Shubman Gill: রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন গত ৭ মে। তাঁর বিদায়ের পর লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিলো বিশেষজ্ঞমহলে। ভাসছিলো ঋষভ পন্থ, কে এল রাহুলদের নাম। দৌড়ে ছিলেন জসপ্রীত বুমরাহ’ও। কিন্তু তাঁদের পিছনে ফেলে শেষমেশ নেতৃত্বের মুকুট ওঠে শুভমান গিলের (Shubman Gill) মাথায়। মাত্র ২৫ বছর বয়সে ভারতীয় দলের ৩৭তম টেস্ট অধিনায়ক হন ফাজিলকার তরুণ। ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস’ও করেছেন তিনি। ব্যাট হাতে ৭৫.৪০ গড়ে করেছেন ৭৫৪ রান। চারটি শতরান, এমনকি দ্বিশতরান’ও এসেছে তাঁর ব্যাট থেকে। মগজাস্ত্রের ধারও যে তাঁর যথেষ্ট, সেই প্রমাণও দিয়েছেন শুভমান (Shubman Gill)। টেস্টের পর এবার ধীরে ধীরে সাদা বলের ক্রিকেটেও শুভমানকে কেন্দ্র করেই দলগঠনের পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই।
Read More: শ্রেয়স অধ্যায় অতীত, ট্রফিজয়ী অধিনায়ককে ফেরাতে রাজী নন শাহরুখ-ভেঙ্কি মাইশোররা !!
এশিয়া কাপে সহ-অধিনায়ক গিল-

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সবকিছু ঠিকঠাক থাকলে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই মুহূর্তে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। কিন্তু সঠিক পথেই এগোচ্ছে তাঁর রিহ্যাব। এনসিএ-তে ইতিমধ্যে তিনি ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন। এশিয়া কাপ শুরুর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার কথা তাঁর। নেতৃত্বে সূর্য থাকলেও তাঁর ডেপুটি কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিলো। গত টি-২০ বিশ্বকাপের পর থেকে সহ-অধিনায়কের ভূমিকায় কখনও দেখা গিয়েছে শুভমান গিল’কে (Shubman Gill), আবার কখনও দায়িত্ব সামলেছেন অক্ষর প্যাটেল। সংবাদমাধ্যম রেভজস্পোর্টস সূত্রে খবর যে আসন্ন টুর্নামেন্টে বাজিমাত করতে চলেছেন শুভমানই। ভারতীয় দলে তাঁর বাড়তে থাকা গুরুত্বের কথা মাথায় রেখে পাঞ্জাবের তরুণের কাঁধেই সঁপা হচ্ছে দায়িত্ব।
গত বছরের জুলাই মাসে শেষবার দেশের হয়ে টি-২০ খেলেছেন শুভমান (Shubman Gill) । তারপর টিম ইন্ডিয়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ খেললেও মাঠে নামেন নি তিনি। টেস্ট সিরিজ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ছিলেন বাইরে। সেপ্টেম্বরে এশিয়া কাপের মঞ্চে ফের নীল জার্সিতে কুড়ি-বিশের ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। তবে তিনি কোন পজিশনে খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। গত কয়েকটি সিরিজে ওপেন করেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। রীতিমত সফল হয়েছেন তাঁরা। অভিষেক তো ইতিমধ্যেই আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষস্থানেও পৌঁছে গিয়েছেন। ফলে তাঁদের মধ্যে কাউকে সরিয়ে শুভমানকে তাঁর পছন্দের ওপেনিং স্লট ফিরিয়ে দেওয়া হবে নাকি তিন বা চারে নামবেন তিনি, সেই প্রশ্নের এখন জবাব খুঁজছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
পরবর্তী বিশ্বকাপে শুভমানই অধিনায়ক ?

২০২৭-এর নভেম্বরে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলির মত দুই নক্ষত্রকে আদৌ দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। বিশ্বকাপের আগে ৪০ পেরিয়ে যাবেন রোহিত, কোহলিও পৌঁছে যাবেন ৩৯-এর দ্বারপ্রান্তে। ফলে তাঁদের পক্ষে ফিটনেস ধরে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান বোর্ড কর্তারা। তাছাড়া টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর তাঁরা যথেষ্ট ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে থাকবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এমতাবস্থায় দুই তারকাকে ধীরে ধীরে ক্রিকেটের মূলস্রোত থেকে সরিয়ে দিয়ে তারুণ্যেই আস্থা রাখার ভাবনাচিন্তা শুরু হয়েছে বিসিসিআই-এর অন্দরে। যদি রোহিত দল’কে নেতৃত্ব না দেন তাহলে পরবর্তী অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ শুভমানই (Shubman Gill) । ইতিমধ্যেই ওয়ান ডে’তে সহ-অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে শীঘ্রই নেতার পদেও উত্তরণ হবে তাঁর।