয়নশিপের মত টুর্নামেন্টেও তিনি প্রমাণ দিয়েছেন ফর্মের। ফলে তাঁকে অগ্রাধিকার দিতেও কার্যত বাধ্য টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলির অবসরের পর টেস্ট ক্রিকেটে চার নম্বরে নামছেন শুভমান (Shubman Gill)। ইংল্যান্ডের মাটিতে সাফল্যও পেয়েছেন। কিন্তু কুড়ি-বিশের ফর্ম্যাটে খোদ অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav) খেলেন চারে। ফলে সেই পজিশনেও খেলা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। দলের ভারসাম্য বজায় রাখার জন্য সম্ভবত দুই বা তিন অলরাউন্ডারে একাদশ সাজাতে পারেন গৌতম গম্ভীর। পাঁচ-ছয় ও সাতে থাকার সম্ভাবনা হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলদের। যার ফলে ব্যাটিং অর্ডারে শুভমানের জন্য মুশকিল হবে স্থান সঙ্কুলান করাই।

এশিয়া কাপে খেলতে চান জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah Willing To Play Asia Cup 2025 | Image: Getty Images
Jasprit Bumrah Willing To Play Asia Cup 2025 | Image: Getty Images

শুভমান গিলের সুযোগ পাওয়া নিয়ে সংশয় থাকলেও স্বস্তির খবর মিলেছে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্পর্কে। এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে চান, মুখ্য নির্বাচক অজিত আগরকারকে জানিয়ে দিয়েছেন দেশের পেস বিভাগের সেরা অস্ত্র। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচটির মধ্যে তিনটি মাত্র টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। হাঁটুতে চোট রয়েছে বলেও খবর মিলেছিলো বিসিসিআই সূত্রে। কিন্তু যাবতীয় আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে মাঠে নামতে প্রস্তুত ডান হাতি ফাস্ট বোলার। গত বছর টি-২০ বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে সাদা বল হাতে তুলে নিয়েছিলেন তিনি। এক বছরের বিরতির পর ফের মাঠে দেখা যাবে তাঁকে। বুমরাহ ছাড়াও পেস ব্যাটারির ধার বাড়ানোর দায়িত্বে থাকতে পারেন আর্শদীপ সিং ও হর্ষিত রাণা। স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

Also Read: এশিয়া কাপে শেষ সুযোগ সূর্য-সঞ্জুর, অন্তিম পরীক্ষায় নামছেন ধোনির ‘প্রিয়পাত্র’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *